নক্ষত্রে আদিম স্রোত
চোখের ক্যাপসুলে ব্ল্যাকহোল ! ওটা কি পৃথিবীর ঘ্রাণ ?
সীমাহীন কসমিক জোনে পাখির আকাশ নেই,
শর্ত শিথিল করো-
অজ্ঞাত সময়-রেখায় উড়ে যাই চলো ;
সন্তাপের পাখিরা উন্মুক্ত হলে
ডিজিটাল আকাশে মিশে
ওগুলো পাখিও থাকবে না।
পড়ে থাকা খড়-কুটো ধরে স্মৃতির কাতর হবে ?
সাইবার যুগে বাতিল জঞ্জাল সব,
নাক্ষত্রিক শূন্যপথে কোথায় খুঁজবে !
পৃথিবী নামের যে গ্রহ, তুমিও অবশিষ্ট এর ;
গণিতের সূত্রটাকে পুরনো রেখে
ভাগশেষ না হয় কিছু রেখেই দিলে-
নিবিড় চুম্বনে টেনে রক্তের সিঞ্চন পেলে
কসমিক-মানবের রক্তনীল দেহে
হয়তোবা খেলে যাবে লাল লাল পার্থিব বাতাস !
শর্ত শিথিল করো
টেকনো-শরীরে মুড়ে যেটুকু দেহের বাকি
তাকে আজ রূপকথা শোনাও- যখন
বহুকাল চলে গেলেও তুখোড় প্রণয়-পর্বে
পৃথিবীটা অস্থির ছিলো
শুধু শুধু রক্তপাত ভিজে ওঠা আদিম স্রোতে ;
এলোমেলো হিসেবের ভুলে ভরা পাণ্ডুলিপি জুড়ে
ওখানে অদ্ভুত এক মায়াবী রহস্যও ছিলো-
প্রেম !
(২৯/০৪/২০০৮)
মন্তব্য
জটিল হইছে... বিশেষ করে শেষটা। দুয়েক জায়গায় কি একার ওকার জাতিয় কিছু জিনিস মিস হইছে? ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল।
আপনি কি রক্তপাত শব্দটিতে এ-কার আশা করেছিলেন ? না, ওটা এভাবেই দিয়েছি। শব্দ ও বাক্যে ডাইমেনশান আনার জন্য। এলো কি না তা আপনারাই বলবেন।
শুভেচ্ছা রইলো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বরাবরের মতোই...।
অবশ্য কবিতা রচনার তারিখটা মারাত্মক!
নতুন মন্তব্য করুন