যাই হোক এই লেখার আসল উদ্দেশ্যে আসি। এখানে আপনাদের একটা অসম্ভব সহজ বুদ্ধি শিখাবো। কিভাবে সহজে আপনার বন্ধুকে বোকা বানাতে পারেন এই দিনে
এপ্রিল মাসের প্রথম দিন অনেকেই তক্কে তক্কে থাকেন কিভাবে বন্ধু বান্ধবকে বোকা বানাবেন সেই চিন্তায় আবার অনেকেই সাবধানে থাকেন, কিভাবে বোকা বনে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এই চিন্তায়। অনেক ওয়েবসাইট যেমন গুগুল নিয়মিতই এপ্রিল ফুল নিয়ে মজা করে থাকে। পড়তে মজাই লাগে
আমরাও আমাদের ল্যাব-এ চিন্তা করলাম এ জাতীয় কিছু একটা মজা করা যায়। তাই ল্যাবের কপিয়ারের পাশে নোটিশ আটকে দিয়েছি যে কপিয়ারে এখন থেকে ভয়েস কমান্ড গ্রহণ করবে। আজকেই নতুন মড্যুল লোড করা হয়েছে বলে সফটওয়্যারটা এখনও ফাইন টিউনড হয় নি। ফলশ্রুতিতে হয়ত কয়েকবার কপি, কপিইইইই এরকম কমান্ড দেওয়া লাগতে পারে। আইডিয়াটা যদিও ইন্টার্নেট থেকে চুরি করা, কালকে আশা করি একটা মজার দৃশ্য হবে।
যাই হোক এই লেখার আসল উদ্দেশ্যে আসি। এখানে আপনাদের একটা অসম্ভব সহজ বুদ্ধি শিখাবো। কিভাবে সহজে আপনার বন্ধুকে বোকা বানাতে পারেন এই দিনে। নির্দোষ একটু মজা করা গেলে ক্ষতি কি? বিস্তারিত নিচের ভিডিওতে (ভল্যুম একটু কমিয়ে নিয়েন নইলে চমকে যেতে পারেন আর ভিডিও মাঝপথে বন্ধ হয়ে গেলে F5 চেপে রিফ্রেশ করে নেন। ফায়ারফক্স বা গুগুল ক্রোম ব্যবহারকারীরা ctrl+w চাপুন)
সবাইকে এপ্রিলস্য প্রথম দিবসের শুভেচ্ছা
মন্তব্য
প্রথম বেকুব আমি
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
বলেন কি! দিন শুরু হতে না হতেই আপনারে কে বেকুব বানাইলো!
ভারী লজ্জার কথা। বলা যাবে না
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ভিড্যুটা দেখতে পারলাম না একগাদা সিকুরিটি প্লাগিন/এ্যাড-অন/সফটওয়্যার ইন্সটল করা আছে - ওগুলির কোন একটা সমস্যা করতেসে মনে হয়।
তবে আমার কাছেও একটা অসম্ভব সহজ বুদ্ধি আছে। সহজ এবং দারুন সেলফ-এক্সপ্ল্যানেটরি ! সেই কেজি-১ বা ক্লাস ওয়ানে থাকতে বোধহয় এই কৌশলটা শিখেছিলাম - কিন্তু এখনো দেখি এটা সমান কার্যকরী। এটা ভিড্যু না - নেহাতই একটা টিচ-ইয়োরসেলফ পিক্টোরিয়াল ইলাস্ট্রেশন। মনোযোগ সহকারে স্টাডি করে ধাপে ধাপে অনুসরন করে বন্ধুদের উপর প্রয়োগ করেই দেখুন না কেমন নিপাট বোকা বনে যায় তারা - কৌশলটা শিখতে এখানে দেখুন। আর হ্যাঁ, বোকা বনেও কিন্তু তারা রাগ করবে না - কথা দিচ্ছি !
মনমাঝি
দারুন বুদ্ধি
ধুর মিয়া!
কি হইলো!
ধরা খাইছি
http://mail.google.com/mail/help/motion.html
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দেখলাম সকালে
ভাইরে, বোকা হওয়ার টাইম কই। সচলের মার্জিং-এর ব্যাপারটা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই বেশ অস্থিরতা হচ্ছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনেরেতো দিছিল আরেকটু হলে বাদ্দিয়া
এত অসাধারণ এপ্রিল ফুলীয় ভুডিও-র জন্যে সাফি ভাইকে
আজকে অন্তত ছয় জনের উপর এই পন্থা প্রয়োগ করে সফলতা পেয়েছি!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
যাযাবরাপু। এই পদ্ধতিটা আসলেই যাকে বলে জলবৎ তলরং
...........................
Every Picture Tells a Story
পোলাডা আসলেই ফাউল। ধুরু মিয়া !!!
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
কারে কইলেন? ভিডিওর পোলাটারে না আমারে?
ভালই দিছেন।
কি দিলাম বস?
হেহে মোশন ট্রাই দিছিলেন? এপ্রিলের ১ তারীখ গুগুলরে কোন বিশ্বাস নাই
ওরে দুষ্টু, এখানে খুনসুটি করতেছ! আইজকা সকালে গুগুল বাবাজি মোশন দিয়া আমার লুজ-মোশন করায় দিছিল! শান্তি নাই কুনুখানে!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
মুইও মুশনে ধরা খাইছি ভাইডি !!!
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ধরাটা কেমনে খাইলেন? ওয়েবক্যাম চালু করে নাচানাচি করসেন?
কিছু আইডিয়া
ধন্যবাদ অমিতদা। ডেস্কটপের স্ক্রিনশট নিয়ে হাইড আইকন করে ওই ছবিকে ব্যাকগ্রাউন্ড রেখে আগে অনেকবার কাজে লাগিয়েছিলাম
ভিডিওটা রাত ১২টার পর দেখবো।
টুইটার
একমাত্র আপনেই বোকা হইলেন।
আমি বুঝি নাই। পুরাটা আবার বুঝায়ে দেন।
ভিডিওটা নিশ্চয়ই ওযু করে দেখেননাই
খুঁজলে পাওয়া যাবে নিশ্চয়ই। কেন নায়িকা বানাবেন?
আচ্ছা ভিডিওতে যে সুন্দরী সুতন্বী বালিকাটা... তার ফোন নম্বর আছে আপনের কাছে?
______________________________________
পথই আমার পথের আড়াল
দিন তো শ্যাষ।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ
নতুন মন্তব্য করুন