ভাঙতে ভাঙতে
বিমূর্ত শব্দগুচ্ছের পালক খুঁজতে বেরিয়েছে
গুটিকয় স্বজনের চোখ।
সমস্যা হলো শঙ্খের সাদার মতো
পৃথিবীর ধূল-জমায় লেপ্টে থাকা বুক
সমুদ্রকে ধুইয়ে দিতে বললেই
দু’কদম পিছিয়ে গিয়ে সমুদ্র বলে কিনা
কবি আর কথক থেকে বিচ্ছিন্ন সে আগেই,
শুধু শুধু বিব্রত কেন ?
দু’হাতে পাথর ভাঙতে ভাঙতে শেষে
সমুদ্রেই ডুব দিলো ওরা।
বাকি যারা জন্মান্ধ ছিলো
পৃথিবীর দায় দেনা মওকুফ হওয়ায়
পাহাড়ের নতজানু ইচ্ছাকেও দেখলো না কেউ,
বৃক্ষ আর মানুষের অভিন্ন বিভেদ তলের
ভয়ানক শূন্যতায় পৌঁছেই
অনন্তের টিকলি পরিয়ে ফিরে এলো ওরাও।
বাতাসের ইচ্ছেকে অবজ্ঞা করে করে
আলোর পাখিরা আজো পথ হারায়
পলক ও পালকহীন।
(২৯/০৫/২০০৮)
মন্তব্য
...সুন্দর।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ আপনাকে।
আপনার গানের সিরিজ উপভোগ করছি দারুণ। কেননা ওগুলো কবিতায় উত্তীর্ণ। এখানেই হয়তো কবি আর কেবল-গীতিকারের পার্থক্য।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ আপনাকে।
আপনার গানের সিরিজটা কিন্তু দারুণ উপভোগ করছি আমি। কেননা ওগুলো কবিতায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। হয়তো এখানেই একজন কবির সাথে কেবল-গীতিকারের পার্থক্য।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পাহাড়ের নতজানু ইচ্ছাকেও দেখলো না কেউ,
বৃক্ষ আর মানুষের অভিন্ন বিভেদ তলের
ভয়ানক শূন্যতায় পৌঁছেই
অনন্তের টিকলি পরিয়ে ফিরে এলো ওরাও।
সুন্দর এবং চমতকার। বেশী কথা না বলে ভোট দিয়ে দিলাম।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কথা বেশি বললে সমস্যা কোথায় ! ভোটের চেয়ে কথাটাই আমার কাছে বেশি প্রয়োজনীয় বলে মনে হয়।
আমার ব্লগ ভিজিটের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক শুভেচ্ছা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন