আয়না

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ১৬/০২/২০০৯ - ১০:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেখতে যে যায়, চমকে ওঠে- এই চেহারা কার !
কোত্থেকে এক আয়না এলো বিদঘুটে কারবার !
করিম সাহেব আঁৎকে ওঠেন ছাগল বিম্ব দেখে,
নাকের আগায় শিং দেখে কি অবশেষে
বসলো হোসেন বেঁকে -
এই ছবিই আমার ?
থলথলে এই ঝুল-চামড়ায় আমি কি গণ্ডার !

আহারে তুই থাম্ না হোসেন, মীম’কে দেখতে দে-
দুই-মুখো এক সাপ দেখে মীম ফিচকে ওঠে কেঁদে।
যদুটাকে জানতো গাধা সবাই মোটামুটি
তাই বলে কি
শেয়ালমুখো টম’কে দেখে হেসেই কুটি কুটি !

আঙুল দিয়ে দেখায় যদু আয়নাটার এক কোণে
চেয়ারটাতে গা এলিয়ে
ধবধবে এক সাহেব গাধা কান তোলে কী শোনে !
আরে আরে ! এ তো দেখি হেড কেরাণি বসের পিএ
খাশ পেয়ারা লোক
নিমেষে যে মারতে পারে রাজা উজির
অথবা যেই হোক !

পাশ দিয়ে কোন্ বলদ গেলো, হেলেদুলে,
শিং দুটো তার কই !
কোথাও কি ফের গোল বেঁধেছে
ভুল ঠিকানায় গুঁতো দিয়ে বাঁধালো হৈ চৈ ?
কী দেখতে কী দেখছে সবাই চমকে ওঠে ভুতও
আয়নাটার এই তেলেসমাতির খবর ছড়ায় দ্রুত।

দলে দলে আসলো ছুটে উজির নাজির বরপেয়াদা সব
অফিসটা কি আজব খোয়াড় ভুতুরে উৎসব !
কোথায় গেলো দুবৃত্তটা, আনো ধরে ! রাজার দূতে কয়-
ছুঁড়ে ফেলো এক্ষুণি তা
নইলে ওটা
গুড়িয়ে দেবে শৃঙ্খলা সব ডুবাবে নিশ্চয় !

এই না ভেবে-
আছড়ে দিতে আয়নাটাকে দু’হাত দিয়ে তুলে
অবাক হয়ে দেখলো সবাই
এ কী আজব ছবিরে ভাই-
ইয়া বড় কুষ্মাণ্ড এক বোঁটার নীচে ঝুলে!


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

ছড়ার থীমটা বড়ই পছন্দ হলো!

এনকিদু এর ছবি

আপনি আয়নার সামনে দাঁড়াইলে কি এই ছবিটা দেখায় ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ওরে সর্বনাশ!!!

গড়াগড়ি দিয়া হাসি

মাহবুব লীলেন এর ছবি

ইহা কি আয়নাসন হয়? নাকি ছড়ায়নাসন?

তানবীরা এর ছবি

রনদা, আয়নার সামনে না দাড়ানোই ঠিক কি বলেন?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

থীমটা পছন্দ হয়েছে। এ'নিয়ে বরং একটা গল্প লিখে ফেলুন। আরো মজাদার হবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

খুব ভাল হয়েছে, ভীষণ ভালো ।

Lina Fardows

কীর্তিনাশা এর ছবি

চমৎকার ! ফাটাফাটি !! মার মার কাট কাট !!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেজওয়ান এর ছবি

ছড়া জম্পেস হয়েছে।

তবে ছবিটার ব্যাপারে একটু বলার আছে।

"ইন্টারনেট থেকে আহরিত" কথাটি আমার অপছন্দ কারন এতে ফটোগ্রাফার বা গ্রাফিক্স চিত্রশিল্পীকে অগ্রাহ্য করা হয়। নিদেন পক্ষে তার নাম বা কোথা থেকে নেয়া হয়েছে তার লিন্কটি দিলে কৃতজ্ঞতা স্বীকার হয়। পাঠকরাও তার সম্পর্কে জানতে পারে।

কাজেই আসুন আমরা ছবি ব্যবহারের সাথে সাথে শিল্পীকেও কৃতজ্ঞচিত্তে স্মরণের চর্চাটি করি (কপিরাইটের দিকটিতে যাচ্ছি না)।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রণদীপম বসু এর ছবি

ছবির ব্যাপারে আপনার সাথে ঐকমত্য পোষণ করি।
একসময় অন্তর্জালের চারুবিশ্বে খুব ঘুরাঘুরি করতাম। এই ছবিটা নিদেনপক্ষে বছর খানেক আগে কালেকশান করা। যদিও সুনির্দিষ্ট সাইটটি চিহ্ণিত করা এ মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করছি। তবু যদি দ্রুতগতির নেট ব্যবহার করেন তাহলে এই চারুসাগরের কোথাও লুকানো ছবিটি খুঁজে পেতে পারেন। আমার ডায়াল-আপের গরুরগাড়িতে সে দুরাশা এই অবস্থায় করতে করতে পারছি না বলে আবারো দুঃখ প্রকাশ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।