আব্রু .....[স্বাগতম বর্ষ ১৪১৬]

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৪:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[সতর্কীকরণ: আব্রু নিয়ে যাদের খুঁতখুতানি আছে, .....পার্কের ভাস্কর্যচিত্রটি তাদের জন্য ভিজ্যুয়াল কনটেন্ট হিসেবে বিব্রতকর হতে পারে।]

দামটা যতই চড়ুক ঈদে পার্বণে
ধাম করে আর যাবেন কোথায় কার বনে !
ঘাম ঝরিয়ে যেতেই হবে মার্কেটে
জানবেনও না- বসে আছেন কার পেটে !

ঘুরবে মাথা ভনভনভন
তাইলে এখন...!

লজ্জা ঢাকার পোশাক কেনার ভেট ধরে
দানা-পানিই না পান যদি পেট ভরে
লাভ কী তবে !
তার চেয়ে কি এই ভালো নয়, দিলাম সালাম ওয়ালাইকুম-
পোশাক তোমায় দিলাম বাদ
দিগম্বরই জিন্দাবাদ,
সমস্যা নেই !
হাঁটুন সোজা পথ ধরেই,
কে তাকাবে !
আঁৎকে ওঠে লজ্জা পেয়ে উল্টো সবাই ছুটবে ধুম !

হাহ্ হাহ্ হা ! এক ঢিলে দুই পাখি মারা, দারুণ নয় !
বাঁচবে টাকা, আব্রুটাও রক্ষা হয় !!
auto


মন্তব্য

অম্লান অভি এর ছবি

বেঁচারাকে কে দিল ভাই এই বারি....
দামের ঠেলায় পোষাককে সে দিবে ছাড়ি....
এমন কর্ম কর্মহীনের বর্ম হয়....
কিন্তু রণদীপন দাদা, তার কি যায়......

স্বপ্ন বুনুন নতুন করে- কম দামেতে কাপড় চাই
চালের মত দাবীর তোড়ে হলেও হতে পারে তাই
কিন্তু 'ভায়া' কাপড় ছেড়ে জমায়েতে আইসেন না-
'দোড়ের' সময় বোমার আভাস সচকিতে পইড়েন না।

নববর্ষ নতুন দিন আঁরা সবাই জানি ভাই
তাই বলে তো আপনি আবার নতুন কোন শিশু নয়!
তাই বলি ভাই কাপড় কেনার কষ্ট করা চেষ্টা নাই
আর বছরের চিন্তা হবে- এবছরের গিফটে পাই।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

সাইফুল আকবর খান এর ছবি

দারুণ মানে?! আবার জিগ্গায়!
মজা হৈছে রণদা'।
শুভ নববর্ষ! হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

বিপ্লব রহমান এর ছবি

উত্তম জাঝা! হয়েছে!
---
ছবির বাম দিক থেকে প্রথমজন ছড়্ড়াকার রনোদা'কে চেনা যাচ্ছে।
কিন্তু বাকী চারজন? দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

ছবিটা কৈ ? আমি তো ছবি দেখছি না ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

বড়ই আশ্চর্য !!!
ব্রাউজিং-এর ক্ষেত্রে ইণ্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করলে পোস্টে লেখার নিচে ভাস্কর্যের ছবি-বক্সটি দেখা যায়, যেখানে × চিহ্নে ক্লিক করলে ছবিটা দেখা যায়।
কিন্তু মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করলে পোস্টে লেখার নিচে কোন ছবি-বক্স আসে না। আদৌ কোন ছবি দেয়া হয়েছে বলেও মনে হয় না ! এর কারণটা কেউ কি বলবেন ?
অবশ্য পোস্টটা দেয়া হয়েছে একটা ল্যাপটপ ব্যবহার করে ইণ্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে।আর ছবিটার লিঙ্ক দেয়া হয়েছে একটা ব্লগস্পট থেকে। মজিলাতে কি তাহলে ছবি দেখা যাবে না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

মজারু।
তবে জনগণের 'ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা'র চেষ্টা করার জন্য আপনাকে মাইনাস দেঁতো হাসি

আমিও কোন ছবি দেখতে পেলাম না। আমি গুগল ক্রোম ব্যবহার করছি।

মূলত পাঠক এর ছবি

আমি সাফারি ব্যবহার করছি, এবং ছবির জায়গায় একটা ছোটো প্রশ্নচিহ্ন দেখছি। তবে সেই "?"-এ ক্লিক করলে ছবির পাতায় নিয়ে যাচ্ছে।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বেশ লাগলো

মাহবুব লীলেন এর ছবি

গায়ে কাদা মাখানো হলেও আপনার খালিগয়ের ছবি দেখলে কিন্তু বোঝা যায় যে আপনি যোগ ব্যায়াম করেন

বাম দিক থেকে দ্বিতীয়জন আপনি না?

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নজমুল আলবাব এর ছবি

অনেকদিন পরে ছড়া আবৃত্তি করতে মন চাইলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

মুশফিকা মুমু এর ছবি

এমন আজব পিক ভাইয়া কই পেলেন গড়াগড়ি দিয়া হাসি
কবিতা মজার হয়েছে!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তানবীরা এর ছবি

আমি কিছুতেই ছবিটা দেখতে পাচ্ছি না

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।