কদিন ধরে ওয়েবে ঘুরাঘুরি করার সুযোগই পাচ্ছিলাম না সংসার ও জীবনের ব্যক্তিগত ব্যস্ততায়। অনলাইনে কোথাও এমন কি কোনো ব্লগেই সক্রিয়ভাবে ঢুকা হচ্ছিল না। শুধুমাত্র ই-মেইলগুলো দ্রুত চেক করে আর ফেসবুকের রিকোয়েস্টগুলো যাচাই করে ব্যবস্থা নেয়ার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি নিজেকে। মাঝখানে বেশ লম্বা গ্যাপের পর সর্বশেষ দুদিন আগে গুগল ব্রাউজার ব্যবহার করেছি কতোক্ষণ। আমাদের মাস্টার আর্টিস্টদের কিছু বিখ্যাত সৃষ্টির ইমেজ খোঁজাখুজি করে ব্যক্তিগত ছবিব্লগে সংরক্ষণ করেছি এই যা।
সন্ধ্যায় অন্যদিনের মতোই যথারীতি কম্পিউটার অন করে ককরোচ বা আরশোলা সম্পর্কিত তথ্য জানার জন্য গুগল সার্চ দিয়েছি। সার্চে উইকিপিডিয়ার কেসলিঙ্কে ক্লিক করতেই একটি গুগল এরর ! ইংরেজিতে ককরোচ লিখে এবং পরে বাংলায় আরশোলা লিখে পর পর কয়েকবারই অভিন্ন চেষ্টা চালালাম। বারবারই একই গুগল এরর দেখাচ্ছে। আমি বরাবরই প্রযুক্তিকানা মানুষ। বিশেষ করে এই কম্পিউটার বা অন লাইন প্রযুক্তির অ আ ক খ-ও আমার আয়ত্তের বাইরে। ব্লগিং যেটুকু করি ঠেকতে ঠেকতে শিখে শিখে। তাই এই গুগল এরর ম্যাসেজটা আমার মধ্যে যে ভয় ঢুকিয়ে দিয়েছে তা কতোটা যুক্তিসঙ্গত তাও বুঝি না।
ততক্ষণে আরশোলা তো মাথা থেকে গেছেই, এরপর যা-ই সার্চ দেই, সংশ্লিষ্ট যে কোন লিঙ্কে ঢুকতে ক্লিক করলেই সেই একই ম্যাসেজ, গুগল এরর দেখাতে লাগলো। ভেতরের কনটেণ্টটুকু পড়ে কী বুঝলাম জানি না, এভিজি ফ্রি এণ্টিভাইরাস দিয়ে গোটা কম্পিউটার স্ক্যান করিয়ে নিলাম। কোন থ্রেডও দেখালো না। অথচ গুগল এররে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে যা বলছে তাতে কি আমার মতো কানা মানুষের মাথা খারাপ হবার জোগাড় নয় ?
এসবের কিছুই জানি না আমি। কেমনে কী করলে কীভাবে এ থেকে রেহাই পাবো তাও বুঝতে না পেরে সোজা গুগল থেকে সেই যে বেরিয়ে এসেছি আর ওমুখো হই নি। এখন শুধু একটা কাজই বাকি, ভ্যা করে কেঁদে দেয়া।
আমার কি এখন আতঙ্কিত হওয়া উচিৎ ? আপনারাই বলুন তো ঘটনাটা কী ?
(১৬/০৯/২০০৮)
[অরিজিনাল গুগল ম্যাসেজটা কপি করে যখনই ইউনিকোডেড পোস্টটা তৈরি করতে পেস্ট করেছি, তখন আর এক তুঘলকি কাণ্ড শুরু হলো। এবার আমার ব্যক্তিগত ব্লগস্পটই আউলা হয়ে গেল। কিছুতেই নিউ পোস্ট নিচ্ছে না। শুধু গুগল এরর ! তাই এরর ম্যাসেজের কনটেণ্টটাকে বাংলা উচ্চারণে পাঠকদের জ্ঞাতার্থে তুলে দেয়া হলো। কিন্তু এখনও বুঝতে পারছিনা, শেষ পর্যন্ত আমার উপায় কী হবে!]
গুগল এরর
উই আর সরি...
... বাট ইয়োর কোয়েরি লুকস সিমিলার টু অটোমেটেড রিকোয়েস্ট ফ্রম আ্যা কমপিউটার ভাইরাস অর স্পাইওয়্যার অ্যাপ্লিকেশন। টু প্রোটেক্ট আওয়ার ইউজার, উই ক্যান’ট প্রোসেস ইয়োর রিকোয়েস্ট রাইট নাও।
উই উইল রিস্টোর ইয়োর একসেস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, সো ট্রাই এগেইন চুন। ইন দ্য মিনটাইম, ইফ ইউ সাসপেক্ট দ্যাট ইয়োর কমপিউটার অর নেটওয়ার্ক হ্যাজ বিন ইনফেকটেড, ইউ মাইট ওয়াণ্ট টু রান অ্যা ভাইরাস চেকার অর স্পাইওয়্যার রিমোভার টু মেক সিওর দ্যাট ইয়োর সিস্টেম আর ফ্রি অফ ভাইরাসেস অ্যান্ড আদার স্প্যুরিয়াস সফটওয়্যার।
ইফ য়্যু অ্যার কণ্টিন্যুয়ালি রিসিভিং দিস এরর, ইউ মে বি এবল টু রিসলভ দ্যা প্রোভলেম বাই ডিলিটিং ইয়োর গুগল কুকি অ্যান্ড রিভিজিটিং গুগল। ফর ব্রাউজার-স্প্যাসিফিক ইন্সট্রাকশনস, প্লিজ কনসাল্ট ইয়োর ব্রাউজারস অনলাইন সাপোর্ট সেণ্টার।
ইফ ইয়োর এনটায়ার নেটওয়াক ইজ এফেকটেড, মোর ইনফরমেশন ইজ অ্যাভেইলেবল ইন দ্যা গুগল ওয়েব সার্স হ্যাল্প সেণ্টার।
উই অ্যাপোলোজিজ ফর দ্যা ইনকনভেনিয়্যান্স, অ্যান্ড হোপ উই উইল সি ইউ এগেইন অন গুগল।
---------------------------------------------------------
এবার একটা অফটপিক নোট:
কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরে কম্পিউটারটা অন করে সচলায়তনে লগইন করেই দেখি এখানেও ভাইরাস ! সচলের পাতায় আমার কপালের পাশে আঁকা অতিথি শব্দটা কখন যেনো খশে পড়ে গেছে ! বাংলায় এতো চমৎকার একটা শব্দ আমার পাশে বসবে না আর ? হা হা হা ! কিছু কিছু পতনে আনন্দও থাকে। সেই ভালোলাগা সবার সাথে শেয়ার করছি। শুভেচ্ছা সবাইকে।
মন্তব্য
সচল হওয়ার জন্য এক গাদা গরম গরম পেঁয়াজুর শুভেচ্ছা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আহ্হা, পোস্ট লিখতে গিয়ে কখন যে পেঁযাজু টাইম পেরিযে গেছে, বলতেই তো পারিনা ! আপনাকে পেঁয়াজুহীন ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্বাগতম রণ-দা। হাতপানাককান খুলে লিখে যান।
হাঁটুপানির জলদস্যু
হা হা হা ! খোলার মতো আর কিছু কি বাকি নাই ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- আপনারে কি হিমু রণ-দা বলছে নাকি রাণ-দা বলছে ইট্টু চেক কইরেন তো ভাই। আমার সন্দেহ হৈতাছে, ভাইরাসে ধরলো কীনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাইতো ! এই লাইনে তো চিন্তা করি নাই ! হের লাইগা তো কই গোধূলি এতো ধুসর হইল কেন্ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনার আইপি অ্যাড্রস নিশ্চয়ই ন্যাট করা। মানে, অনেক ইউজারের সাথে একই গ্লোবাল আইপি ব্যবহার করেন।
আপনার আইপি অ্যাড্রেস ব্যবহার করে, এরকম অন্য কোন মেশিন থেকে স্ক্রিপ্ট দিয়ে সার্চ চালানো হয়েছে কোন সময়। গুগল অটোমেটেড সার্চ করা হয় এরকম আইপি ব্যান করে দেয় স্বল্পসময়ের জন্যে। দুইএকদিন পরে ঠিক হয়ে যাবে সম্ভবত।
অভিনন্দন সচল হওয়ার জন্য।
২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে
আবার লিখবো হয়তো কোন দিন
আপনাকেও ধন্যবাদ।
আর প্রযুক্তিগত এই বিষয়টা আসলে আমার কাছে অস্পষ্টই। অজ্ঞানতা। দেখি, সব মাওলার ইচ্ছা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্যার এগুলা কী কয়?
কী যে কয় শিমুল আপনিই কন ?
আমি তো এগুলান বুঝি না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হা হা, আমিও কম্পুকানাটাইপ।
রণদীপমদা, আপনার লেখার এক মুগ্ধ পাঠক আপনাকে আমি জানাই আপনাকে একরাশ অভিনন্দন আর অনেক অনেক শুভেচ্ছা।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলাভিনন্দন।
প্রেমে পতনেও যেমন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আহা, প্রভুর ইচ্ছা না হলে কি আর সন্ন্যাসীর মুখ থেকেও প্রেমে পতন ঘটে ! হক মাওলা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- আরো পতন আছে তাতে নির্মল আনন্দ লাভ হয়। কিন্তু কমু না, রোযার মাসে খাইষ্টা কথা কমু না বইলা ঠিক করছি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- এইবার কাছাখুলে কী-বোর্ডে বসে যান। বাকীদের মতো পগার পাড় হইয়েন না জনাব!
ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালো ছেলেরা বেয়াদবি করে না। মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। নইলে...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভালো ছেলেরা বেয়াদবি করে না। মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। নইলে...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন রণ-দা !
অনেক অনেক ভাল থাইকেন
ম্যালাদিন কোন ছড়া নাই ক্যান ?
আমারে কইতেছেন ?
ছড়ার ক্ষেত্রে ভাই আপনি একাই এক হাজার !
অনেক ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
০১
আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, তাহলে জোরদার সম্ভাবনা যে আপনি শেয়ার্ড আইপি ব্যবহার করেন। এর ফলে যেটা হচ্ছে অন্য কারো করা কোন দোষের শাস্তি আপনাকে নিতে হচ্ছে। তবে সৌরভ ভাই যেটা বললো, সেটাই মাথায় রাখেন। এটা সাধারণত বেশি দিন থাকে না।
০২
অনেক অনেক অভিনন্দন। যেই কজন লোক সচল হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন, আপনি তাঁদের মধ্যে অন্যতম। ধৈর্য্যের বিচ্যুতি ঘটতে দেননি।
আশা করছি এবার আপনার কাছ থেকে লেখার তুবড়ি ছুটবে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
০১
আমরা তো আসলে এমন সমাজেই বড় হয়েছি এবং হচ্ছি যেখানে একের দোষ অন্যকে বইতে হয়। এ আর নতুন কী বলেন ?
০২
ধন্যবাদ আপনাকে। তবে আমার কাছে সচল হওয়ার আগে পরে তেমন একটা ক্ষতি বৃদ্ধি বা লাভ কম বেশি বলে মনে হয় নি। আগেও যেমন এ নিয়ে খুব একটা মাথাব্যথা ছিলো না, এখনও তেমন অস্বাভাবিক উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু দেখি না। এখন হয়তো তাৎক্ষণিক লেখাটা পোস্টে যাচ্ছে, তখন কিঞ্চিৎ স্লো ছিল, এতটুকুই।
তবে তুলনামূলক বেশি ভালো লেগেছিল কিছুদিন আগে থেকে যখন কমেণ্টগুলো ডাইরেক্ট হয়েছে। কেননা, পোস্ট হচ্ছে চিন্তা। তা আগেও প্রকাশিত হতে পারে, পরেও পারে। কোন ক্ষতিবৃদ্ধি ঘটে না। কিন্তু কমেণ্ট হচ্ছে কথা বলা। কথার পিঠে কথা বলাটা তাৎক্ষণিক না হলে নিজেকে ছাগল ছাগল মনে হয়। এই যা।
অতএব আমার ক্ষেত্রে আগেও যেভাবে হয়েছে, এখন যে তা বেড়ে আহামরি কিছু একটা হয়ে যাবে এমনটা আমি নিজেই আশা করতে পারি না। তবে আপনাদের নির্দোষ চাওয়াকে আমি সম্মান জানাচ্ছি।
অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আর বি, প্রথমে অভিনন্দন।
ভেবেছিলাম আপনার এই মন্তব্যটা থেকে উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য লিখবো। পরে দেখলাম তাতে আপনার দ্বিতীয় পয়েন্টটি পুরোটাই উদ্ধৃত করতে হয়। এরচেয়ে একবাক্যে বলি পুরোপুরিই আপনার সাথে একমত।
আমি আপনার অল্প কিছুদিন আগে সচল হয়েছি। সচল হবার আগে আর পরের পার্থক্য আমার কাছে শুধু মন্তব্য প্রকাশের ক্ষেত্রে মনে হয়। সচল হবার পরও কয়েকদিন লেখা মডারেশন কিউতে দিতাম। পরে মডারেটরগণ জানালেন তার আর প্রয়োজন নেই (সম্ভবতঃ এতে তাদের কাজ বাড়ে)। সচল হলে এই দ্বায়িত্বটুকু বেড়ে যায়। অবশ্য আপনার সচেতনতা আর দ্বায়িত্বজ্ঞান নিয়ে কথা বলা ধৃষ্টতা মাত্র।
এই উপলক্ষ্যে একটা কথা বলি। আপনি সচলের অসম্ভব পরিশ্রমী আর ধৈর্যশীল লেখকদের একজন। দয়া করে লেখার পরিশ্রম থেকে নিজেকে দূরে রেখে আমাদের বঞ্চিত করবেন না।
===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এমন কথা ভুলেও কেউ বলে না আমাকে ! আর তিনি মানে যাঁর দু'টো শক্ত কঠিন চোখের ছাটে পড়ে ধরা খাওয়া ইঁদুরের মতো কাঁইকুঁই করতে থাকি, তিনি যদি ঘুণাক্ষরেও জানতে পারেন যে আপনি আমাকে একাধারে পরিশ্রমী আর ধৈর্যশীল বলেছেন, তাইলে তো আপনার খবর আছে। পাণ্ডবগিরি ছুটিয়ে দেবেন ! তারাতারি সরি বলেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন রণদীপম বসু,
এলা লিখতে থাকেন হাত পা খুইলা
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ আপনাকে।
তয় ভালা কথা মনে ধরাইছেন। পা খুইলা লেখার একটা চেষ্টা চালানো যাইতে পারে। সমস্যা একটাই, যদি সবাই আবার পায়ের ব্যবহার শুরু কইরা দেয় ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লিখতে থাকেন এইবার কোমর দুলাইয়া।
(মাইন্ড খাইয়েন না। একটা সাম্প্রতিক বাংলা গান শুইনা অনুপ্রানিত।)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কোমর তো আগে থাইকাই দুলাইতাছি। এর চে' বেশি বেঁকা করতে পারুম না কইলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক অনেক অনেক অভিনন্দন সচল পরিবারে সুস্বাগতম।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অনেক অনেক অনেক শুভেচ্ছা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন।
— বিদ্যাকল্পদ্রুম
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ইউকের ইমিগ্রেশন আইনে পয়েন্ট বেসড সিস্টেম চালুর পর জনৈক এমপি কমন্স সভায় বলেছিলেন এই পয়েন্ট পদ্ধতিতে খোদ ইমিগ্রেশন মিনিষ্টারকে দেশের বাইরে পাঠিয়ে আবার ইউকেতে প্রবেশ করানো যাবেনা। তিনি অযোগ্য হলে সাধারণ মানুষ কিভাবে এই পদ্ধতিতে ইমিগ্রেন্ট হবে!
এমন অনুভূতিপূর্ণ লেখা দেখে আনন্দিত হই, নিজেকে ভাগ্যবান মনে হয়। আমি আবার প্রথম থেকে লেখা শুরু করলে মনে হয় চীরকালই অতিথি থেকে যাবো।
হা হা হা
স্বাগতম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমাদের বাংলায় এমন অনেক আবেগময় শব্দ রয়েছে যা নিয়ে ভাবতে বসলে আবেগে আপ্লুত হতে হয়। এবার হঠাৎ করে অতিথি শব্দটা নিয়ে সেই একই ব্যাপার। কোথাকার কোন নাড়ির টান ছুঁয়ে গেলো ভেতরটায় !
আসলে সময়ের কাছে সবাই তো আমরা অতিথিই, তাইনা !
ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন রণদা! অনেক লিখছেন, এবার এট্টু জিরাই লন
আপনার সমস্যার সমাধান হয়েছে?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ রেনেট, একমাত্র আপনিই আমার মনের কথাটা বুঝলেন !
মনে হচ্ছে সমস্যাটার সমাধান হতে যাচ্ছে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন। এত চিন্তা করবেন না। ভাইরাস হোক আর যাই হোক, নামের আগে একটা "ভাই" আছে তো... সুতরাং চিন্তা নেই, আপনাকে ডোবাবে না...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অত্যন্ত খাটি কথা। 'ভাই' যেহেতু আছে, ডোবানোর প্রশ্নই আসে না !
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ বিদায়, অতিথিদের তরফ থেকে
উঁহু, বিদায় তো নিচ্ছি না ! একই বাড়ির এঘর আর ওঘর। ড্রইংরুম থেকে ভেতরের কোঠায়, এটুকুই। আপনাদেরকেও স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সুস্বাগতম রণদীপম বসু।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন।সাথে এককাপ গরম চা।
---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ। চা'টা ঠিকই উসুল করে আসবো একসময়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভেচ্ছা স্বাগতম।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
লাড্ডু ভাইয়ের আগমন ! (আপনার শ্লোগানের বাকি অংশ)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অভিনন্দন।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক অনেক অভিনন্ধন মশায়
এবার লিখতে থাকুন এক বসায়।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
ঢাকার মশারে চিনেন তো ? চিনেন না ?
লিখতে চাইলে এক বসায়
গিল্লা ফেলবো সব মশায় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বসু, পূর্ণ সচলত্বের জন্য অভিনন্দীর্ষা!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ধন্যবাদ জুলিয়ান ভাই,
আপনাকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন