এসো গুণতে শিখি।

সাফি এর ছবি
লিখেছেন সাফি (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০১২ - ৮:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুণ! দারুণ!

ফারাসাত

সাফিনাজ আরজু এর ছবি

চলুক চলুক চলুক
দারুণ! দারুণ! হাততালি

নীলম এর ছবি

আরে, জোসতো! হাততালি

কড়িকাঠুরে এর ছবি

হাততালি

আর এক জন হলেই তো ওরা "এগারো জন" পূর্ণ হয়।

স্যাম এর ছবি

চলুক
হাততালি

তানিম এহসান এর ছবি

জটিল! হাততালি

মেঘা এর ছবি

হাততালি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

বেচারাথেরিয়াম এর ছবি

দেঁতো হাসি হাততালি আগে জানতাম নাতো

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধন্যবাদ। তথ্যটি দেবার জন্য। চলুক
এগার নম্বরে কোন টেষ্ট-সেঞ্চুরী নেই।

ধুসর জলছবি এর ছবি

হাততালি

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি গর্ব অনুভব করছি

বুনো পথিক

পদব্রজী এর ছবি

হাততালি

স্বপ্নহারা এর ছবি

চলুক
এগারো বাকি আছে হাসি

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ফাহিম হাসান এর ছবি

দারুণ একটা কাজ করছেন, আশা করি অগুন্তি ১০০ আসবে সামনে

মৃত্যুময় ঈষৎ এর ছবি

একটা খালি বাকী!


_____________________
Give Her Freedom!

সাফি এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। মাঝে কিছুদিন বেশ ব্যস্ত সময় গেছে। এর মাঝে আমরা সিরিজ জিতে গেছি, টি২০টাও ভালই করলাম। আশা রাখি এই উন্নতির ধারা বজায় থাকবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।