ধর্মান্ধ মৌলবাদীদের প্রথম আঘাতটি এসেছে আমাদের জাতি ও সংস্কৃতির অন্যতম ধারক বাহক ঐতিহ্যবাহী সড়কদ্বীপ-ভাস্কর্যগুলোর উপর। নগরের নিসর্গকে মোহময় ও ঐতিহ্যমুখীন করে তোলার প্রয়াস হিসেবে এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ আজ। যাঁরা এর পেছনে তাঁদের অনিবার্য শ্রম-ঘাম বিলিয়ে দিয়ে আমাদেরকে ঋণী করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। মূলতঃ এগুলো টিকে থাকার এক আকস্মিক অনিশ্চয়তা খুব অবাঞ্চিতভাবে সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়ে যাবার প্রেক্ষিতকে মাথায় রেখেই হঠাৎ করে ঘরের মানুষ আমি কীভাবে যেন পথের মানুষ হয়ে টো টো করে খুঁজে বেড়াতে শুরু করলাম এইসব স্থাপনা-ভাস্কর্য-ম্যুরাল আর স্থাপত্যের ঘ্রাণটুকু অন্তত একবার চেখে নেয়ার প্রত্যাশায়। আর সেখান থেকে আমার ২ মেঃপিঃ নকিয়া ৬১২০সি মোবাইল ক্যামেরার চোখ আরো কত কিছু যেন দেখতে শুরু করলো ! সেই ছুঁয়ে দেখাটাকে স্মৃতি করে তোলার প্রয়াস এই সিরিজ আপাতত, যদি হারিয়ে যায়....!
সবাই স্বাগতম...
ছবি ০১: নাম> পরিচিন্তন। স্থপতি> সৌমেন হাজরা। নির্মান> ভাস্কর মৃনাল হক। অবস্থান> পল্টন-শিশু একাডেমী সড়ক, ঢাকা। (উপরে)
ছবি ০২: নাম> কদম ফোয়ারা। ভাস্কর> ...। অবস্থান> শাহবাগ-পল্টন সড়ক, ঢাকা।
ছবি ০৩: নাম> শিল্পী আব্বাস উদ্দীন স্মৃতি চত্বর। ভাস্কর> ...। অবস্থান> পুরানা পল্টন মোড়, ঢাকা।
ছবি ০৪: নাম> 'শিক্ষা অধিকার'। ভাস্কর> ...। অবস্থান> শিক্ষা অধিকার চত্বর, শিক্ষা ভবন, ঢাকা।
ছবি ০৫: নাম> কবি নজরূল ম্যুরাল। শিল্পী> ...। অবস্থান> কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ মোড়, ঢাকা।
মন্তব্য
আব্বাস উদ্দিন চ্ত্তরটা কবে হলো? দেশে অনেক কিছু হয়েছে দেখা যায়।
তা বেশ ক'বছর তো হবেই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সেই ছুঁয়ে দেখাটাকে স্মৃতি করে তোলার প্রয়াস এই সিরিজ আপাতত, যদি হারিয়ে যায়....!
হারিয়ে যাতে না ফেলি, আসুন তার জন্য ঐক্যবদ্ধ হই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সাত রাস্তার মোড়ে নতুন ভাষ্কর্য হয়েছে একটা আজকে দেখলাম । রণদা দেখেছেন নাকি ? কালকে ঐ জিনিসের ছবি তুলতে যাব ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মিরপুর থেকে সাত-রাস্তার মোড় কোথায় এবং কীভাবে যেতে হয়, এটা বলেন। তাহলে বুঝতে পারবো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চালিয়ে যান, রণ'দা। খুবই ভাল একটা কাজে হাত দিয়েছেন...
যুদ্ধাপরাধীদের বিচার চাই
হুঁম, গোটা পঞ্চাশেক তো উইকিতেই পাঠিয়েছি এবং তা আপলোডও হয়েছে।
এগুলো চালাতে গেলে তো ইয়োগা সিরিজ বন্ধ করে দিতে হবে ! এখন কী করি !
অলটারনেট চালাতে হবে হয়তো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- আপনারে স্যলুট বস।
ছবিগুলো অনেক সুন্দর এসেছে। ছবির ফাঁকফোকড়ে যে ঢাকাকে দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে, মুগ্ধতা জাগাচ্ছে। অনেক পরিবর্তন হয়েছে ঢাকার, না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাই, এমন কুক্ষণে বোনাসের টাকা দিয়ে মোবাইলটা নিয়েছি যে, এখন সব লেখা-লেখি বাদ দিয়ে কেবল ছবি তোলে বেড়াচ্ছি ! এরপর বিভিন্ন সাইটে আপলোড করা ! এটা কোনো কথা হলো !
ফোটোবাকেটে মজা পাচ্ছি না ! পোস্টের ছবিগুলো ওখান থেকে লিংক করা। এবার ফেসবুকে আপলোড করেছি গতকাল ১০টা, আজ ৪০টা। মোট পঞ্চাশটা।
আচ্ছা বলতে পারেন, ফেসবুকের লিংক সচলে দিলে ছবি আসবে কিনা ? আরে ! আমিই তো টেস্ট করে নিতে পারি। এই মন্তব্যেই করে দেখি-
হয়েছে কি ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হলো না কেন ?
'হয়েছে কি?'-এর উপরের ফাঁকা জায়গাটাতেই তো কার্সর রেখে ছবি অপশনে ক্লিক করে লিঙ্কটা দিয়েছিলাম !
http://www.facebook.com/photo.php?pid=236419&l=8e24a&id=1019208663
সচল-টেকিদের কাছ থেকে জানতে চাই, আমার ভুলটা কোথায় হয়েছে ? ছবি আসলো না কেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই সিরিজটা খুবই চমৎকার!
---
একটি বিনীতি অনুরোধ, ঢাকার অতিপুরনো একটি ফোয়ারা রয়েছে বঙ্গভবন চত্বরে। সাদা রঙের ভি-প্যাটার্নের কয়েকটি পিলারের ওপর দাঁড় করানো মৃত এই ফোয়ারাটির আরেকটি হুবহু সংস্কৃরণ অনেক বছর আগে শাহবাগ মোড়ে ছিলো। আমাদের উর্বর মস্তিস্কের নগর-পরিকল্পকরা অবশ্য এটি বছর দশেক আগে ভেঙে ফেলেছেন!
যতদূর মনে পড়ে, পর্যটনের পুরনো গাইড-বুকে আধুনিক ঢাকার যে কয়েকটি ছবি দেওয়া হতো, তার মধ্যে এই ফোয়ারাটি ছিলো অন্যতম। এছাড়া সেসব গাইড-বুকে সাবেক আর্ট কলেজের (এখন চারুকলা ইন্সটিটিউট) মূল ভবনের ছবিও স্থান পেতো।
তো ছেলেবেলা থেকেই আমি শাহবাগ মোড়ের ওই ফোয়ারাটিকে মৃত দেখে এসেছি। তবু এটি যখন ভেঙে ফেলা হয়, তখন শৈশবের একটি রঙিন ঘুড়ি ভোঁ-কাট্টা হওয়ার মতো
অদ্ভুদ কষ্ট পেয়েছিলাম।
এখন সম্ভব হলে, আপনার সিরিজে বঙ্গভবন মোড়ের ওই ফোয়ারাটির ছবিটি যদি তুলে দেন! অনেক ধন্যবাদ।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব ভাই, এখনো সেটার ছবি তোলা হয় নি। তুললে তো অবশ্যই দেবো !
আসলে কোথায় কোথায় যে কী কী আছে তাই জানিনা। বৈতলের মতো হাঁটতে থাকি, সামনে কিছু পড়লে অমনি ক্লিক করে নিই।
বয়েস পেরিয়ে এসে আবারো ভ্যাগাবন্ড সাজলাম আর কি ! আর এটাকে আরো উস্কে দিয়েছে রাগিব ভাই। দেখা যাক্, কোথায় গিয়ে দাঁড়াই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ঢাকার অনেক পরিবর্তন হয়েছে, আপনার ছবিতে তা দেখতে পেয়ে চমতকার লাগলো রণদা। খুব চমতকার হচ্ছে সিরিজটি। অভিনন্দন।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
ধন্যবাদ আপনাকে।
আচ্ছা ফেসবুকের লিঙ্ক আসে না কেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সঙ্গে আছি। চলুক.........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
রণদা... সিরিজটির জন্য অভিনন্দন।
ফেইসবুক থেকে ছবি এখানে আপ্লোড করা যায়... আমি ফেইসবুক থেকেই করি। তরিকা শিখাইতে পারুম না... টেকিদের পরামর্শ নেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নিজে করতে পারেন, আর শিখাইতে পারেন না !
যান, আমিও শিখমু না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শিরোনামটা ভয় লাগে কেবল...
নিঃশেষে প্রাণ.......ভয় নাই ওরে ভয় নাই...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন