আপনি কেন বাণিজ্য মেলায় যাবেন...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১০/০১/২০০৯ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাণিজ্য মেলায় গিয়ে বোকারা জগৎ সংসার ভুলে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। আর আমার মতো বুদ্ধিমান যারা, তার তখন হ্যাবলার মতো চেয়ে থাকে স্টলগুলোর দুর্দান্ত বাহারি সব ডিজাইগুলোর দিকে।
auto
বাণিজ্য মেলাতে গিয়ে কিছু কেনার চাইতেও বুদ্ধিমানদের আকর্ষণ যে ওই বাহারি স্টলগুলোর দিকে, তার কারণ হলো দু’টো। চাইলেও কেনাকাটা করার সংগতিশূন্যতার বোধ ডিস্টার্ব করার সুযোগ তো পায়ই না, বরং একটা নান্দনিক তৃপ্তি সারাক্ষণ ছড়িয়ে থাকে মন ও মনন জুড়ে। অতএব আপনি কেন বুদ্ধিমান হবেন না..!
auto
তাহলে চলুন ঢাকার আগারগাওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই সদ্য শুরু হওয়া চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০০৯ থেকে ঘুরে আসি একবার। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে সাধারণ জনপ্রতি ১২টাকা, শিশুদের জন্য ৭টাকা করে।
auto
রথ দেখাটাই আসল। সাথে যদি কলা থেকেই থাকে, বেঁচতে তো আর কেউ বাঁধা দিচ্ছে না ! তবে একই সাথে এও বলে রাখি, আয়োজকরা কিন্তু ঠিকই জানেন যে, এখানে বুদ্ধিমানরা দেখতেই আসেন। এবং শেষ পর্যন্ত বোকা হয়েই ফিরে যান...! হা হা হা !
auto
তবে আমি কিন্তু বোকা হইনি...!
auto
auto
auto
auto
auto
auto
auto

[মেলার আরো ছবি]


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- বস, স্টলগুলোর সেইরম বিক্রয় বালিকাদের ফটুক নাই? মেলায় কি আর সবাই স্টল দেখতেই যায়? মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

হ, সেইরম ফটুক তো আছেই ! তয় ভালো ছেলেদের পুষ্প-চরিত্র ঝুঁকির মুখে ফেলার ক্ষতিপূরণ গুনমু কেমনে..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জিজ্ঞাসু এর ছবি

তখনতো বিক্রয় বালিকাদের টানেই মেলায় যাইতাম প্রায় প্রতিদিন। দিন বদলাইয়া গেছে। এখন মনে হয় গরিবরা আর মেলায় যায় না।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

রণদীপম বসু এর ছবি

চক্ষু গরিব হইলে মেলায় গিয়া যন্ত্রপাত্তি কিনন্যা কোনো লাভ নাই.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

বানিজ্য মেলায় শেষবার গেছিলাম ৯৮/৯৯ দিকে।

অভ্রনীল এর ছবি

আর কি ... বালিকা-দর্শন...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রণদীপম বসু এর ছবি

দ্রোহী ভাই কি গত শতাব্দি, না কি গত সহস্রাব্দের কথা বলতেছেন..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইফতেখার এর ছবি

বালিকাদর্শনই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।

রণদীপম বসু এর ছবি

যতক্ষণ বালক থাকবেন...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শামীম এর ছবি

ইতিহাসকে ধরে রাখলেন দাদা। গ্রেট জব।

তবে বোকা হইতে না পারলেও ছবি তুলে ঐ ১২ টাকা উসুল করে ফেলেছেন। বাকী দর্শনগুলো ফাও।

এখন আপনার এই ছবি দেখে সচলেরা আর বুদ্ধিমান থাকতে পারবে না .... কারণ যা দেখার তো দেখেই ফেললাম (অনাথ বালকদের জন্য বালিকাদের ছবি দেয়ার জোর দাবী জানাচ্ছি চোখ টিপি ) .... গেলে বোকা হইতেই যেতে হবে, সাথে ধুলা ফ্রী।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

হাহ হা শামীম ভাই, বাকী দর্শনগুলাই আসল, আর সব ফাও..!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

গতকাল বিকালে গেছিলাম আমিও।
সেইটা নিয়ে লেখা বানাইতেছি, দিলেনতো আপনি পোস্ট কইরা!! মন খারাপ
আপনার ছবিগুলো দারুণ হয়েছে। হাসি
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

আরে আমি তো ফাও পোস্ট দিছি ! আপনি দিবেন জনগুরুত্বপূর্ণ পোস্ট ! দেখেন না পাবলিক কী চায়..?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুজিব মেহদী এর ছবি

সকাল সকাল গেলে পণ্যপসারিণীদের বেশি ফ্রেশ পাওয়া যায়।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

গুরুবাক্য বলে কথা..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্রতীপ এর ছবি

শেষবার এবং প্রথমবার গিয়েছিলাম ২০০৩ সালে। এর পর আর যাওয়া হয় নাই... মন খারাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রণদীপম বসু এর ছবি

প্রথমবারটা তো আর পাল্টাইতে পারবেন না, তবে শেষবার হইল অসীম সম্ভাবনাময় ! এর কোন শেষ নাই.....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্রতীপ এর ছবি

শেষবার মানে সর্বশেষ হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যাইতে মঞ্চায় ;(

রণদীপম বসু এর ছবি

কী করবেন ! মন্টারেই পাঠাইয়া দেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ফার সিরামিক্সের ঐখানে মন পাঠাইলাম চোখ টিপি

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে সাধারণ জনপ্রতি ১২টাকা, শিশুদের জন্য ৭টাকা করে।

উদ্দেশ্যমূলকভাবে শেষ ছবির নিচের দিকের বাম কোনায় বিদ্যমান কুকুর বাহাদুরের প্রবেশমূল্য গোপন করায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি

রণদীপম বসু এর ছবি

উচ্চ বংশীয় দর্শনার্থীর পদধূলিকেই সম্মানসূচক বিনিময় হিসেবে গন্য করা হয়। কোন অর্থমূল্যেই ইহা পরিশোধযোগ্য নয়..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।