[img=auto][/img]
সাজিদ-বিন-দৌজা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। আঁকাআঁকি করেছেন দীর্ঘদিন ধরে। উন্মাদে আছেন, কার্টুন আঁকেন, ক্যারিকেচার করেন, মাঝে মাঝে তার এক্সিবিশনের কথা শুনেছি। আমার সাথে পরিচয় উন্মাদে। একদিন ভার্সিটিতে লিফটের সামনে দেখা, আমাকে উনার কার্ড ধরিয়ে দিয়ে বললেন ক্যারিকেচার করে দিতে। সত্যি অর্থে ভয় পেলাম, বিপন্নও বোধ করেছি ভেবে কীভাবে আঁকবো এবং একজন নতুন আর্টিস্ট হয়ে উনার ক্যারিকেচারের কল্পনার ধার ঘেঁষে যেতে পারবো কী না!! এইসব ভাবতে ভাবতে পার করলাম কিছুদিন। তারপর, শুরু করলাম সাজিদ-বিন-দৌজার ক্যারিকেচার।
যা দিয়ে এঁকেছি:
Photoshop CS 5
Wacom Intuos 3
এর আগের এই পোস্টে অনেকে জানতে চেয়েছেন, মুখের রঙ কী করে দিয়েছি ও এঁকেছি, তাদের জন্য নিচে আঁকার ধাপগুলো সংক্ষিপ্ত বর্ণনা করছি।
প্রথমে একটি ‘জেসচার’ তৈরি করলাম, জেসচারে নাক, চোখ, ঠোঁট এবং চশমা কোথায় হবে ঠিক করলাম। এরপর, রেফারেন্স ছবি থেকে রঙ নিয়ে ‘color palette’ তৈরি করলাম। ১মটা ‘high light’, ২য় টি ‘mid-tone’, ৩য় টি‘dark’, ৪র্থ টি‘random’ কাছাকাছি রঙ।
[img=auto][/img]
এরপর, ছবির কোথায় ‘highlight’, ‘mid-tone’ এবং ‘dark’ হবে নির্ধারণ করে রঙ দিলাম।
[img=auto][/img]
এখন, চুলের রঙ দেয়ার পর, ‘highlight’ এবং ‘dark’ এর মাঝামাঝি ‘mid-tone’ রঙ দিয়ে ৩টি টোনকে মেশালাম।
[img=auto][/img]
দ্বিতীয় চোখটি এঁকে, মুখের ভাঁজগুলোকে আরো ফুটিয়ে তুললাম।
[img=auto][/img]
এই ধাপটিতে ৩টি টোন নিয়ে ভালো মতো ঘষেমেজে মিলিয়েছি। ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলগুলো ফুটিয়ে তুলেছি।
[img=auto][/img]
এরপর ইলাস্ট্রেটরে ছবির জন্য একটি ফ্রেম তৈরি করলাম। হয়ে গেলো।
[img=auto][/img]
মন্তব্য
ফ্লিকারের কোড সরাসরি পেস্ট করলেই চলে। ইমেজ বাটন টেপার দরকার নেই।
টিউটোরিয়াল জোস হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ। পরের লেখাতে কোড সরাসরি পেস্ট করব।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
ভদ্রলোকের ইজ্জতের তো ফালুদা করে দিসেন দেখা যায় ...টিউটোরিয়ালে
দারুণ!!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
দারুণ!
কাকস্য পরিবেদনা
অনন্ত
আঁকাইন, দারুণ হৈছে !
তবে ভদ্রলোকের থুত্নি আর নিচে ঝোলা মাংস টা আর একটু ওজনদার হলে আরো জমতো।
সত্যি দারুণ হচ্ছে, আরো দ্যান আর আমার মনে হয় যেহেতু টিউটোরিয়াল, তাই কালারে যাওয়ার আগে লাইন ড্রইংটা দ্যান এমন কী স্কালের ১টা রাফ স্ট্রাকচারও দিতে পারেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
,
আমার মাথায় আসেনাই, থুতনিটা ঝুলাইলে আরো মজা হইতো দেখতে পারছি। লাইন ড্রইং ও স্কালের রাফ স্ট্রাকচার দিবো, এর পরের পোষ্ট থেকে।
অনেক ধন্যবাদ!!
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
দাদা, পেছনের মন্দিরটা কোন মন্দির?
--- থাবা বাবা!
দারুণ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
_________________________________________
সেরিওজা
সেরাম হচ্ছে! চালায় যান!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ক্যাম্নে করেন এসব?
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
তোর আঁকা-ঝুকা দেইখা আমি ঝেলাস!
______________________________________
আমি পবিত্রতা অথবা ভালোমানুষী এবং অপবিত্র অথবা খারাপমানুষী কোনটারই দাবিদার নই.
প্রয়োজনে এসবের অভিনয় করি মাত্র... এই জীবন মঞ্চে!
নতুন মন্তব্য করুন