ছুতো পেলে গুঁতো মারে
নাকটাই শিং তার
চেহারাটা থলথলে
কিম্ভুত কিমাকার
যেন তার-
ইয়া বপু চলে না
গুঁতোলেও টলে না
চামড়াটা এতো পুরু
নাম তার গণ্ডার।
জু’তে গেলে দেখা মেলে
আফ্রিকা বাড়ি তার
হয়ে গেলে লুপ্ত
খুঁজে পাওয়া হবে ভার
তাই বুঝি-
স্বভাবটা ধরে রেখে
বহুরূপে রূপ ঢেকে
মানুষের ভীড়ে না কি
ইদানিং একাকার! #
মন্তব্য
হুমম, তাইতো দেখছি।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
- পুরাই ফাটাফাটি।
ওরে দূর্মুখেরা তোরা আয়, দেখে যা ধুগোও ছড়া/কবিতা বুঝে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হায় হায় ধুগো, আপনি বুইঝ্যা ফেলছেন ! তাইলে আর কী লেখলাম এইটা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ওয়াও ভাইয়া অসাধারণ লিখেছেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ওরে কি ছড়া পড়লাম রে..........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ক্যান্, গণ্ডার...!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
Lina Fardows
এদের নাই কি কোন ফিমেল জ়েন্ডার
গন্ডারী ডাকে নাকি ফিমেল গন্ডার?
Lina Fardows
গন্ডারনি হৈতারে।
আছে তো, মহিলা গন্ডার!
আমাদের এক স্কুলবন্ধুর ডাকনাম ছিল/আছে গন্ডার! কোনো এক বাগধারা ক্লাশে এই ডাকনামটির প্রচলন হয়েছিল।
ছড়া ভালৈছে!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দেইখেন ভাই, আপনের বন্ধুরে কিন্তু আমি গণ্ডার কই নাই.. !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ফাটাফাটি ছড়া, রণ'দা!
বাহ্ বাহ্ বাহ্ !
চমত্কার!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন