ভুলতে ভুলতে
শেকড়সুদ্ধই উপড়ে ফেলেছিলাম,
কোত্থেকে এসেছো আবার !
তবে কি ছিন্নমস্তা শেকড়ের গান
নৈঃশব্দেই বেজে যায় আজীবন ?
মাটির জরায়ু জুড়ে বিষাদ শূন্যতা, অবয়বহীন
তবু হৃদয়ের ঘুমজলে ঘিরে থাকা পিপাসার মুখ
অবিকল তোমার আকার !
ভুলতে ভুলতে ভুলেই তো আছি ;
ভুলতে যে চেয়েছি খুব,
হয়তো সে চাওয়াটাই ভুলিনি শুধু।
তা বলে তোমার কি মৃত্যুও নেই !
(২০/০৭/২০০৮)
মন্তব্য
ভুলে যেতে চাই, ভুলতে পারি না।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হুম, জলিল ভাই, এই 'ভুলে যেতে চাই'টাকে ভুলতে পারি না বলেই হয়তো যা ভুলতে চাই তা ভুলতে পারি ন। ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বেশ লাগলো...
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ছোট ছোট কথা অথচ কী তীব্র।
আবার লিখবো হয়তো কোন দিন
খুব ভালো লাগলো।
----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন