সদা সত্য কথা বলিবে ; কখনো মিথ্যা বলিবে না...
হা হা হা !
হাসছো কেন আব্বু ?
না রে, এমনি !
তুমি কি এভাবে এমনি এমনি হাসো ?
প্রাইমারীর ছাত্র শিহরের কথা শুনে নিজকে সংযত করে নিলো আক্কাছ।
না বাবা, একটা হাসির কথা মনে হয়েছে তো, তাই। তুমি তোমার পড়া পড়ো।
সদা সত্য কথা বলিবে, কখনো... ছেলের পড়া শুনতে শুনতে আবারো হাসি পেলো আক্কাছের। তবে এবার প্রকাশ্যে নয়, মনে মনে। জিহ্বা আর ভুড়ি সর্বস্ব বস-কে কি সত্যিকথাটাই বলে নি সে ?-
‘আপনাকে তো আমি ঘৃণা করি না ; ঘৃণা করি আমাকে, যে আপনার এখানে চাকরি করতে এসেছে !’
সদা সত্য কথা বলিবে, কখনো... হাহ্ ! কী অকপট মিথ্যেগুলোই না শিখে যাচ্ছে ছেলেগুলো ! চোখ মুদে মুদে ভাবছে আক্কাছ, কাল আবার বাড়িঅলার কসাইচোখ নিয়ে আরেকটা সকাল আসবে। স্ত্রী সালেহা এক টুকরো কালো মেঘের মতো স্থির হয়ে যাবে রান্নাঘরের কোণায়।
কিসের অপেক্ষা আর ! শুধু শুধুই চাকরি খুঁজবে, না কি... ?
(২৮/০৫/২০০৮)
মন্তব্য
বাহ
পড়লাম।
কি মাঝি? ডরাইলা?
- হুমম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঞঁ!
আচ্ছা, আপনি ঞঁ/ষ্ণ!/ঝ/হ
এগুলার মানে জানেন তো ?
তাইতো !
প্রশ্নটা তখন মাথায় এলেও উদ্ভট বাহুল্য ভেবে করিনি। এখোন তো মনে হচ্ছে খুবই সঙ্গত প্রশ্ন ছিল !
আশা করছি এখন উত্তর নিজেই এসে ধরা দিচ্ছে ! আশ্চর্য, মনের কথাটা জানলেন কী করে শিমুল !
উত্তরের আশায় রইলাম।
[এখুনি শাহবাগ যাচ্ছি। ফিরে এসে উত্তর দেখবো।]
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জা'ঝা, বিপ্লব, কোপানি; এগুলো জানেন তো?
না জানলে তো সর্বনাশ...।
হ্যা!, ছোটবেলা থেকেই ভুল শিখছি আমরা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
স্ত্রী সালেহা এক টুকরো কালো মেঘের মতো স্থির হয়ে যাবে রান্নাঘরের কোণায়। সদা সত্য কথা বলিবে, এই পংক্তিটির মতো?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
নীতিকথাগুলো স্রেফ নীতিকথাই, ব্যবহার্য নীতি নয়। ওগুলো প্রায়শ কুফল দেয়।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ভাল্লাগলো।
অল্পের মাঝে দারুন লিখেছেন
_____________________________
টুইটার
নতুন মন্তব্য করুন