খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। টার্ম প্রায় শেষ হতে চলল, আগামী কয়েকদিনে একটা প্রেসেন্টেশন, একটা রিপোর্ট জমা, ২টা ফাইনাল পরীক্ষা, ফান্ড সংক্রান্ত অনিশ্চয়তা - সব মিলিয়ে হাঁপ ছাড়ার উপায় নেই। এরকম ব্যস্ততায় সচরার কারো সাথে কথা বলতে পারিনা, কথায় কথায় সবাইকে জানিয়ে দেই - পরীক্ষা, সময় নাই ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আদতে যা করি, তা হল ১০ মিনিট পরপর সচলে ঢু মারি কে কি লিখল, কে কি বলল তা নিয়ে গবেষনা করি, ইংলিশ প্রিমিয়ার লিগে আবার নতুন কি কাহিনী হল তার খোঁজ নেই, খোমাখাতার অভ্যাস কমাতে পেরেছি যদিও - তাও কে কোথায় কি ছবি আপলোড করল - তাতে সম্ভাব্য সচলা কাকে ট্যাগ করা, তার প্রোফাইল ওপেন না থাকলে খেদোক্তি -- এই হল নিত্য নৈমত্তিক ব্যপার।
সবসময়ে দেখে এসেছি, যখন চাপ বেড়ে যায়, তখন কেন জানি একটা ফুরফুরা ভাব চলে আসে। মনে হয় কি আছে জীবনে - এইটাই শেষ না, আগামী টার্মে দেখায় দিব, তখন বুঝবা সবাই কত প্রশ্নে কত উত্তর। কিন্তু প্রতি বারই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। বুয়েটে প্রথম সেমিস্টারে যখন ফার্স্ট বয়ের থেকে মাত্র এক পয়েন্ট কম পেলাম, তখন পরের সেমিস্টারে আমিও চার পাবার পণ করলাম। এবং পরের সেমিস্টারেও ধারাবাহিকতা বজায় রেখে প্রমাণ করলাম আমি বাঁশরাফুল না, বরং হাবলাবুল ।
মূল সমস্যাটা আসলে সময়ের কাজ সময়ে করতে না পারার ব্যার্থতা। কিন্তু কেন যে পারিনা, এটা জানিনা। বুঝি এখন আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু করার বেলায় যেই লাউ সেই কদু। আগামী কালকে যেমন সকালে প্রেসেন্টেশন আছে, ১০মিনিট সময়। আমার উচিত ঘড়ি ধরে একটু মক্সো করা, কিন্তু সেসব কিছু বাদ দিয়ে বসে বসে ব্লগ পড়ছি, আর এখনতো নিজেই হাবিজাবি লিখতে বসে গেলাম।
আমেরিকায় আসার পর প্রায় নিয়মিতই যেই কাজটা করা হয়, তা হল হুলু (hulu.com) থেকে জন স্টিউয়ার্টের ডেইলি শো দেখা। খুবই বুদ্ধিমান একজন মানুষ, বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ বিশ্লেষন করেন কমেডি সেন্ট্রাল চ্যানেল এ তার নিজের মতন করে - যথেষ্ট হাস্যরসের সাথে। যেমন একটু আগে দেখলাম, ভারতে সন্ত্রাসী আক্রমনের সাথে জড়িত একজন আমেরিকান গ্রেফ্তার হওয়ার নিউজ কে , ভারতের এখন কেন আমেরিকাকে আক্রমন করা উচিত সেই নিয়ে নিউজ করতে। আপনারা দেখতে পারেন এখানে -
এবার একটা ভিন্ন প্রসংগে আসি। রেজওয়ান ভাইয়ের ব্লগ থেকে দেখলাম ডয়েশ ভেল রেডিও একটা ব্লগ এওয়ার্ডের ব্যবস্থা করেছে। সেরা ব্লগ হিসেবে সচলায়তন এন্ট্রি হিসেবে গণ্য হবে কিনা তা খতিয়ে দেখিনি, কিন্তু যদি তা না হয় এবং প্রত্যেকের নিজের ব্লগ (যেমন হিমু ভাইয়ের ব্লগ) আলাদা এন্ট্রি হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে আমার প্রস্তাব হল, সচলেই আমরা নিজেরা একটা সেরা ব্লগ নির্বাচন করে একটা এন্ট্রি হিসেবে সেটাকে ব্লগ এওয়ার্ডে দিতে পারি, সেক্ষেত্রে সেই ব্লগের জেতার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। যাই হোক এখন আর সময় নেই তাই হাবিজাবি লেখা এখানেই ইতি টানতে হচ্ছে। যাবার আগে আমার ব্যস্ত সময়গুলো পড়াশোনা নিয়ে কিভাবে কাটছে তার ১, ২, ৩টা নমুনা দিলাম।
মন্তব্য
সচলায়তন ব্লগ হিসেবে কোয়ালিফাই করে খুব ভালোভাবেই।
www.sachalayatan.com কে নমিনেইট করতে পারি আমরা সকলে। ব্যক্তিবিশেষের ব্লগের চেয়ে এই সম্মিলিত সমাবেশকে প্রোমোট করাই বেশি যৌক্তিক হবে।
আমি ব্লগোপেডিয়ায় একাধিকবার সচলায়তন এন্ট্রি করলাম, কিন্তু তারপর সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না ।
সার্চের জন্য ইন্ডেক্সিং হতে হয়ত সময় লাগে। সচলায়তনের এন্ট্রি হয়ে গেলে, এই নিয়ে আপনি একটা লেখা দেন, ওই লেখারে পুঁজি করে আমরা ক্যামপেইন করব।
এইটা ভাবীরে বলা দরকার
---------------------
আমার ফ্লিকার
আহা এর মাঝে আবার ভাবী কেন?
শেষ বয়সে প্রেমে পড়লে এমনই হয় সাফি ভাই... লুল সামলান
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সাফি তুই আমার হয়া বঙ্কারে কইষ্যা এক্টা কীল মার ... এই পুলাটা ইদানীং বেশি প্যাকেরপ্যাকের কর্তেছে ... শান্তিমতো এক্টু লুলুবিদ্যাও চর্চা করা যায় না ...
কীল না হিমু ভাই, ওর উপরে বসে পরতে হবে। সিমনের পিষে ফেলা দেখসে কিন্তু সাফিরটা দেখেনাই এখনও! দ্রোহীর লেখা পড়ে যা বুঝলাম দুনিয়াটারে ও এখন নিজের লুলিস্থান বানাইতে চাইতেসে - এর একটা বিহিত না করলেই নয়।
- অর উপ্রে আমারও খেদ আছে। সাফি ভাই অর উপ্রে বইলে আমিও গিয়া সাফি ভাইয়ের উপ্রে উইঠা বসুম! ঐখানে বইসা গুনগুনাইয়া কোবিতা গাইমু, 'লিখে রেখো কয়েক কিলো দিলেম ওজন!'
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আম্রো খেদ আছে বঙ্কা ভাইয়ের উপ্রে...উনি নিজেরে মোডু বইল্যা দাবি কইর্যা আমার ন্যায় বাচ্চা পুলাপান্দের ডর দেহান...
_________________________________________
সেরিওজা
সবার যেরকম ক্ষোভ দেখেছি, তাতে আমার জন্য অপেক্ষা না করে ওকে এখনই সিমনের নিচে ফেলা প্রয়োজন মনে হচ্ছে।
খাড়াও। তোমার ব্যবস্থা করতেসি।
পরীক্ষার্থীর মস্তিষ্ক ব্লগের কারখানা। আমার ব্লগ আর্কাইভ দেখলেই বুঝা যায় আমার টার্ম ফাইনালগুলা কোন কোন মাসে ছিল...
এই কারণে তোমার নামটা চেনা লাগছিল। তোমার ব্লগ দেখসি আগে। আমিও এককালে ব্লগস্পটে ব্লগাইতাম
আহারে... সময়ের কাজ সময়ে করা তো দূরের কথা... অসময়েও করি না... কাজ জমতে জমতে পাহাড় হয়ে গেছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই,
আপনে এই কথা কইলে কার কাছে যাই?
জন স্টিউয়ার্টের ডেইলি শোর ক্লিপিং টা ইউ এস এর বাইরে স্ট্রিমিং হবে না বলছে, চেষ্টা করেও দেখতে পারলাম না। যাক টিভিতে খাদ্যের বিজ্ঞাপণ বোঝানোর জন্য ধন্যবাদ।
ববসে সার্চ করে সচলায়তন পাওয়া যাচ্ছে না ঠিকই কিন্তু ডান দিকে নিউয়েস্ট এনট্রি হিসাবে দেখাচ্ছে।
নৈষাদ ভাই,
এখানে কি দেখা যায়? নাকি এটাও ইউ এস ওনলি?
এইসব বুলগ টুলগ না কৈরা কেউ আমারে এইটার অনুবাদ কৈরা দিলে কেতজ্ঞ থাকতাম
- হিজিবিজি ভালো লাগছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুকরিয়া
আমিও গত কয়েকদিন ধরে চরম ব্যস্ত। আমার উচিত কিবোর্ডে আমার জীবন দিয়ে দেয়া। সারাদিন কম্পিউটারে বসে থাকি। কিন্তু কোন লাভ হয়না। লাভের মধ্যে লাভ, ব্লগের সব লেখা পড়া হইতেছে আর ধুমায়া মন্তব্য করা হইতেছে.....
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আবার জিগায়
হেহ, আমারে চাপ শিখায়...কোলন্ডি।
মিয়া- এই ব্লগের লাইগ্যাই টিচার হৈবার পার্লাম না খালি। (ইয়া আল্লাহ, এতো বড় মিথ্যার জন্যে আমারে মাফ কইরা দিও...)
_________________________________________
সেরিওজা
সুহান ভাই,
এইযে যারা টিচার, ওদের টিচার হবার পেছনে আমাদের কি পরিমাণ ছাড় তা যদি তারা স্বীকার দিত
বার্গারটা দারুন লাগছে ঃ)
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দেখসেন অবস্থা, এখানেও মেক আপ
হে হে হে, সাফি মিয়া তো জব্বর ব্লগ লেখছো, জব্বর মজাক পাইলাম। আর পড়বা কেমতে, সারাদিনে আমি যদি ১০ বার কইরা জিটকে নক করি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জন স্টুয়ার্টকে আমারও অসাধারণ লাগে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
হিজিবিজি ভালো লাগলো
আমারও একটা পেপার শেষ করা এখনো বাকি...তাই সচলে বসে আছি।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
এই ব্যাপারগুলা ইদানিং আমারও ঘটতাছে। তয় আমার সমস্যা হইলো আলসেমী। আমি সচলে সারাদিন ই থাকি; তয় মোবাইলে, শুইয়া শুইয়া, এজন্য কমেন্টানো হয় না। আর মাজায় ও কিঞ্চিৎ সমস্যা হইছে। চেয়ারে বয়া থাকলে ধইরা আসে।
হিজিবিজি ভাল্লাগলো।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
সেকেন্ড লিংকের লোক্টার ব্যাপক ধৈর্্য দেখা যায়!!!!! শেষের লিংক টা দেখে আর এইখানে কীলাকীলির প্যাচাল পড়ে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম
আমারও কিন্তু কালকে পরীক্ষা :-B এই জন্য এইখানে এসে বসে আছি! প্রত্যেকদিন ভোরে ঘুমাই দুপুরে উঠি। আজকেই খালি দুপুরে উঠেও এখনই ঘুম পাইতেছে (রাত ১০ টা)... বইটা খোলা তো!
অদ্বিতীয়
অদ্বিতীয়
নতুন মন্তব্য করুন