আয় বাবা বুকে আয়...

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

‘উঁহু, এটা নয়, ওইটা এখানে !’
‘হাঁ হাঁ, এটা ঐদিকে !’
ছিন্নভিন্ন দেহাংশগুলো সাজাতে সাজাতে
সন্ত্রস্ত ফিসফিসানিগুলো গভীর থেকে গভীরতর হতে থাকে।
পিতার বন্ধুদের সংখ্যা কমতে কমতে সামান্য ক’জনে এসে দাঁড়িয়েছে,
কী আশ্চর্য ! ‘কোলে এসো’ বলে একবারও হাত বাড়ালো না কেউ !

‘কিন্তু এই জায়গাটা খালি যে !’
এমন অদ্ভুত প্রশ্নের নিরুত্তর মর্ম খুঁজে তন্নতন্ন হয় একজোড়া শৈশব আকাশ,
‘আয় বাবা বুকে আয়’ ডাকে যেখানে ঝাঁপ দিতো অপার বিশ্বাসে, ওটা নেই !
‘ওটা নেই’
গুমোট নৈঃশব্দের চাদরে ঢেকে দেয়া দেহে অমন মধুর দৃপ্ত ফিলিস্তিনি বুকটাকে
কোথাও পাওয়া গেলো না আর।

‘চলুন দাফন করি।’
ঘরঘর ঘরঘর দ্রিম দ্রিম... বীভৎস কোলাহলে চাপা পড়া
মৌলভী সাহেবের কান্নাতুর মোনাজাতে হাত উঠালো সবাই,
কেউ জানলো না
একটা উদ্বাস্তু শৈশব কখন যে অলক্ষ্যে ছুটে গেলো কোথায়...

ঘররঘর ঘররঘর ঘুমম্ ঘরঘর...
বিশাল দানবচাকা যান্ত্রিক বেল্টের দাঁতে খাবলে খাবলে এদিকেই আসছে !
হিংস্র ধাতব চোখে দ্রিম দ্রাম কীসের স্ফুলিঙ্গ এসব ! ধ্বসে যাওয়া বসত বাজার ফেলে
দিগবিদিক ছুটছে সবাই ! চারপাশ ছারখার করে ওটা কি সত্যিই পাহাড় !
দাউ দাউ বারুদপোড়া আকাশের তলে হঠাৎ দেখলো সবাই ভয়াল বিস্ময়ে-
মৃত্যুদানবের পথরোধ করে নির্ভীক দাঁড়িয়ে গেছে অনড় এক শিশু ! যুবা নয় তারুণ্য নয়,
মৃত্যুকে যুঝবে আজ অবুঝ শৈশব !
দুর্দান্ত চ্যালেঞ্জ তার, অতশত বোঝে না সে, অভ্রান্ত বিশ্বাসী হাতে
নিমেষেই উঠে আসে শৈশবের বৈধ হাতিয়ার। ধেয়ে আসা পৃথিবীর
ভয়ঙ্করতম মারণাস্ত্রের বিরুদ্ধে অব্যর্থ নিশানায় ছুটে যায় শিশুতোষ মানবিক ক্রোধ
একটুকরো প্রতিবাদ, অধিকার, অনাবিল একখণ্ড মাটির ঢেলা...

ঘরঘর ঘরঘর ঘরঘর... আয় বাবা বুকে আয়... ঘরঘর ঘরঘর ঘরঘর...
আয় বাবা আয়...


মন্তব্য

শ্যাজা এর ছবি
অমিত আহমেদ এর ছবি
রণদীপম বসু এর ছবি

নীরবতাই সবচেয়ে বেশি বাঙ্ময়..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

.........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আনিস মাহমুদ এর ছবি

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

দীর্ঘশ্বাস!

এই দুঃস্বপ্নের কী আদৌ কোনো শেষ নেই?!

রণদীপম বসু এর ছবি

প্রহরী, সবকিছুরই একটা শেষ থাকে আরেকটা নতুন শুরুর জন্য...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়া যে আর কিছু্ই দিতে পারছিনা রণদা।

এই দুঃস্বপ্নের কী আদৌ কোনো শেষ নেই?!

হয়তো ঐ শিশুগুলোর হাড়মাংসের পাহাড় যখন যন্ত্রদানবের চাকা আটকে দেবে।
তার আগে আমার হাড়মাংস কেন পুড়ে ছাই হ্য়না ঈশ্বর!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

(দীর্ঘশ্বাস)

রণদীপম বসু এর ছবি

দীর্ঘশ্বাস দীর্ঘদিন বয়ে যেতে নেই...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মৃদুল আহমেদ এর ছবি

পিতা নেই, কিন্তু হে সন্তান,তুমি বেঁচে থাক! তোমার জন্য এই অক্ষম আশীর্বাদটুকু ছাড়া আর কিছুই নেই আমার কাছে...
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

----------------------------

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গত ১৯ দিনে কোনো পোস্ট পেলাম না ;(

রণদীপম বসু এর ছবি

পোস্ট দেয়ার মতো লেখা হাতে আছে শিমুল, তৈরিও আছে। নিজেকে সংবরণ শিক্ষা দেয়ার ইচ্ছা হলো তো, তাই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।