অফিস থেকে বাসায় ফিরেই আক্কাছ সাহেবের আকস্মিক ঘোষণা, এখন থেকে সব বাজেট অর্ধেক ! স্ত্রী সালেহা কেরোসিনের স্টোভটা মুছতে মুছতে তার সহজাত নির্বিকার মুখে চেয়ে থাকে। ততদিনে চালের কেজি বিশ টাকা থেকে খুব দ্রুতই চল্লিশে উঠে গেছে। তার সাথে সব কিছুই উড়তে শুরু করেছে। সয়াবিন পঁয়তাল্লিশ থেকে একশ ছাড়িয়ে আর কেরোসিন...। মফস্বলের নিম্নমান সহকারি ব্যাংকার আক্কাছ সাহেবের উষ্মা ঝরে পড়ে নিরীহ স্ত্রীর উপর- বেতন একটাকাও বাড়ে নাই, আমি কি টাকা পয়দা করবো নাকি !
খেতে বসে সালোনের ফ্যাকাসে-কালার দেখেও আজ আর তোয়াক্কা করলেন না। ভাতের লোকমা মুখে দিতেই ওয়াক করে বেরিয়ে আসতে চাইলো। নতুন করে বিস্বাদের মুখোমুখি হয়েছেন বলে কি ? না। ওগুলো ভাত নয়, অর্ধেক চাল, না কি অর্ধেক ভাত ! রক্ত চড়ে গেছে মাথায়।
রান্নাঘরে সহজাত নির্বিকার মুখের স্ত্রী তখন স্টোভের ঢাকনা খুলে কেরোসিনের উচ্চতা মাপছে।
(২৪/০৫/২০০৮)
মন্তব্য
হায়! পেটের ক্ষিদা যদি অর্ধেক করা যেতো...
হায়রে যদি করা যেত !
eru
-------------------------------------
pause 4 exam
ওটা তো আর হচ্ছে না ! তাই জীবনটার অর্ধেকই ছেটে ফেলতে হবে হয়তো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
(বিপ্লব)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হায়রে জীবন আমাদের!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ভালো লাগলো।
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
ধন্যবাদ, সুমন ভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ব্যাপারটা কি হলো, বুঝলাম না যে...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আক্কাছ সাহেবকে জিজ্ঞেস করুন। সালেহাকে প্রশ্ন করে লাভ নেই। ওর বাজেট তো অর্ধেক !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন