বুকের ওড়নায় দেখো... (পদ্যপ্রলাপ)

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ০১/১০/২০০৮ - ১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বোঝাতে পারি নি বলে নয়
বোঝাতে চাই নি বলেই বুঝতে পারো নি তুমি

অখণ্ড ঘৃণায় মেখে ছুঁড়ে দেবে ?
তাই দাও। এই বুক, বুকের খণ্ডিত আকাশ
বিষণ্ন জমিন এবং আমাকে দেখছো যা
তুমি তো জানো না যে এ সবই তোমার
লম্বিত সত্ত্বাই কেবল

যা কিছু ছুঁড়ো না কেন আমি যে আমি নই
ক্ষোভের ধারালো কাণায় ঘেষে ছিঁড়ে ফেলো বুক
তখনো বুঝবে কিনা অথবা বুঝবে না কিছুই
বিপণ্ন আয়নার চোখে চোখ রেখে
হয়তো জানবেও না- চেয়ে আছো আমার দিকেই

চমকে ওঠবে কি-
বুকের ওড়নায় মাখা ক্ষতনীল রক্তের চিহ্ণগুলো দেখে ?


মন্তব্য

দেবোত্তম দাশ এর ছবি

কবিতার এক একটা লাইন, এক একটা শব্দ কতই না অর্থবহ হয়।
ভালো লাগলো

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

যৎকিঞ্চিৎ হলেও আপনার পাঠক-ভাবনাকে নাড়া দিতে পেরেছে জেনে ভালোলাগলো।
আপনার উপলব্ধিটা প্রকাশ করার জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথম দুই লাইন ভাল লাগল বেশি।

রণদীপম বসু এর ছবি

আসলে কষ্টের উপলব্ধি সবার মধ্যেই অভিন্ন অনুরণন তৈরি করে হয়তো।
ধন্যবাদ প্রহরী ভাই, মতামতের জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

অরূপ দা,
কবিতা তো, তাই খুব সচেতনভাবেই শব্দটাকে দ্যোতক হিসেবে ব্যবহার করেছি।
বুকের ওড়না বলতে ঠিক বুকের জায়গাটাকেই চিহ্নিত করেছি। বাকি ব্যাখ্যা দেবো না। কেননা তাহলে পাঠকের কল্পনার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হয়ে যাবে।
ধন্যবাদ আপনার কুশলী পর্যবেক্ষণের জন্য।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

...এই বুক, বুকের খণ্ডিত আকাশ
বিষণ্ন জমিন এবং আমাকে দেখছো যা
তুমি তো জানো না যে এ সবই তোমার
লম্বিত সত্ত্বাই কেবল...

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রণদীপম বসু এর ছবি

অতএব আমাকে আঘাত করা মানে তোমার নিজেকেই রক্তাক্ত করা নয়.. ?!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্রতীপ এর ছবি

কবিতা ভাল্লাগছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।