বসুর অক্ষরগুলো

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ১৭/০৬/২০০৮ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বসুর অক্ষরগুলো

পঙক্তির নাভিমূলে অচেনা খোড়ল দেখে
বিস্মিত হচ্ছো কেন !
অভিধান কেটে গেছে অনিচ্ছের উঁই ;
অক্ষরেরা আপাতত স্বাধীন এখন।
আরেকটু উপরে দেখো-
যন্ত্রণার ঢিবি দুটো নরোম পাথর হয়ে
অবাধ্য মাথা নেড়ে না না নয়,
ডাকছে কাকে !
দুঃসহ নারীবেলা ভ্যাপসা গরমে খোঁজে
উদোম সৈকত।

শব্দগুলো গেথে আছে নিঃশব্দের ডোবায়,
অভিধান ঘেটে ঘেটে এখন কি পঙক্তি হবে ?
ওরা তো ঘুরতেই গেছে রমণীয় নাভির ডগায় ;
একটু ফুরসৎ পেলে, কী আশ্চর্য,
বসুর অক্ষরগুলো শুধু কি নারীকে সাজায় !
(২১/০৫/২০০৮)


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

জাঝা

-------------------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

তাই নাকি !!
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্... সুন্দর...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।