রঙ্গন

মূলত পাঠক এর ছবি
লিখেছেন মূলত পাঠক (তারিখ: সোম, ১৮/০৫/২০০৯ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রঙ্গন ফুলের অনেকগুলি বিজ্ঞানসম্মত নাম, প্রজাতির বৈচিত্রের কারণে, Ixora coccinea, I. lutea, I. rosea, I. singapurensis ইত্যাদি। ট্রপিকাল অঞ্চলের চিরহরিৎ গুল্ম। ফুল নানা রঙের হয়, যেমন লাল, হলুদ, গোলাপি, তবে লাল রঙের ফুলই সবচেয়ে সুলভ। শাখাগ্রে থোকা থোকা ফুল হয়, সরু বৃন্তাগ্রে চারটি করে পাপড়ি থাকে। ফুলে হাল্কা মিষ্টি গন্ধ আছে, এবং মধু থাকায় পতঙ্গের আনাগোনা দেখা যায়। ফুল মূলত গ্রীষ্মকালে ফোটে।

বড়ো বড়ো ডিম্বাকার বা আয়তাকার পাতায় মধ্যশিরা ও উপশিরা দৃশ্যমান, মসৃণ উপরিতল, পত্রধার অখন্ড। পাতা দৈর্ঘ্যে চার ইঞ্চি অবধি হয়, বিপরীত জোড়ে বা ডাল ঘিরে গজায়। গাছ ঘন ঝাড়ের মতো আকার নেয়, চার থেকে ছয় ফিট অবধি লম্বা হয়। পার্ক ও উদ্যানে গাছটি প্রায়শই দেখা যায়।

সঙ্গের ছবিটি লেখকের তোলা।


মন্তব্য

ব্যাঙের ছাতা এর ছবি

আহারে!
রঙ্গন আমার খুব ভাল লাগে কিন্তু এখানে ছবি তো দেখাচ্ছে না !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।