দেশব্যাপী ধর্মান্ধ মৌলবাদীদের বর্বর তাণ্ডব দেখে নাড়ির কোথায় যেন মুঁচড় দিয়ে উঠলো, আহারে আমাদের মৌল-চেতনাগুলোকে আবার একটু দেখে আসি। বাঙালির একফোঁটা রক্ত থাকতেও জানি তা অসম্ভব, তবু মনে হলো যদি তা হারিয়ে যায়...! অপরাধ নেবেন না কেউ। সবাই যখন ঈদের আমেজে নিজেদের আবিষ্কার করছে, আমি তখন ২ মেগা-পিক্সেল মোবাইল ক্যামেরাটা নিয়ে বেরিয়ে গেলাম। অনভিজ্ঞ হাত এবং চোখকে ক্যামেরার চোখেই সমর্পণ করে হোক তা ব্যর্থ প্রয়াস, তবু অনুভবটা তো ব্যর্থ ছিলো না ! এগুলো নিয়েই তিন-ধরনের সিরিজ, একে একে কালের অক্ষরে গেঁথে দেবার ইচ্ছা। সচল-বন্ধুরা চাইলে সিরিজগুলো পর্যায়ক্রমে ঘুরে ঘুরে আসবে...
আরেকটি কথা না বললেই নয়, ভাস্কর্যগুলোর এত অযত্ন ও অবহেলা দেখে সত্যি কষ্ট পেতে হয়। ধুলো ময়লা কাদা আর পাখির বর্জ্যে সাংঘাতিক খারাপ অবস্থা। এভাবে থাকলে কেই ভাঙতে হবে না, এমনিতেই এগুলোকে হারাবো আমরা। এত বড় বড় প্রতিষ্ঠান ! এগুলো তদারকীর জন্য একটা লোক নিয়োজিত করার সামর্থ রাখে না বললে কি কৌতুককর মনে হয় না !
উল্লেখ্য, এখানে ছবি পরিচিতিতে যে তথ্য ঘাটতিগুলো রয়েছে, বা তথ্যবিকৃতি ঘটে থাকলে দয়া করে কোউ সঠিক তথ্যটা মন্তব্যে জানিয়ে দিয়ে কৃতজ্ঞচিত্তে উপকৃত হবো এবং তথ্যগুলো এডিট করে নেবো।
সবাইকে স্বাগতম ।
ছবি ০১: নাম> 'মোদের গরব'। ভাস্কর্য মডেল> অখিল পাল। ভাস্কর্য নির্মাতা> শিল্পী গোপাল চন্দ্র পাল। অবস্থান> বাংলা একাডেমী চত্বর,ঢাকা।(উপরের ছবি)।
ছবি ০২: নাম> অপরাজেয় বাংলা। ভাস্কর> মৈয়দ আব্দুল্লাহ খালিদ। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে।
[img=auto]http://4.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKCIy4gudI/AAAAAAAAETQ/7H7iObymMCw/s1600-h/12122008(Aparajeyo_Bangla2_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'অপরাজেয় বাংলা'
ছবি ০৩: নাম> স্বোপার্জিত স্বাধীনতা। ভাস্কর> শামীম শিকদার। অবস্থান> টিএসসি সড়কদ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[img=auto]http://1.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKDDa4bO4I/AAAAAAAAETY/In4WGv3jhoM/s1600-h/12122008(Swoparjito_Swadhinota_TSC_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'স্বোপার্জিত স্বাধীনতা'
ছবি ০৪: নাম> রাজু ভাস্কর্য। ভাস্কর> ...। অবস্থান> টিএসসি সড়কদ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[img=auto]http://1.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKEbIZoL4I/AAAAAAAAETg/m7laHG-6QFs/s1600-h/12122008(Raju_sculpture_TSC_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'রাজু ভাস্কর্য'
ছবি ০৫: নাম> ...। ভাস্কর> ...। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (উদয়ন স্কুলের নিকটবর্তী)।
[img=auto]http://4.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKHPj0ZH3I/AAAAAAAAETo/45g0g-40nRs/s1600-h/12122008(Swadhinota1_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'স্বাধীনতা ভাস্কর্য' (সম্ভাব্য নাম)
ছবি ০৬: নাম> শহীদ নূর হোসেন (সম্ভাব্য)। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (উদয়ন স্কুলের নিকটবর্তী)।
[img=auto]http://2.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKIHpHPuPI/AAAAAAAAETw/RYqazKQrXNk/s1600-h/12122008(Nur_Hosain_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'শহীদ নুর হোসেন'
[img=auto]http://3.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUO9DgZjIKI/AAAAAAAAEY4/EB7cWQCMN0w/s1600-h/12122008(Shahid_Memorials_front_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
ছবি ০৭-০৮: নাম> ...। ভাস্কর> ...। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
[img=auto]http://4.bp.blogspot.com/_ZKadQ7i2QGA/SUKJFZ7q_cI/AAAAAAAAET4/KSbQSONQzQ4/s1600-h/12122008(Shahid_Memorials_back_Dhaka_University)Image_Ranadipam_Basu.jpg[/img]
'শহীদ স্মারক' (সম্ভাব্য নাম) সামনে ও পেছন থেকে।
[কৃতজ্ঞতা স্বীকার: ব্লগে সরাসরি ছবি পোস্ট করার উপায় জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা করার জন্য দুই সচল 'অতন্দ্র প্রহরী' ও 'সবজান্তা'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা ।]
মন্তব্য
সরাসরি একাধিক ছবি কম্প্যুটার ফাইল থেকে সংযুক্ত করার কোন উপায় কি নেই ? ফ্লিকারও ব্যবহার করা যাচ্ছে না সীমাবদ্ধতার কারণে।
কর্তৃপক্ষ কি কোন উপায় বলে দেবেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
www.imageshack.com , www.photocuket.com এ সাইটগুলিতে চেষ্টা করে দেখতে পারেন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ সবজান্তা।
এগুলোতে একবার ঢুঁ মেরে দেখবো কট্টুক কী করা যায়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ছবিগুলোর শুধু লিন্ক দেখা যাচ্ছে, ছবিগুলো আসেনি। ঠিকমত আপলোড হয়নি, নাকি আমার এন্ডে প্রবলেম, জানি না। একটু দেখবেন?
আপনার উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
সমস্যা তো এটাই ! লিংকে ক্লিক করে করে ফুল সাইজে ছবিগুলো দেখা যাচ্ছে। আমার ফ্লিকারেও জায়গা নাই, তাই ওটা ব্যবহার করতে পারছি না। ডাইরেক্ট একাধিক ছবি পোস্ট করার পদ্ধতিও জানি না। জানা থাকলে একটু সাহায্য করেন। নিরুপায় হয়ে লিংকগুলো আমার ব্লগস্পট থেকে দিয়েছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
www.imageshack.com e যান। browse বাটনে চেপে, কম্পিউটার থেকে ফাইলগুলিকে আপলোড করে দিন। চাইলে ছবিগুলি রিসাইজ করে দিতে পারেন, (for websites and email , 320 X 240 ) এটা ( কিংবা সুবিধামত যে সাইজ চান )।
আপলোড শেষ হওয়ার পর যে পেজটা আসবে, সেখান থেকে Hotlink for Forum 1 অথবা 2 , যে কোন একটা কোড কপি করে, মূল লেখায় পেস্ট করুন।
কাজ হওয়ার কথা।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সাইটে তো গেলাম। কিন্তু কোন্ অপশনে গিয়ে ছবি ব্রাউজ করবো তা এখনো খুঁজে পাচ্ছি না। একটু বলবেন কি ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
http://img514.imageshack.us/img514/6223/howtouh5.jpg
এই ছবিতে যান। 1,2,3 দিয়ে কোনটার পর কোনটা করতে হবে বুঝবেন।
http://img355.imageshack.us/img355/9968/howto2bf7.jpg
এই ছবিতে লাল দাগ দেওয়া যে কোন একটা বক্সের লেখা পুরাটা কপি করে মূল লেখায় পেস্ট করেন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
খুবই ভালো জিনিস
তবে যদি কোনোদিন আপনারেও ইন্নালিল্লা করে দেয় (ইয়োগাতে স্বাস্থ্যরক্ষা হলেও আত্মরক্ষা হয় বলে জানি না)
তখন যাতে আমরা ছবিসহযোগে মারাত্মক ও তীব্র শোক প্রকাশ করে একখান পোস্টাতে পারি সেজন্য এর সাথে নিজের কয়েকটা ফটুক তুলে আজই আমাদের সেন্ড করেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন..
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ইসসসসস, মাহবুব লীলেন যে কি জ্ঞানী - ভাবতেই তাব্দা লেগে যায়!!!
রণদীপম বসু - 'জ্ঞানীলেন' (জ্ঞানী লীলেন = উচ্চারণসুবিধার্থে 'জ্ঞানীলেন' ) এর বিকৃত তথ্য অনুযায়ী আমি চোখে কিছুই দেখতে পাই না - আপনি তাই দয়া করে ছবির সাথে একটা ধারাবিবরণী, মানে আপনার চেহারার বিবরণসহ একটা সিডি ও যদি পাঠাতেন ......
যাহাদের চোখ, কান এবং হার্টের অবস্থা এখনো চলনসই রয়েছে, তাহাদের প্রতি এতোটা অবিচারী হয়ে উঠছেন কেন !
আমার ভয়াবহ চেহারা আর কণ্ঠের ধাক্কায় কিছু একটা হয়ে গেলে তখন তো দোজখেও চান্স পাবো না ! তখন কী উপায় হবে ? এমনিতেই ভৌতিক অবস্থায় আছি। মরেও ভুত বানাতে চান !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
লীলেনের তথ্য যদি বিকৃতই হয় তবে এই পোস্টের সাথে যে একটা অডিও অপশন যোগ করা আছে সেটা কিন্তু স্নিগ্ধার দেখতে পাওয়ার কথা
যেভাবে গোপন কথা ফাঁস করে দিচ্ছেন, পরে তো আর আপু কোন কথাই বলবে না ! রেকর্ড করবেন কীভাবে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রথম ভাস্কর্যটা কোথায়? খুবই দারুণ। বাকী গুলোর ছবি আসছেনা।
লিংকে ক্লিক করলে আসে না ? না আসলে আমার কোন উপায় জানা নেই।
আপনার এক পরামর্শে আমার ইয়োগা সিরিজ পঁচিশটা পর্যন্ত চালাতে পারবো। ফ্লিকার লোড হয়ে এখন আর জায়গা নেই, দুইশ' পূর্ণ।
এখন অন্য কোন উপায় থাকলে বলেন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
@ প্রকৃতি প্রেমিক।
প্রথম ভাস্কর্যটার নাম 'মোদের গরব'। ভাস্কর্য মডেল: অখিল পাল, নির্মাতা: শিল্পী গোপাল চন্দ্র পাল। অবস্থান: বাংলা একাডেমী চত্বর।
এই ভাস্কর্য নির্মাণ নিয়ে একটা কেলেঙ্কারী হয়েছিল। অখিল পালের মডেল চুরি করে বাংলা একাডেমীর একজনই নিজ নামে চালিয়ে দিয়েছিল। প্রথম বছরে সেই ব্যক্তির নামই ছিলো, যার নাম এ মুহূর্তে মনে আসছে না। পরে এ নিয়ে বিস্তর লেখালেখি ও বিতর্ক শুরু হলে প্রতারণা প্রমাণীত হওয়ায় সেই ব্যক্তিকে চাকুরিচ্যুত করা হয় এবং অখিল পালের নাম যোগ করা হয়। ২০০৬ এ এই চমৎকার ভাস্কর্যটি নির্মিত হয়েছে অর্থাৎ উদ্বোধন করা হয়েছে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ বসুদা।
এক কাজ করেন না- সরাসরি সচলায়তনেই ছবিগুলো আপলোড করেন। মানে, যতক্ষণ আপনি ফ্লীকার/ইমেজশ্যাক-এর সমাধান খুঁজবেন, ততক্ষণে হয়ত সচলায়তনে আপনার ছবিগুলো আপলোড করা হয়ে যাবে।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আমিও তো তাই চাই। কিন্তু একবারে একটার বেশি আপলোড কীভাবে করে বলে দেন দেখি ! আমি কম্পুকানা মানুষ। বুঝিয়ে সুঝিয়ে বলবেন কিন্তু !
আপনার পরামর্শের অপেক্ষায় থাকলাম। এখন জেনে নিলে পরের সিরিজগুলা চালাতে পারবো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সচলায়তনে একসাথে একাধিক ছবি আপলোড করা যায় কি না আমার জানা নাই। আমার দুইটা পোস্টে ছবি আপলোড করার সময় একটা একটা করেই আপলোড করসিলাম। তারপরও আমি একটু দেখি, তারপর জানাব আপনাকে। আর একাধিক ছবি আপলোড করতে চাইলে নিচের মন্তব্যে যে সাইটের কথা বললাম, সেটা ট্রাই করে দেখতে পারেন।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
এই সাইটটা দেখতে পারেন- www.photobucket.com
শুরুতেই দুই স্টেপের রেজিস্ট্রেশন করতে হবে, অল্প কিছু সময়ের ব্যাপার। তারপর ছবি আপলোড করতে পারবেন। সহজ ব্যাপার, সমস্যা হবার কথা না। চেষ্টা করে দেখেন।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
ঠিক আছে ট্রাই করছি।
তবে এই ফাঁকে আপনি সচলের পদ্ধতি বলে দেন। ঘরেই কাজ সারলে বাইরে যাবো কেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রায়হান আবীরের সাথে কথা বলে কনফার্ম হলাম যে সচলায়তনে একসাথে একাধিক ছবি আপলোড করা যায় না, একটা একটা করেই করতে হয়। আপনি কি ফেইসবুক ব্যবহার করেন? সেখানে তো সহজেই একসাথে একাধিক ছবি আপলোড করতে পারবেন।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
ফটোবাকেটে রেজিস্ট্রেশান করেছি। আপলোগ করছি। ওখান থেকে কি লিংক কপি করে এনে পেস্ট করতে হবে ? দেখা যাক্, ঠেকায় কদ্দুর আগায়। প্রয়োজনে আপনাদের পরামর্শের দরজাটা খোলা রাখবেন যেন ! কাজ সারা হলে পরে ধন্যবাদ জানাবো। হা হা হা !
ও হ্যাঁ, সাইটের উপরে তো দেখি সচলায়তন ডট কমের পক্ষ থেকে ফটোবাকেটে ওয়েলকাম জানাচ্ছে ! বিষয়টা পরে যাচাই করে দেখতে হবে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হ্যাঁ, আপলোড শেষে লিন্ক কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তবে ধন্যবাদ দিয়ে আমাকে "খাটো" না করলেই খুশি হব
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
লিংক কপি তো মনে হয় ইউআরএল, তাই না ? কোন শেয়ার টেয়ারে ক্লিক করা লাগে কি ?
কাজটা যদি সফল হয়, তাহলে এই সহায়তার জন্য ধন্যবাদটা আসলেই ছোট হয়ে যায়। আপনি তার চে'ও অনেক বড় কিছু প্রাপ্য। কৃতজ্ঞতা তো অবশ্যই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দুঃখিত, দেরিতে দেখলাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম।
আমি নিজে কখনো ছবি দেইনি এভাবে, তবে যতদূর মনে হচ্ছে, আপলোড শেষে ডানদিকে দেখবেন কিছু ইউআরএল থাকে (ইমেইল, আইএম, ওয়েবসাইট, ব্লগ, ইত্যাদি ইত্যাদি), ওটা কপি করে পেস্ট করে দিতে হবে। তবে ব্লগ সেভ করার আগে প্রিভিউতে দেখে নিয়েন ছবি আসে কি না, আর ছবির সাইজ ঠিকমত আছে কি না।
ধন্যবাদ/কৃতজ্ঞতা কোনটাই দিয়েন না। তেমন কিছুই করিনি, যেটুকু করলাম, সেটা খুবই সামান্য। এ নিয়ে আপনি মোটেও ব্যস্ত হবেন না, এই অনুরোধ থাকল।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
ভাষা,সা্ধীনতা পেলাম তারপরে ও আজ ৩৭ বছর শুধু হাহাকার করে যাছছি , কেন , কেন ???????????
এই কেন'র জবাব যার যার নিজের কাছে...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দরকারি কাজ
প্রিয় তে রাখলাম
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ধন্যবাদ মানিক ভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা, ঢাকার বাইরে অন্য জেলাশহরগুলোতে গেলে এমন সব অসাধারণ ভাস্কর্যের ছবি তুলতে ভুলবেন না যেন। আরো দেখতে চাই, নিয়মিত হলে তো ভালই হয়।
আর মৌলবাদ নিপাত যাক। সবসময় এই কামনা করি !
--------------------------------------------------------
অনেকগুলো বছর দেশের বিভিন্ন জেলা-উপজেলায় চাকুরি করেছি। আজ সত্যিই দুঃখ হচ্ছে যে ডিজিটাল সুযোগটা কেন যে আগে পাই নি !
সবাই চাইলে আশা করা যায় এরকম সিরিজ নিয়মিতই চলবে। ক্যামেরার চোখের জন্য আমাদের সমাজে দৃশ্যের ভেতরেও দেখার জিনিসের অভাব নেই ! প্রয়োজন সদিচ্ছা, এর সাথে সুযোগ।
ধন্যবাদ বাচ্চা ভুঁত ভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভালো কাজ রণ'দা।
চালিয়ে যান।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওয়েলকাম, নজুভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণ'দা, সম্ভব হলে প্রতিটা ভাস্কর্যের সাথে প্রাসঙ্গিক কিছু বর্ণনা দিয়েন, তাহলে কাজটা মনে হয় পূর্ণাঙ্গ হবে। ধন্যবাদ আবারও।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
পরিকল্পনাটা সেভাবেই ছিল। ব্লগস্পটে ঠিকই সামান্য তথ্য জুড়েও দিয়েছি। যেমন নাম, ভাস্কর/শিল্পীর নাম, লোকেশান বা অবস্থান। কিন্তু সমস্যা হয়েছে অনেকগুলোর তথ্য অসম্পূর্ণ। তবু হেড রেখে যেগুলোর তথ্য ঘাটতি রয়েছে সেখানে ..ডট ডট দিয়ে রেখেছি। এইসব অসম্পূর্ণ তথ্য সম্পর্কে জানলে কেউ না কেউ মন্তব্যে জানিয়ে সহায়তা করতে এগিয়ে আসতেন। কেবল ছবি পোস্টিং জটিলতায় ওগুলো দেয়া হয়নি।
দেখি পোস্ট এডিট করে দিয়ে দেবো হয়তো।
ধন্যবাদ প্রহরী।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দারুণ একটা কাজ হয়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ধন্যবাদ সন্ন্যাসীজী। ক্যামেরাম্যান হিসেবে আমার কোন কৃতিত্ব নেই এখানে। ক্যামেরার সাধারণ চোখ যেভাবে ধারণ করেছে সেভাবেই পোস্ট করেছি। মূলত অনলাইন মেমোরীতে রেখে দেয়া, যাতে আমাদের স্মৃতি থেকে কখনো হারিয়ে না যায় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- ০৫ নাম্বার ছবির ভাস্কর্যটা 'স্বোপার্জিত স্বাধীনতা' না? জগন্নাথ হলের পাশে, ফুলার রোডের কোণায়!
স্থপতি শামীম শিকদার। তিনি যখন এটা বানাচ্ছিলেন, প্রায়ই যাওয়া হতো ঐদিকটায়। নামটা নিয়ে ঘাপলা লাগছে রণ'দা। একটু জানায়েন তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
০৫ নম্বর ছবিটার লোকেশানে আপনার ভুল হয়নি। তবে স্বোপার্জিত স্বাধীনতা ০৩ নং ছবিটার নাম। উভয়টার ভাস্বরই শামীম শিকদার। ০৫ নম্বর ছবিটার নাম আসলে আমি উদ্ধার করতে পারিনি এখনো। কয়েকজনকে জিজ্ঞেস করেও নাম পাই নি।
পেলে জানাবো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন