গন্ধরাজ ফুলের বিজ্ঞানসম্মত নাম Gardenia jasminoides, একে কেপ জেসমিনও বলা হয়। গার্ডেনিয়া শব্দটির উদ্যানের (গার্ডেন) সাথে মিল থাকলেও এর উৎস অন্যত্র, প্রকৃতিবিদ ড. আলেক্সান্ডার গার্ডেনের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলেশিয়া ও ওশিয়ানিয়ার ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের চিরহরিৎ পুষ্পল গাছ এটি, প্রায় আড়াইশো রকমের প্রজাতি পাওয়া যায়। গাছের দৈর্ঘ্য তিন থেকে প্রায় পঞ্চাশ ফুট অবধি হতে পারে। সাদা রঙের ফুল, সুগন্ধযুক্ত, বহুদলবিশিষ্ট, ফোটে বসন্ত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত । ফোটার সময় সাদা থাকলেও ক্রমে হাল্কা হলুদ বর্ণ ধারণ করে এই ফুল। ফুলের ব্যাস তিন-চার ইঞ্চি হয়। পাতা দৈর্ঘ্যে তিন থেকে ছয় ইঞ্চি অবধি হয়, বিপরীত জোড়ে গজায়। পাতার রঙ গাঢ় সবুজ ও উপরিতল তেলতেলে। উচ্চ আর্দ্রতা ও উজ্জ্বল আলোয় গাছ ভালো বাড়ে।
সঙ্গের ছবিটি লেখকের তোলা।
মন্তব্য
সুন্দর।
নতুন মন্তব্য করুন