[একটু কৃতজ্ঞতা তোলা থাক্ ব্লগার নজরুলের জন্য]
(১৬)
মানুষ যতোটা নির্দয় হয়, আত্মপ্রেমী ততোটাই ;
প্রেমিকের চেহারাও কি তাই সমান নির্দয় ?
(১৭)
অন্যের পাগলামো দেখে এতো যে আমোদ খুঁজি
নিজের পাগলামিকে সুড়সুড়ি দিতে ?
মানুষ অসুস্থ প্রাণী, একটুও ভালোত্ব নেই তার ;
তবে কি চেহারা ঢাকার নৈপুণ্যই কে কতো দক্ষ সুজন ?
(১৮)
নারীর রমণী নামেই পুরুষের উত্তম প্রকাশ ;
রমণের বাইরে মানুষের আর কি জগত নেই ?
(১৯)
পত্রিকার পাতা খোঁড়া ? নিজেকে খোঁজার প্রয়াস ;
সত্যিই পাই যখন,
কীভাবে নিজেকে করি উন্মত্ত খোঁয়াড় !
(২০)
নারীর প্রশংসা করি সম্ভোগ ইচ্ছায়.
আর পুরুষের প্রশংসা হয় ঈর্ষিত ঘৃণায় ; সে কি পুরুষ বলেই !
যখন নিজকে প্রশংসা করি ?
মন্তব্য
মারাত্মক জ্ঞানীগুণী কথাবার্তা
সব্বোনাশ লীলেন ভাই !
আমি জানি, তার একটাও সচল নাই আমার।
আপনি অক্ষত আছেন তো ?
এগুলো ছিটগ্রস্তদের জন্য।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পড়িলাম, এবং কোটেশন হিসাবে ব্যবহারের জন্য তুলিয়া রাখিলাম।
মারহাবা!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আহা রে ! শেষপর্যন্ত এই অল্প বয়সে আপনিও খরচ হইয়া গেলেন !
তুইল্লা রাখছেন ভালো কথা। কিন্তু ব্যবহারের পরে কিছু ঘটলে আমি ভাই কিচ্ছু জানি না কইলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
উদ্ধৃতি
মানুষ যতোটা নির্দয় হয়, আত্মপ্রেমী ততোটাই
১০ এ ১০০০।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
জুলিয়ান ভাই, ক্ষমতার ঘাড়ে একশ'গুন চাপাইয়া রাম পিষা দিলে বাকি থাকবো আর কিছু ?
আমি নাই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কথাটি ঠিক নয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মানতে হবে, মেনে নাও।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন