এক - তামিম ইকবাল, জুলাই ২০০৯
দুই - জাভেদ ওমর বেলিম গুল্লু, আগস্ট ২০০৩
তিন - হাবিবুল বাশার, নভেম্বর ২০০১
চার - আমিনুল ইসলাম বুলবুল, নভেম্বর ২০০০
পাঁচ - মোহাম্মদ আশরাফুল, ডিসেম্বর ২০০৪
ছয় - মোহাম্মদ আশরাফুল, সেপ্টেম্বর ২০০১
সাত - মুশফিকুর রহিম, জানুয়ার ২০১০
আট - খালেদ মাসুদ পাইলট, জুন ২০০৪
নয় - মোহাম্মদ রফিক, জুন ২০০৪
দশ - আবুল হাসান রাজু, নভেম্বর ২০১২
টেস্টের এই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড।
মন্তব্য
দারুণ! দারুণ!
ফারাসাত
দারুণ! দারুণ!
আরে, জোসতো!
আর এক জন হলেই তো ওরা "এগারো জন" পূর্ণ হয়।
জটিল!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
আগে জানতাম নাতো
ধন্যবাদ। তথ্যটি দেবার জন্য।
এগার নম্বরে কোন টেষ্ট-সেঞ্চুরী নেই।
গর্ব অনুভব করছি
বুনো পথিক
এগারো বাকি আছে
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
দারুণ একটা কাজ করছেন, আশা করি অগুন্তি ১০০ আসবে সামনে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
একটা খালি বাকী!
_____________________
Give Her Freedom!
মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। মাঝে কিছুদিন বেশ ব্যস্ত সময় গেছে। এর মাঝে আমরা সিরিজ জিতে গেছি, টি২০টাও ভালই করলাম। আশা রাখি এই উন্নতির ধারা বজায় থাকবে।
নতুন মন্তব্য করুন