মেহেরজানের আজ মন খারাপ। গোলাপী মলাটের ডাইরির শূণ্য পাতার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে সে। পাতার উপরে কোণায় ডিসেম্বরের ৩ তারীখটা যেন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। পাশেই খোলা আজকের প্রথম আলো। আবার খেলার পাতাটা হাতে নেয়। কয়বার পড়া হলো আজকের খেলার খবরগুলো? নাহ নেই কোথাও একটাও ছবি নেই। অভিমানে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। খেলার পাতা ছেড়ে আবার প্রথম পাতাটা হাতে নেয় মেহেরজান। জোরে জোরে পড়ে "প্রথম ওয়ানডেতে অনায়াস জয়ের পর কাল বিশ্রামেই ছিল পাকিস্তান দল। শহীদ আফ্রিদি পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন" - ব্যাস এটুকুই? দলা পাকিয়ে ছুড়ে ফেলে দেয় পত্রিকাটা। এটা কোন রিপোর্টিং হল? আফ্রিদির আবার পুরোনো বন্ধু কে? কিছুই না, এক লাইনে এমন রিপোর্ট - রাগে গা জ্বলতে থাকে। আলগোছে ডাইরি আবার হাতে নেয় মেহেরজান, পাতা উলটায় -
২রা ডিসেম্বর
১লা ডিসেম্বর
৩০শে নভেম্বর
২৯শে নভেম্বর
২৮শে নভেম্বর
২৭শে নভেম্বর
ধীরে ধীরে হাসি ফিরে আসে মেহেরজানের ঠোঁটে। ডাইরিটা পাশে সরিয়ে রেখে বিছানা থেকে উঠে সে। সকালে আফ্রিদিকে না পেয়ে আব্বুকে বলেছিল, বাসায় যেন আর প্রথম আলো আর না রাখা হয়। নিজের বোকামির কথা চিন্তা করে নিজেই হেসে ওঠে আবার। প্রথম আলোই যেন বাসায় রাখা হয় বলতে আব্বুর দিকে বেণী দুলিয়ে রওনা হয় মেহেরজান। প্রথম আলো ছাড়া কি চলে?
সংযুক্তি - লেখাটা লিখতে শুরু করি ৩রা ডিসেম্বর। লেখা শেষ হতে হতে ৪ঠা ডিসেম্বরের পত্রিকা ছাপানোর সময় হয়ে যায়। নাহ, নিরাশ করেনি প্রথম আলো -
কৃতজ্ঞতা ঃ প্রিয় বন্ধু এনামুলকে, লেখার আইডিয়া আফ্রিদির ছবি নিয়ে তাঁর এক ফেসবুক স্ট্যাটাস থেকে প্রাপ্ত।
মন্তব্য
সবচেয়ে বড় অস্ত্র!
হিটখোর পোস্ট দিলাম একটা, আফ্রিদি আশেকানরা দলে দলে শেয়ার করবে এই আশায়
কিন্তু মামুর ব্যাটা তো হিট-কাউন্ট বন্ধ করে রাখছে। কী হবে এখন!
আপাতত ফেসবুক হিট কাউন্টার-ই ভরসা
হা হা হা! পুরা ইয়ে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
লোগো বদলে আফ্রিদির ছবি ঝুলালেই পারে কিন্তু
জটিল হইছে কাকা...... টুপি খুইলা মাথা নোয়াইলাম
জটিল
facebook
বদলে যাউ, বদলে দাউ, দাউ দাউ দাউ দাউ দাউ!!
love the life you live. live the life you love.
আফ্রিদির ছবি বদলে দিয়েন না পিলিজ
অছাম! পুরাই অছাম!
==========================
আবার তোরা মানুষ হ!
চরম!
আলু পাকি পাছা খায়।
==========================
আবার তোরা মানুষ হ!
'কামে'র 'কাম' হইছে
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
পোস্ট দেখে আমার হয়ে গেল, ব্যা হয়ে গেল।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ফেরা ফেরি হৈতেছে না কেন আর?
আজ কালের মধ্যেই ... হচ্ছে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
পুরাই পাকালু...........
পাকালু ভাল কইছেন
প্রথম আলোর নাম আসলেই বদলে পেহলা রোশনি রাখা উচিত
ওয়েল ডান সাফি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ আপু
পেহলা রোশনি!!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
ইয়া খোদা!!!!!!!
আজকে শুভ্রের প্রেমোচ্ছ্বাস দেখেন এখানে।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
সাহিবজাদা!! পারেও শালারা
পাকি আলুর বাথরুম যে জমাদার পরিস্কার করে, তার জন্য আমার দুঃখ হয়।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
অসাধারণ
যা কিচু ভালু, তার্সঙ্গে পাকালু
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
জটিল লোগো বানাইসেন ভাই
এই বেলা এখানে হাসিব হকের একটা মাস্টারপিস সেটে যাই-
ইচ্ছার আগুনে জ্বলছি...
এইটা বস হয়েছে
পুরাই অচাম
_________________
[খোমাখাতা]
এই পোস্টটা পুরাই পর্ণোগ্রাফিক (পাকিপ্রেমীদের জন্য)।
যে চুদির ভাইরা আফ্রিদিদেরকে 'বড় ভাই' ভাবার মধ্যে কোনো সমস্যা খুঁজে পায় না, তারা আফ্রিদিদেরকে বোনজামাই ভাবতেও কোনো সমস্যা খুঁজে পায় না। আর এ জন্যই স্টেডিয়ামে গেলে এতো এতো বেজন্মার দেখা মেলে যারা বাংলাদেশী হয়েও পাকিস্তানীদেরকে বেহায়া আর নির্লজ্জের মতো জিন্দাবাদ ধ্বনি উপহার দিয়ে যায়, 'খেলাকে রাজনীতির সাথে মেশাবেন না' মারায়ে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বহুত খুব! বহুত খুব!! থুক্কু, মাইনে কইতে চায়তাসিলাম খুবই ভালা পাইছি কমেন্টটা, পাকি পুষ্ট পৈরা পাকি বাক্য বাইরাই গেসালগা
লেখায়
আপনেরা দুষ্টু। মনকে উদার করেন, বদলে দাউ বদলে যাউ
ভাই তো পুরাই ফর্মে !!
উটু ভাই পাকি প্রেমে একবাড়ে গদগদ । আমার মনে হয় আমাদের পাকিস্থান ডেকে আনারই দরকার নেই। সাদাদের জমিদারী রবার্ট মুগাবে ছিনিয়ে নিচ্ছিল দেখে ইংল্যান্ড অস্ট্রেলিয়া জিম্বাবুয়েতে খেলা বন্ধ করেছিল অনেকদিন। অথচ আমরা শালার এমনই জাতি যে পাছায় আইক্কা বাঁশ খাওয়ার পরও লুব্রিকেন্ট মেখে সেটা আলগোছে এগিয়ে দেই। "উটুর পাছায় আগুন জ্বালাও" স্লোগান উঠুক এইবেলা।
-দণ্ডিত
বাংলাদেশের মাঠে নিজেদের খেলার দিনে বিরুদ্ধপক্ষকে অথবা বিরুদ্ধপক্ষের কোন এক খেলোয়াড়কে সমর্থন দেওয়া অথবা তার প্রতি অতিরিক্ত উচ্ছাস প্রকাশের মানসিক বিশ্লেষণ কি ? এ অনর্থ আমার মনোকষ্টকে অনেকগুণ বাড়িয়ে দেয়। একেতো হারার কষ্ট তার উপর এসব কান্ডজ্ঞানহীন কিছু মানুষের উদ্ভট আচরন. মুক্তযোদ্ধা প্রজন্মের একজন মানুষ হিসাবে চরম প্রতিবাদ জানিয়ে গেলাম।
লেখাটার জন্য এবং এই সংশ্লিষ্ট পূর্বের লেখাটির জন্যও একরাশ ।
গুল্লি গুল্লি
_________________
[খোমাখাতা]
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
এই ক্যাপশনটা পড়ে হাসতে হাসতে মারা গেলাম- 'নিজের সবচে বড় 'অস্ত্র'টাকে পাশে (!!!) নিয়েই ঢাকায় পা রাখলেন পাকিস্তানি অধিনায়ক...
অলমিতি বিস্তারেণ
বলদ হয়ে যাউ, বলদ বানায়ে দাউ, দাউ দাউ দাউ দাউ দাউ।
ঝাকানাকা হইছে।
আমার একখান কথা আছেঃ "পেহলা রোশনির" ছাম্বাদিকেরা কি আসলেই এটা বুঝে যে তাদের পাকি প্রেমীর বিরুদ্ধে একটা জাগরণ আসছে?
ফাডায়ালাইসেন, ফাডায়ালাইসেন, ফাডায়ালাইসেন মিয়াবাই!
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
দেশটা পাকজারজে ভরা!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আমার আজকের খোমাখাতার স্ট্যাটাসটা এখানে তুলে দিলামঃ
"যারা বাংলাদেশে জন্ম নিয়ে পাকিস্তান সাপোর্ট করে আমি তাদের মুখের উপর ছ্যাড় ছ্যাড় করে মুতে দেই।"
এতো যখন প্রেম তখন পাকালুর সব কয়টা পাকি ড্রেসিং রুমের সামনে লাইন ধরে প্যান্ট খুলে পুটু মারা খাবার জন্য দাড়িয়ে গেলেই হয়... মনের আশা মিটবে ... সব কটা *#*#*#*....
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
লেখা পড়ে পেপারটা আবার হাতে নিলাম... তারপর পেটে হাত দিয়ে গড়ায় হাসলাম। কিন্তু পরে কেন যেন রাগ লাগতে থাকল...
----------------
স্বপ্ন হোক শক্তি
আলু পত্রিকার পাকিরস দেইখা কি আশারাফ ভাইয়ের ইহাকে অশ্লীল বলিয়া মনে হয় না??
"পাহেলা রোশনী", "পাক আলু" কিংবা "দৈনিক আশেকানে পাক"!!!
সাফি রক্স।
জটিল অইসে।
গরম গরম - চ্রম - চমচমে পাকালু
মেহেরজান ছুইটির চোখের জল, গোপন প্রেম, কামনা-বাসনা, স্বপ্ন নিয়ে লেখাটা বাড়াবাড়ি রকমের ভাল হয়েছে
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
৬ই ডিসেম্বর, ২০১১...
৩ আর ৫ ই শুধু বাকী থাকলো
ধন্যবাদ নিটোল, জাহিদ ভাই, সবজান্তা, দায়ীন, কাশফুল, ইস্কান্দর, শ্যামল, অন্যকেউ, রতন মডু, নামুস, অরফিয়াস, আশালতা, অমিতাভ, পড়ুয়া, শুভাশীষদা, শাব্দিক, তাপস, উচ্ছ্বলা উৎসাহব্যাঞ্জক মন্তব্যের জন্য।
কয়েকদিন আগেই পড়সিলাম। মন্তব্য করা হয় নাই। আজ লগইন করসিই যখন, জানায়ে যাই, মারাত্মক একটা লেখা রে ভাই!
ধন্যবাদ প্রহরী
নতুন মন্তব্য করুন