বিয়ে করার আকস্মিক সিদ্ধান্ত নিয়ে হাঁদারাম আমি তখনও বুঝিনি, কী ভয়ঙ্কর অপরিণামদর্শি ভুলের ফাঁদে পা দিতে যাচ্ছি। চল্লিশ পেরিয়েও অকৃতদার পাড়াতো ভাই অরুনদা’র বিজ্ঞজনোচিত পরামর্শকে ‘দিল্লীকা লাড্ডু জো ভি নেহি খায়া, সো ভি পস্তায়া’ ভেবে নিজকে কী হতে যে কী ভেবে বসেছিলাম, তা আর নাই বললাম। দক্ষিণ পাড়ার দিগম্বর দাদু, যাকে দুই পয়সার পাত্তা দিতেও আজ পর্যন্ত কাউকে দেখি নি, আমাকে ভালোবাসেন বলেই হয়তো নির্বুদ্ধি ভেবে খুব করে বলে দিয়েছিলেন, দেখো হে, হটকারী একটা সিদ্ধান্তই যথেষ্ট, পুরুষ মানুষের সটান উল্লম্ব সিনা চোখের পলকেই ভূমির সমান্তরালে বেঁকে সোজা হওয়ার সমস্ত ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। কণ্ঠে যে বাঘের হুঙ্কার গর্জে ওঠতো, ওটা আর কখনোই ভ্যাঁ ভ্যাঁ করার সীমানা ছেড়ে পূর্বাবস্থায় ফিরে যেতে পারে না। অতএব এতো তড়িঘড়ি না করে বাপু মাথার বায়ু নামিয়ে ফেলো। মস্তিষ্কে বায়ু চড়ে গেলে বুদ্ধি নাকি হাঁটুতে নেমে আসে। আমার বুদ্ধিবৃত্তিও যে হঠাৎ করে হাঁটু থেকেও বিপজ্জনক নীচে নেমে গেছে, এ বিষয়ে তাঁর কোন সন্দেহ নেই। আমি আর কী বলবো ! সত্যি সত্যি আমি তখন কল্পনার চিত্রল সাগরে হাবুডুবু খাচ্ছি। যেদিকেই চাই, হতে যাওয়া তুমি আর তুমি শুধু।
তবু আমার ইতস্তত বিক্ষিপ্ত মতিগতি খুব একটা সুবিধের নয় আঁচ করেই হয়তো পক্ষকালের হাজতবাস অভিজ্ঞ আমাদের সবার মতি ভাই আমাকে সার্বক্ষণিক সাহস যুগিয়ে যেতে লাগলেন, আরে মিয়া পুরুষ হইছো আর মাইয়া মানুষের গন্ধ নিবা না এইটা কী করে হয় ! তুমি মিয়া ঐ শালাগো কারো কথাই শুইনো না। হেগোর মেরুদণ্ড আছে নাকি ! একে তো নাচনে বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। আমাকে আর পায় কে। কি জানি উদ্যমে ভাটা দিয়ে বসে, তাই লজ্জা-শরমের মাথা খেয়ে সর্বশক্তি দিয়ে তটস্ত করে তুললাম মুরুব্বিদেরকে, যারা সম্মন্ধসূত্র গড়ে দেয়ার মহান ব্রত নিয়ে চিরকালই নিজেদের বিলীন করে দিয়ে আসছেন বলে সেই ছোটবেলা থেকে দেখে আসছি। অতএব যা হবার তাই হলো। কোন এক শুভলগ্ন (?) বেছে শেষ পর্যন্ত ওয়ান ওয়ে রোডে বিয়েটা করেই ফেললাম।
আহারে ! আমার মতো কেউ কি এখন হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছেন, দুপেয়ে একটা বীর পুরুষপুঙ্গব বিয়ে নামক সংশোধনের অযোগ্য এক বালখিল্য ঘটনার শিকার হয়ে চোক্ষের সামনে কী করে ধোপী-গাধার মতো চতুষ্পদী একটা প্রাণীতে পরিণত হয়ে যায় ! প্রবল মাধ্যাকর্ষণ উপেক্ষা করা টানটান সিনা তার কীভাবে ভারবাহী চতুষ্পদী স্বভাবে নুয়ে পড়ে ভূমির সমান্তরালে ক্রমশই নিকটবর্তী হতে হতে শেষপর্যন্ত অদ্ভুত মাটি-লগ্নতায় পেয়ে বসে তাকে ! বার্ষিকীপূর্ণ হতে না হতেই ষড়পদ ধারণ করে দর্পাহত বুকটা তার মাটি ঘষটাতে শুরু করে দেয় ! আর পরাক্রমশীলতায় যিনি যতো অহঙ্কারী ছিলেন বলে শুনা যায়, তার নাকি পদের সংখ্যা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে পদহীন কেঁচোর মতোই......শেষপর্যন্ত গড়াতে গড়াতে মাটিই পরম আশ্রয় হয়ে যায় !
আহা, তবে কি জীবনটাই মাটি ! কেউ কি জানেন, গাধারাই বিয়ে করে, না কি বিয়ে করেই গাধা হতে হয় !
(০৮/০৭/২০০৮)
মন্তব্য
পড়লাম
আবার লিখবো হয়তো কোন দিন
খুব ভালো কথা। তা, নিজেকে কী মনে হয় ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হাহাহাহাহা।।। ভাবীকে ডাক দিলাম এসে দেখুক কি লিখসেন..... ভাবীীীীীীীীীীীীীীীীীীীীীীীীীী
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে কয় কী ! আপনি তো ভাই সাংঘাতিক মানুষ ! এমনিতেই তটস্থ অবস্থায় আছি। ভাবলাম কানে কানে লুকিয়ে চুরিয়ে আপনাদেরকে একটু সৎপরামর্শ দিয়ে দেই। ওমা ! এ যে দেখি অরণ্যে রোদন করলাম ! আপনিও তো দেখি তাঁর মতোই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শিরোনামের সাথে একমত। কিন্তু এই মধুর ভুল তো আমরা সবাই করতে চাই!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মধুর ভুল বুঝি ! এখনো ধরা খান নি তাহলে ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভাই একটা প্রশ্ন - এত বড় ভূলই যদি হয়, তাহলে কি স্বেচ্ছায় সিঙ্গেল জীবনে ফিরে যাবেন আরেকবার? নাকি শুধু বলার জন্যে বলা?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
সুবিনয় দা, যে একবার গাধা হইয়া যায়, গাধাত্বের মোহ তাকে আর গাধামী থেকে নিস্কৃতি দেয় না ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দিল্লীকা লাড্ডু!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
লাড্ডু না, লাড্ডু না। কন লারেলাপ্পা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ফাঁন্দে পড়িয়া বগা কাঁন্দেরে!!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শেষ পর্যন্ত আপনিই বুঝলেন ভাই। তাই তো বলি, এমনি কি আর কীর্তিনাশা নাম হয়েছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আগে যদি জানাতাম
*******************************************A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দুঃখ কইরেন না মানিক ভাই। কী আর করবেন ! পরজন্মে বিশ্বাস করিতে থাকেন। কিছু হইলেও হইতে পারে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রত্যাশা করি আপনি শীঘ্র ই আরেকটা পোস্ট দিবেন,
"একজন ব্যাচেলর ও একটি মধুর ভুল"
সে পর্যন্ত টিকে যাবেন এই কামনা রইল।
----------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আরে ভাই, কী কন ! এমনিতেই মুশফিকা মুমু যে প্যাঁচ লাগাইছে ! আপনি আবার সেই আগুনে আলু পোড়া দিচ্ছেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সব সমস্যা সৃষ্টির সময় থেকে শুধু মেয়েদেরকেই নিয়ে .........।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
না গো আপা, শুধু মেয়েদেরকে নিয়ে নয়, মেয়েদের মাধ্যমেও !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদীপম, এই লেখাটা কি আরো আগে পোষ্ট করা যেতো না, তাহলে হয়তো এই অধম বেঁচে যেতো ।
ঘুঁটে পোড়ে, গোবর হাসে ।
----------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হা হা হা ! ঠিকই কইছেন দাদা-
তা ভাই, ধরা খাইবার আগে আমগোরে জানাইবেন না ! তখন না হয় চেষ্টা কইরা দেখা যাইতো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বসু, আমি মন্তব্য করার আগে বলেন- নিজে গাধার দলে আসেন, নাকি আমাগ ব্যাবাকতেরে গাধার বাচ্চা বানানের কুমতলব করসেন?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আহা জুলিয়ান ভাই, গাধা কি আর বারবার হওয়া লাগে ? একবারের ঠেলায়ই তো গোটা জীবন কাভার ! পরের জন্মেও এর দাগ শুকায় না গো !
কারো কারো দেখবেন, কানগুলো কেমন এতিমের মতো ঝুলে আছে ! মনে হয় পূর্বজন্মের প্রায়শ্চিত্ত বুঝি শেষ হয় নাই তাগো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লেখাটি পড়ে বহুদিন আগে পড়া মহাদেব সাহার একটি কবিতার লাইন মনে পড়ে গেল।
"আর কত নীচু হবো, দাঁতে ছোঁব মাটি?"
বোধকরি বিয়ের পরেই এমনতরো লাইন বেরোয়।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
হ্যাঁ হ্যাঁ, ভালো কথাই বলেছেন ! বোধ করি কবি হওয়ার এইটাও একটা তরিকা হবে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হা হা হা ...তারপরও দিল্লীকা লাড্ডু সবাই খায়...। ভাই, শেষ পর্যন্ত গাধা?
শেষপর্যন্ত নয় ভাই/বোন। বাকি জীবনটাই গাধা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- গভীর পর্যবেক্ষণে রাখলাম পোস্টটাকে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনাকে থাকতেই হবে বিয়ের সপক্ষে। কারণ বিবাহপ্রথা রহিত হয়ে গেলে শ্যালিকাদের অস্তিত্বও আর থাকবে না। তখন আপনার কী হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছি ছি ! সন্ন্যাসীজীর মুখে এ কী শুনি ! ঘোর কলি, ঘোর কলি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ঘটনা কী ! দায়গ্রস্ত পাত্রপক্ষ নাকি ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- সন্ন্যাসী মহারাজ যুক্তির কথা কইছে। আমি তো জনগণের উপকার করায় ব্রতী। শালিকাদায়গ্রস্তদের শালিকা গ্রহন করে তাদেরকে সেই দায় থেকে উদ্ধার করার ব্রত নিয়ে মাঠে নামছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহ্... এইটা তো নস্যি...
বিয়া তো বিয়া... বউ তো বউ...
বউ যদি সচলায়তনেও হানা দেয়... তাইলে কি হয় দেখতে চান? আমার অবস্থাখান একবার বিবেচনা করেন... সব দুঃখ দূর হইয়া যাইবো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার জন্যে আমিও সমব্যথি নজরুল ভাই। চেহারাটা আপনার না হয় মেয়ে পটানো গুলগুইল্যা হলোই বা। তাই বলে ভাবিজী এই সচলায়তনে ঢুকে পোস্ট দিয়ে সবার সামনে এইভাবে আপনার হাটে হাড়ি ভেঙে দেবেন ! খুবই অন্যায়, খুবই অন্যায় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
Old material-missed the examples why & how marriage destroyed your freedom and why your life is miserable.
Wondering why you are not trying to make it even better and going back to your single life!? Oh you're no more a human being, got it!
এক্কেরে হাছা কথা ! কাউরে বুঝাইতে পারি না যে বিবাহপূর্বের হিউমেন কিং ব্যাঘ্রই বিবাহোত্তর এনিমেল বিং গর্দভে রূপান্তর ঘটে।
আর যে ক'টা ব্যতিক্রম, তা তো নিয়মকেই সিদ্ধ করে। ভাগ্যিস গাধাদের শিং গজায় না। তা হলে কী কেলেঙ্কারিটাই না হয়ে যেতো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই ভুলটাকেই আমার সঠিক মনে হয়। এটা যেমন স্বাধীনতা কেড়ে নেয় তেমনি সময়ের কার্যকর ব্যবহার বাড়িয়ে দেয়।
আগে নারীকূল নিয়ে বিভিন্ন কল্পনা করে মূল্যবান সময় এবং শক্তি যতটা অপচয় হত সেটার কণামাত্রও এখন হয় না। কাজের বা অবসরে কোন সময়ই নারী কল্পনাতে ঢুকে সময়/শক্তি নষ্ট করতে পারে না। আগে তো কোন চিন্তাশীল কাজেই মনোনিবেশ করা যেত না ... কেমন করে জানি মগজের ড়্যামের কিছু অংশ বিভিন্ন নারী ভাইরাস দখল করে রাখতো।
এটাকে কাউন্টার দেয়ার জন্য বলতে হয় - যে পরিমাণ সময় বউ-এর পেছনে দিতে হয় সেটা ওটাকে ব্যালেন্স করে দেয়।
তবে রেডিমেড খাবার, গুছানো ঘরবাড়ি আর সোশ্যাল স্ট্যাটাস (মেয়েরা কিন্তু বিবাহিতদের বেশি নিরাপদ মনে করে ) + অনেক দায়িত্ব (যেমন কাকে কখন কী উপহার দিতে হবে) থেকে মুক্তির কথা চিন্তা করলে আমার এই পক্ষকেই ভাল মনে হয়।
(হু হু.. জানি কইবেন লেজ কাটা শিয়াল হগ্গলরে লেজ কাটতে কয়!)
প্রকৃতিতে প্রচুর শক্তি আছে যা প্রতিনিয়ত আমাদের দূর্দশার কারণ ঘটছে (আগ্নেয়গিরি, নদীর স্রোত, বন্যা, অতিবৃষ্টি, বাতাস/ঝড়)। কিন্তু বুদ্ধিমান মানুষ সেই শক্তিকে নিজের প্রয়োজন অনুসারে ব্যবহার করে উপকৃত হয়। বিয়ের সমস্যাগুলোও সেরকম .....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
---(রবীন্দ্রনাথ)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই মাসেই আমার তিন জিগর কা দোস্ত গাধায় কনভার্ট হইসে। পরামর্শ রিকোয়ার্ড!
আকাশের সীমানা ভাঙ্গতে চাই!
শামীম ভাইয়ের র্যাম এবং ভাইরাস থিওরী দারুণ লাগল।
আর লেখক কেও ধন্যবাদ। আগে ভাগে বলে দেওয়ার জন্য।
ভাবতেছি ব্রক্ষ্মাচারী হয়ে যাব।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
এক বৌদ্ধিক ছ্যাঁকা খেয়ে ভেবেছিলাম চিরবুদ্ধ থাকব,
কিন্তু আপনার লেখা পড়ে আমার বিয়া করতে ইচ্ছা করতেছে।
দাদা, আমি গাধা (বুদ্ধু) হতে চাই, অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন।
যত দ্রুত সম্ভব ৬ষ্ট পাতার বিজ্ঞাপনদাতা আনোয়ার সাদাত শিমুলের সাথে যোগাযোগ করুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন