মিডিয়া ক্যু'র মুখে সচলাড্ডা..!
যারা গত ০২ জানুযারি ২০০৯-এর সচলাড্ডাটার দিকে সতর্ক নজর রেখেছিলেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাইবয় চেহারাধারী সচল নজরুল ইসলাম আড্ডাটির একটি লাইভ আপডেট শুরু করে অতঃপর দেশে-বিদেশে সকল সচলকে এক অসহনীয় উৎকণ্ঠায় নিক্ষিপ্ত করে লাইভ পোস্ট অসমাপ্ত রেখেই হঠাৎ করে লাপাত্তা..। এদিকে এবারের আড্ডায় বেশ কয়েকজন হেভীওয়েট আড্ডারু সচলের অংশগ্রহণ সংবাদ পেয়ে দুনিয়াজোড়া সচলরা আপডেট কই ছবি কই ইত্যকার নানান উৎকণ্ঠা প্রকাশ করতে থাকলেও লাইভ আপডেট আর এককদমও এগোয়নি। অথচ অন্য যে কোনো আড্ডার চেয়ে এবারেরটাতে ক্যামেরার ফ্লাশ অনেক বেশি জ্বলতে দেখা গেছে এবং অতীতের রেকর্ড ভেঙে এবার ভোজনপর্বের পরও দুরভিসন্ধীমূলক দীর্ঘ আড্ডার খবর পাওয়া গেছে ! কিন্তু অতীতের মতো এবারের আড্ডাপোস্টে কোন ছবির সমাহার বা ঘটনা-বিশ্লেষণ আমরা পাইনি। কেন পাইনি? অথবা আড্ডার আপডেট কেন এগোয়নি এর রহস্য এখনও উদ্ঘাটন করা হয়নি। আমাদের সচল দুনিয়ায় তো বাঘা বাঘা এসপিওনাজ সচলের কোনো ঘাটতি আছে বলে শুনিনি ! তাহলে এই রহস্য কেন এখনও অবগুণ্ঠিত..! নিশ্চয়ই এই প্রশ্নটি সবার মনের মধ্যে ধুকুরপুকুর করছে। এবং বিস্ময়ের সাথে এটাও খেয়াল করা গেলো যে অনেক ঘটনার সাক্ষী এই আড্ডা বিষয়ে নবীন প্রবীন সাধারণ অসাধারণ লাইট-ওয়েট হেভীওযেট পুরুষ রমণী বাচ্চা বুইড়া সাদা কালো উচা খাটো সুন্দর বীভৎস পণ্ডিত মূর্খ কোন সচলই এবার টু ফা করছেন না ! এই নীরবতা, মৌনতা, নিস্তব্ধতা, দুরভিসন্ধীমূলক মুখরহীনতা সচলের জন্য এক অচল অবিমৃশ্যকারিতার কলঙ্কমোচনোদ্দেশ্যে আমাদের গোয়েন্দা সচলদের কাছে আবেদন জানাচ্ছি, এই রহস্য উদ্ঘাটন করুন। সচল আকাশে আজ দুর্যোগের ঘনঘটা ! এই দুঃসহকালে আপনারা অচল হয়ে বসে থেকে এই কলঙ্ক আর বাড়াবেন না। যার যা কিছু আছে (মোবাইলে ক্যামেরায় কথায় বাক্যে) তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন...!
গোয়েন্দা সচলদের তদন্তে কাজে লাগতে পারে এরকম কিছু দৃশ্যমান সূত্র সবার অবগতির জন্য পেশ করা হলো..। আশা করি অন্যেরাও নিজ নিজ তথ্য পরিবেশন করে তদন্তকাজে জোর সহযোগিতা করবেন।
ছবি ০১: ছবির বিষয় মারাত্মক..! শালিস জমেছে..। চা বিলি করে যে লোকটা, তার মুখে মৃদুল ভাই কিসের ধোয়া নাকি ছেড়েছেন..! সোজা রিটন ভাই'র কাছে বিচার..! রিটন ভাই জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আনিস ভাই'র সাথে পরামর্শ করে নিচ্ছেন..।.... দেখেন না, ডানে লাল পাঞ্জাবি মৃদুল ভাই কেমোন মারমুখি চেয়ে আছে..! সামান্য বিষয় নিয়ে শালিস..! রীতিমতো মারফায়ার অবস্থা...!
ছবি ০২: আহ্, টানে কী সুখ..!
ছবি ০৩: সহজ সরল বাচ্চা পেয়ে অতন্দ্র প্রহরী বিডিআর-কে কিভাবে খাটিয়ে নিচ্ছে !
ছবি ০৪: লাইভ আপডেট দিতে শুরু করেছিলেন নজরুল ইসলাম। কিন্তু তার বাহানায় শুরুতেই কেন জানি আনিস ভাইয়ের ব্যাপক সন্দেহ হয়েছিল। তাই সতর্ক পাহারা..!
ছবি ০৫: জম্পেশ আড্ডা শুরু হয়ে গেলেও ওই কোণায় দেখুন, সন্দেহজনক নজরুল ভাইয়ের উপর আনিস ভাইয়ের পাহারায় কোন কার্পণ্য নেই..!
ছবি ০৬: এমন তরতাজা তরুণ-যুবাদের আড্ডার মধ্যেও রমণীদের হতাশাজনক পুরুষ নিঃসঙ্গতা..! সচলাড্ডার কলঙ্ক ইতিহাস..!
ছবি ০৭: কোথায় যেন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে ! সচল টেকিদের মধ্যে অস্থিরতা..! পরের ছবিতেই রহস্যের ক্লু...
ছবি ০৮: বিশাল বাড়িটার অন্য কোণায় যে আরো কতোজন রমণীসচল নিঃসঙ্গ বসেছিলেন অন্য কেউ খেয়াল না করলেও মাইবয় নজুভাই ঠিকই খেয়াল করেছিলেন ! কিন্তু আহা !নজরুল ইসলাম, আর কখনো কি রমণীদের হাতে এরকম নাজেহাল হয়েছেন..!!!
ছবি ০৯: ছড়াকার আকতার এই নাজেহালের বিষয়টা কি অসহায়ভাবে দেখলেন ? অবশ্য অন্য টেকিরা তথ্য ধারণ করে রাখতে কার্পণ্য করছেন না...
ছবি ১০: এদিকে নির্বাচনের জোয়ারে কলাগাছও পাশ করে গেলো। তাই পরের বারের প্রার্থী...জামানত নিরাপদ থাকবে কিনা যাচাই করে নিচ্ছেন....
ছবি ১১: কিন্তু বাচ্চা দেখলেই মায়েদের কাছ থেকে ছলে বলে কোলে তুলে নেয়ার পুরনো কৌশল কি আর এখন পাবলিক খাবে..?
ছবি ১২: পাবলিক যে খায় না এর নমূনা। পাবলিকের তাড়া খেয়ে....
ছবি ১৩: এতো কিছু ঘটে যাচ্ছে অথচ আনিসভাইকে হারমোনিয়াম থেকে উঠানোই যাচ্ছে না ! 'আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্য দিকে..'
ছবি ১৪: তাইতো বলি, খেতে বসে অধিকাংশ আইটেমে টান পড়লো কেন...!
ছবি ১৫: এতো রহস্যের মধ্যেও কারো কারো রহস্যময় হাসি সত্যিই রহস্যময়...!!!
মন্তব্য
১২ ও ১৩ নম্বর ছবি দুটো সচল 'শামীম' ভাই'র ক্যামেরায় তাঁর তোলা..। বিশেষ কৃতজ্ঞতা তাঁকে..।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মাইবয় চেহারাধারী সচল নজরুল
রণদা কে পঞ্চতারকা
বুজছি, আবার আরেকটা মিশন হাতে নিতে হইবো। জা-কা-জা ভায়রা ভাই পরিষদ (গোয়েন্দা ব্রাঞ্চ)-এর সকল সদস্যের টাংকিবাজীকালীন ছুটি বাতিল করা হইলো। যে যেই অবস্থায় আছে, সেই অবস্থাতেই পত্রপাঠ হেড অপিশে রিপোর্ট করার জন্য তাগাদা দেওয়া হইলো।
নোটিশদাতা,
মাননীয় ধুসর গোধূলি
বয়োজ্যোষ্ঠতার বলে আমীর,
মজলিশে শূরা,
জা-কা-জা ভায়রা ভাই পরিষদ (একটি অলাভজনক শালি হান্টিং অর্গানাইজেশন)
এটাতো দেখি আগের টার চেয়েও মজার হয়েছে আহারে মিস করলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ও ভাই ধূগো! শালি হান্টিং আবার অLOVEজনক হয় কেমনে?
ভোজনপর্বের পরের দীর্ঘ আড্ডার নিন্দা জানাই।
আহারে, আমাদের ভাড়া বাসার গেট কেনো রাত ১১টায় বন্ধ হয়!
লেদার জ্যাকেট পরা এইটা কে?
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
উনি অরূপ ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
- কোন অরূপ?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ক্যামেরা হাতে বেড়াইলো ঘুরিয়া,
ফোটোওয়াকে গিয়েছিল পাটুরিয়া।
শেষ পর্যন্ত তিনি আসলেন এবং ....: ফটোক্ষুধা মিটেছে কি না জানা যায় নি, তবে ক্ষুধা যে ছিল সেটা বোঝা গেল ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
মৃদুলদারে দেইখা মনে হইলো লাখটাকা দামের বিড়িতে কোটিটাকা দামের টান দিতাসে।
হাঁটুপানির জলদস্যু
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জনৈক সচল মন্তব্য:
সচলরা যে পথে প্রান্তরের মানুষ বোঝা যায়।
কারণ:
বড় বড় তিন সেট সোফা খালি, সবাই তার পাশের চিপায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে।
পথে প্রান্তরের সচল - সোফা সেখানে অচল
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ইন এ্যাকশন: গানের সময়কার নজমুল আলবাবের রিয়্যাকশনগুলো ক্যামেরায় ধরা অসম্ভব
আলবাব ইন একশন
লাইভ ব্লগিং!: বাচ্চারাও বাদ নাই ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ক্যান? আপনের ভিডু ক্যামেরা নাই? মিয়ারা আগে জানলে ইমুন এ্যাকশনই দিতাম না। কোনো ডকুমেন্টই থাকলো না। যাহ্ শালা আর কোনোদিনই এমুন করুম না...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মন খারাপ করে না ভাইডু .... নেক্সট টাইম ডিজিটাল ক্যামেরা দিয়েই ভিডিও করবো ... ৩ মিনিট করে করে অনেকগুলো শট নেয়া যায়। সাথে একশন... কাট্ ... ইত্যাদি দেয়ার জন্য নজরুল ভাইকে বলে রাখতে হবে .... ।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সত্যি, এবার সবাই কেমন যেনো চুপচাপ ছিল
...........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আমার মনে হয় স্থানটা বেশি বড় হয়ে গিয়েছিল ... সম্ভবত তাই সচল-টু-সচল গড় দূরত্ব বেশি ছিল।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
একেবারে মারফায়ার ফারমায়ার ফাটিয়ে দিয়েছেন দাদা!
এটারই অপেক্ষায় ছিলাম সত্যি।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ওস্তাদ রণদা দেখি মাইরটা শেষ রাতেই দিল।
দারুন! অসাধারন! সুপার! ডুপার!!
তবে নিজে যে কোমর দুলানি নাচটা নাচছিলেন - তার কথা তো কিছু কইলেন না?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আর সংগীত চর্চার কথাটা ভুললেও চলবে না ....
রণদীপম দাদা - আরেক রূপে: নৃত্য শেষে গীত ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
দেখতে ডাকাইতের মতো, তা আবার গান গাইবার ভঙ ধরছে, কেডায় কয় এইডা আমি ! তীব্র প্রতিবাদ..!
আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে কেডায় জানি আমার নাম ফাডাইছে..!
তারে হাতে নাতে ধইরা রিমান্ডে পাঠানো হোক...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভালোই কোলাজ রঙ্গ করেছেন রণদা ।
আমি হঠাৎ একটু ব্যাস্ত হয়ে পড়েছি, নাহলে এতদিনে আমার কাছে যেই ছবিগুলো আছে পোস্ট করে দিতাম ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আপনের কথার মধ্যে কোনো হুমকী নাই তো..!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জানি না, কার কী হইছে... আমি কইলাম বউ-বাচ্চার দায়িত্ব কান্ধে নিয়া গিয়াও হেবি মজা করসি! আরো সতেরো রকমের পুংটামি করার ইচ্ছা আছিল, কিন্তু বয়স তো একটু বাড়তাসে, পিচ্চি পিচ্চি ছোটভাইগুলাও আছে, তাই আর ততটা উঠি নাই!
নজমুল আলবাব ভাই একটা জিনিস, তারে দেখার জন্যই একবার আসেল সিলেট যাইতে হইব, বুঝতে পারতাসি...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
- মজা করছেন-পুংটামি করছেন এইটাতো স্বীকার করলেনই। এইবার এইটাও ভাই কইয়া ফেলান ঘরে গিয়া কয়টা রুটি বেলনা বেলুনের বাড়ি খাইছেন ভাবীর হাতে, এতো মজা করার বাই-প্রোডাক্ট হিসাবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নজমুল আলবাব ভাই একটা জিনিস,
দেখলিরে ধুসর মৃদুল'দায় আমারে কেমন জিনিস বানায়া দিলো। আবার না প্যাকেটে পুরে ফেলে...
মৃদুল'দা, আসেন ভাই, সিলেটে আসেন। ছেলে আমার বড়ো হচ্ছে, মেয়ের বাপদের এখন নিমন্ত্রন না জানালে কি হয়?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- হ, লগে মেয়ের খালাদেরও সাথে নিয়া আইসেন ভাইসাব!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবাই আড্ডা মারে। আর এদিকে আমরা গরীবের খালি আঙুল চুষি!
অ্যাতো ঘন ঘন আড্ডা হইলে ক্যাম্নে কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন