এটা বক্কইরা ছড়া

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ১৩/০৫/২০০৮ - ৯:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাতসকালে বের হবো যেই
ধরলে আবু বক্করে
কপালটা কি সত্যি খারাপ
দিন যাবে বক্ বক্ করে?

বসের ঝাড়ি পড়লে মনে
বুকটা ওঠে ধক্ করে
অফিস কি আর শ্বশুরবাড়ি-
রাখবে কে অদক্ষরে?

কেটে পড়ার সুযোগ পেতে
ফাঁক খোঁজা সার চক্করে
কিন্তু বকর মৌজে ভারি
সাফল্য চক্ চক্ করে!

ব্যবসা ছিলো সেদিনও তার
পুরান লোহার লক্করে
এখন ‘তিনি’ হাজী বকর
টয়োটা কার লক্ করে।

দেখলে তারেই পিত্তি জ্বলে
হাসলে সে ফক্ ফক্ করে
কেমনে পালাই, পড়েছি যে
ধান্ধাবাজীর ফক্করে! #
(২৫/০৬/২০০৭)


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আরে! কী দারুণ! (বিপ্লব)
ছড়াকারদের আস্তানায় পরিণত হতে চলেছে সচলায়তন!

জানতো কি কেউ আপনি এমন
ছড়া লেখায় দক্ষ রে!
চিনিয়ে দিলেন জাতটি নিজের
মাত্র ক'টি অক্ষরে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

হা হা হা !
নমস্তে গুরুজী।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বক্কইর‌্যা ছড়া ভালো লাগছে।
সন্ন্যাসীজির সাথে পিঠ চুলকা-চুলকিটাও চোখ টিপি

আকতার আহমেদ এর ছবি

রণদীপম বসু, আপনাকে অভিনন্দন
এটা ভীষণ আনন্দের খবর যে, সচলায়তন আপনার মত একজন দুর্ধর্ষ ছড়াকার পেল । নিয়মিত ছড়া লিখুন ।

রণদীপম বসু এর ছবি

মন্তব্যে ভয় পাইয়ে দিলেন তো !
ধন্যবাদ। আপনার চমৎকার ছড়াগুলোর অপেক্ষায়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কি একটা লেখলেন ছড়া...
মন ভরলো অক্করে...
কিবা ছন্দ কিবা মিলে
মিশে গেলো অক্ষরে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

লুৎফর রহমান রিটন এর ছবি

খুবই ভালো একটি ছড়া পড়া হলো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

রণদীপম বসু এর ছবি

অনেক ধন্যবাদ রিটন ভাই। আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।
আপনার ছড়ার অপেক্ষায় রইলাম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

ওরে কি ছড়ারে!! চলুক

এইটা মিস হয়ে গেছিল। এখন সন্ন্যাসী দাদা'র লিঙ্ক ধরে এসে পড়ে ফেললাম।

বাহ রে বাহ্ রণ'দা!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নাশতারান এর ছবি

উত্তম জাঝা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।