বিজ্ঞানী.org এর নাম আমি প্রথম জানতে পারি সচল বিপ্রতীপের লেখা একটি পোস্ট থেকে। মাঝে মাঝে ঢু মারতাম, আর দেখতাম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সব পাগলাটে লোকদের কান্ডকারখানা। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানকে আমাদের মাঝে আরও সহজবোধ্য করার জন্য কি অক্লান্ত পরিশ্রমই না করছেন এই লোকগুলো, অথচ কোনরকম ব্যক্তিগত লাভ, স্বীকৃতির আশা ছাড়াই শুধুমাত্র দেশের আর দেশের মানুষদের কথা ভেবে।
এরপর অনেকদিনের অনভ্যাসে সাইটটার কথাও ভুলেই গেছিলাম প্রায় হঠাৎ কালকে আবার মনে পড়ল ফেসবুকে বন্ধুদের শেয়ার করা একটা নোটের থেকে। নোটটি লিখেছেন বিজ্ঞানী.org এর অন্যতম প্রতিষ্ঠাতা ড. মশিউর রহমান নিজেই। নোটটি পড়ে অকল্পনীয় লাগে নিজের কাছেই। বিদেশের সুখ সাচ্ছন্দের হাতছানি অগ্রাহ্য করে এই মানুষটা দেশে ফিরে এসেছেন মোটামুটি নিঃস্ব অবস্থায়। টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে না ছুটে, সময় শ্রম ব্যয় করছেন বিজ্ঞানী.org এর পেছনে শুধুমাত্র বিজ্ঞানকে আমাদের মাঝে জনপ্রিয় আর সহজবোধ্য করার জন্য। আর এখন ক্যানসার আক্রান্ত ড. মশিউর রহমানের চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ১০লক্ষ টাকা, অথচ আজ সেই টাকা দেবার সামর্থ নেই এই সাদাসিধে মানুষটার।
বাংলাদেশ নিয়ে আমরা কত স্বপ্ন দেখি। আজকে যদি বিশ্বমঞ্চে কোন এক বাংলাদেশীর সাফল্যের কথা জানতে পারি, বড় মুখ করে সেই কথা সবাইকে জানাতে থাকি, ফেসবুকে শেয়ার করি, বন্ধু বান্ধবকে জানাই। অচেনা অজানা সেই মানুষটাকে নিজের আপন ভেবে গর্বে বুকটা ফুলিয়ে ঘোরাঘুরি করি। জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নের পিছে ছুটে চলা ড. মশিউর চিন্তা করেননি নিজের কথা, চিন্তা করেননি নিজের উন্নতির কথা, দেশটাকে সাথে নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন। তাহলে আজ তাঁর এই বিপদের দিনে আমরা কি তাঁকে একা হতে দেব? মাত্র ১০লক্ষ টাকা আমাদের সঙ্গীকে ছিনিয়ে যাবে আমাদের থেকে? হেরে যাবেন ড. মশিউর রহমান? হেরে যাবো আমরা?
মুক্তিযুদ্ধের শেষে পরাজয় অনিবার্য দেখে- পাকিস্তানী হানাদার বাহিনী, রাজাকার দোসরদের সহায়তায়, দেশকে মেধাশূণ্য করার অভিপ্রায়ে, ১৪ই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবি হত্যা করে। এই অপূরণীয় ক্ষতির কারণে আমরা যে কত বছর পিছিয়ে পড়েছিলাম সে হিসেব আমার জানা নেই। ত্রিশোর্ধ মৌলিক গবেষনা প্রবন্ধের অধিকারী ড. মশিউর রহমানকে হারিয়ে যেতে দিয়ে আমরা আরেকবার নিজেদের ক্ষতি করতে চাইনা। সবাই মিলে আসুন তাঁর পাশে দাঁড়াই। বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে আমাদের যে তাঁর মত মানুষের বড় প্রয়োজন।
ড. মশিউর রহমানকে সাহায্য করার উপায় -
বাংলাদেশ: মাহফুজুর রহমান মিলন +8801740615720
আমেরিকা: মাসুদুর রহমান +1 (304) 840-5861
(বিস্তারিত নীচে দ্রষ্টব্য)
জাপান: AKMF Azam হেলাল 090 4258 3837
সরাসরি অর্থ প্রেরনের ঠিকানা
Prime Bank
Name: Dr. Mashiur Rahman
Account no: 16421030001480
Account type: Savings
Bank name: Prime Bank Limited
Branch: Pallabi Branch
Bank Address: 1/11 Pallabi, Mirpur, Dhaka, Bangladesh
Swift code of the Prime Bank: PRBLBDDH
আমেরিকায় যারা আছেন তাদের যোগাযোগের জন্য উপরে যাঁর কথা বলা হয়েছে তিনি বর্তমানে মার্শাল বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক হিসেবে কর্মরত ড. মাসুদুর রহমান। এ ব্যপারে তাঁর সাথে যোগাযোগ করার পরে উনি নিম্নলিখিত তথ্য দিয়েছেন, যার মাধ্যমে আমেরিকায় যারা আছেন তারা সরাসরি ব্যাংক ট্রান্সফার বা পেপ্যালের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। উনি অনুরোধ করেছেন কেউ কোন টাকা নিম্নলিখিত একাউন্টে বা পেপ্যাল এ পাঠালে যেন ওনাকে একটা ইমেইল (rm.masudur@gmail.com) দিয়ে জানাতে।
Bank Information:
JP Morgan Chase Bank.
Routing number: 051900366
Accounting number: 763475522
Account Holder Name: Masudur Rahman
PayPal account:
আমি জানি আমরা পারবো। যে জাতির মাঝে এমন মানুষ আছে, তারা হারতে জানেনা। ড. মশিউর রহমান দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন সেই দিনের অপেক্ষায় রইলাম।
সংযুক্তিঃ ১। মুনির হাসান স্যারের নোট
সংযুক্তিঃ ২। May 2, Mountain time- সন্ধ্যা ৭.৩৩ - ড. মশিউর রহমানের ক্যাট স্ক্যানের রিপোর্ট অনুসারে ক্যান্সার তাঁর শরীরের অন্যত্র ছড়িয়ে পড়েনি। আগামী ৫ই মে বা ৬ই মে অপারেশনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় যে পরিমাণ অর্থ সংগ্রহ করার লক্ষ্য ছিল তাঁর পরিবারের পক্ষ থেকে, সেই পরিমাণ অর্থ যোগাড় হওয়ায় এই মূহুর্তে তাঁরা আর অর্থ গ্রহণ করছেন না। এই পরিপ্রেক্ষিতে আমি পে-প্যাল এর লিঙ্কটি মুছে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ স্বত:স্ফূর্ত ভাবে ওনাকে সাহায্য করার জন্য।
মন্তব্য
দ্রুত সুস্থ হয়ে উঠুন ড. মশিউর রহমান। তাঁর জন্য শুভকামনা।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমাদের মধ্যে ৪ হাজার ৩৩ জন যদি মে মাস কোনো খবরের কাগজ না কেনেন, তাহলে সেই বিলের টাকা দিয়েই মশিউর রহমানের জীবন রক্ষা সম্ভব। খবরের কাগজ না কিনে অনলাইন থেকে পড়ুন মে মাসটা। খবরের কাগজে মশিউর রহমানের করুণ আর্তি কিন্তু ছাপা হয়নি, তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে ফেসবুকের দ্বারস্থ হতে হয়েছে। একজন স্কলারের প্রাণরক্ষার দায়িত্ব যদি খবরের কাগজ নিতে না পারে, বড় বড় কর্পোরেটেরা নিতে না পারে, তাহলে সাধারণ মানুষের উচিত তাদের গাঁট থেকেই টাকাটা পরোক্ষভাবে আদায় করা।
বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির পলিসি জানতে পারলে ভাল হতো
কারও কোন সুনির্দিষ্ট পলিসি আছে বলে জানা নাই। যেধরনের কাজে একটা ভালো বিজ্ঞাপনের সু্যোগ আছে তারা সেটাকেই বেছে নেয়। সম্প্রতি লাইসেন্স নবায়ন ও টেলিকম গাইডলাইনে সামাজিক দায়বদ্ধতার জন্য নির্দিষ্ট হারে বরাদ্দ (১.৫%) রাখার কথা বলার পর BTRC আমাদের আলু-কালুর তোপের মুখে পড়েছে।
হিমু ভাল একটা প্রস্তাব দিয়েছে।
একটু অফটপিক আলোচনা করি। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সিএসআর/সিআর পলিসি নিশ্চয়ই আছে (আমি একটা প্রতিষ্ঠানে কাজ করেছি যার পলিসি ছিল, কার্যকলাপ ছিল এবং বছরের শেষে একটা রিপোর্টও তৈরী হত।) রিসালাত বারী যেমনটি বলেছেন, সিএসআর/সিআর কার্যকলাপের সাথে প্রতিষ্ঠানের 'ভ্যালু অ্য্াডিসনের' একটা সম্পর্ক থাকতেই পারে। তবে সিএসআর/সিআর সাধারনত ইন্ডিভিজ্যুয়ালকে নিয়ে ডিল করেনা, যদি না কেউ এটার ব্যাপারে নির্দিষ্ট কেউ পুস না করে।
আরেকটা আসপেক্ট আছে, আমি আমার চাকুরী জীবনে এরকম ইন্ডিভিজ্যুয়াল কেস অনেক দেখেছি যেখানে কর্মীরা এগিয়ে এসেছে। এই মাত্র গত মাসে আমার প্রতিষ্ঠানে এক কর্মীর চিকিৎসার জন্য অতিরিক্ত ৮ লাখ টাকা কর্মীরা দিয়েছে। (প্লিজ, আমি ডঃ মশিউরের ব্যাপারটাকে সিম্পল ইন্ডিভিজ্যুয়াল কেস বলছি না)। যদিও sakib নিচে মন্তব্য করেছে, এধরনের ব্যাপারটা এন,এস,ইউ এবং ছাত্ররা প্রথমেই উদ্যোগ নিতে পারত। মাত্র ১০ লক্ষ টাকাই কিন্তু। এধরনের ব্যাপার বাংলাদেশের মানুষ খুব সহজেই হাত বাড়িয়ে দেয়। আমার খুব দুঃখ হচ্ছে ডঃ মশিউরের মত একজন ব্যাক্তিত্বকে পাব্লিকলি ফেস-বুকে লিখতে হল। আনএক্সেপ্টেবল। এনএসইউর ছাত্ররা দুঃখজনক ভাবে ফেল করেছে।
রিসালাত বারী, টেলিকম সেক্টর কিন্তু শুধু করপোরেট সেক্টরের একটা অংশ মাত্র। এবং টেলিকম সেক্টর বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর দুই দশকও পার হয়নি। এই সেক্টর বেড়ে উঠেছে অনেকটা অপরিকল্পিত ভাবেই, এখন কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে... আস্থে আস্থে ম্যাচিওর হবে।
তার আরোগ্য কামনা করি। হিমুর প্রস্তাবটি অসাধারণ।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
পুরনো কথা মনে পড়ছে মশিউর ভাই। অনেক দিন আগের সেই কথা গুলো। আপনার ইনস্পিরেশনের কথা। যাই হোক, কথা বাড়াচ্ছি না। যেভাবে হোক পাশে থাকছি। আমরা থাকতে মশিউর ভাই, আপনার দুশ্চিন্তার দরকার নেই, ইনশাল্লাহ। বাচ্চাটাকে আমার আদর দেবেন।
সবাই লেখাটা শেয়ার করুন প্লিজ।
খুবই দুঃখজনক বিষয়। ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব করছি। কিন্তু অবাক হচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষ্ক্রীয়তা দেখে। ডঃ মশিউরের শিঘ্র আরোগ্য লাভ কামনা করছি।
হু এন এস ইউ এর ছাত্রছাত্রীদের এগিয়ে আসা উচিত, আমিও তাদের নিষ্ক্রিয়তা দেখে বেশ অবাক হয়েছি। এমনও হতে পারে তাদের উদ্যোগ সম্পর্কে আমরা জানতে পারছিনা
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কিছু আশা করা বৃথা। শিক্ষার্থীরা জানে কিনা সেটা কিনা সেটা দেখার বিষয়। তবে তাদের উদ্যোগ থেকে থাকলেও আমাদের জানার তো উপায় নেই।
যদ্দুর সম্ভব সাথে আছি।
সবার সক্রিয় সহযোগিতা ও উনার দ্রুত আরোগ্য কামনা করছি।
ড. মশিউর রহমানের দ্রুত রোগমুক্তি কামনা করছি।
ফেসবুক এ শেয়ার করলাম।ব্যাক্তিগত ভাবেও চেস্টা করব সাধ্যমত।
অফটপিকঃ অস্ট্রেলিয়া থেকে দেশের ব্যাঙ্কে টাকা যেতে কত সময় লাগে কারও ধারনা আছে?
কামনা করি উনি দ্রুত আরোগ্য লাভ করে বিজ্ঞান নিয়ে আবার মেতে উঠবেন। সবাই এগিয়ে আসলে ১০ লক্ষ টাকা কোন সমস্যা হওয়ার কথা না। অতীতে এর চেয়েও বেশি টাকা মানুষ উঠিয়েছে।
পে-পাল একাউন্ট থাকায় অনেক প্রবাসীরা সাহায্য করতে পারবেন। আশা করি সবাই এগিয়ে আসবে। ১৫ ডলার করে দিলেও মাত্র এক হাজার জন লাগে। পাশে আছি। নিজের পক্ষে যতটুকু সম্ভব দিবো।
চলেন উনার পাশে দাঁড়াই।
ডঃ মশিউর দ্রুত আরোগ্য লাভ করুন, এই কামনা করি। লেখাটা পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ সাফি কে।
-নাসাদ
তার দ্রুত আরোগ্য কামনা করছি। সবাই এগিয়ে আসুন প্লিজ।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
এই কটা টাকার জন্য উনার মতো একজন মানুষ হারিয়ে যাবেন?
আমরা আছি পাশে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
I am a student of NSU . Thanks for posting it . Some people are thinking why NSU is silent here , but the thing is little different. Our spring semester ended on 24th of April, so there is no regular activity is going on in NSU, besides many students, faculties are not available in Dhaka. But still we are raising funds which started from today. So if anyone still thinking that NSU is not doing anything then it will be wrong, and officially help will also be given as far as I am concerned.
ড. মশিউর রহমান এর জন্য শুভকামনা।
ফেসবুক এ শেয়ার করেছি।ব্যাক্তিগত ভাবেও চেস্টা করব সাধ্যমত।
ড. মশিউর রহমান এর জন্য শুভকামনা রইল। আমি নিশ্চিত যে খুব দ্রুতই টাকাটা উঠে আসবে।
ড. মশিউর সুস্থ হয়ে উঠুন, এই কামনা করছি। আশা করছি টাকা দ্রুতই উঠে যাবে। সাথে আছি।
ড. মশিউর রহমানের দ্রুত আরোগ্য কামনা করছি।
সাথে আছি।
সবাইকে অনুরোধ করছি সাধ্যমত সচেষ্ট থাকার জন্য।
NSU এর ছাত্ররা এরই মধ্যে ড: মশিউর রহমান এর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ
নিয়েছে | নিচের লিঙ্কে বিস্তারিত দেখতে পারবেন | ধন্যবাদ |
http://www.facebook.com/event.php?eid=217728318239437
আমি পত্রিকা বন্ধ রাখলাম।
যথাসাধ্য চেষ্টা করবো
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ সবাইকে।
আমার মনে হয় পোস্টটা স্টিকি থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল, মানুষজনকে জানানোর, ফেসবুকে ৪৩২ বার শেয়ার হওয়ায় এবং পোস্টটি ২০০০+ জন মানুষ পড়ায় উদ্দেশ্য কিছুটা হলেও সফল হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র/ছাত্রীরা একত্রিত হয়ে এখন উদ্যোগ নিয়েছেন অর্থ তোলার জন্য। ১০ লক্ষ টাকা এমন বেশী কিছু না, আমি নিশ্চিত সেই অর্থের বেশী ইতমধ্যে যোগাড় হয়ে গিয়েছে। মনোবসু বৃত্তিপ্রাপ্তদের সংগঠন ও এই উদ্যোগে যুক্ত হয়েছে, তাদের মাধ্যমেও বেশ কিছু টাকা উঠেছে। আমি চেষ্টা করবো এর মাঝে একটা আপডেট জানাতে।
নতুন মন্তব্য করুন