খুনে তিল’টাই জানে
প্রহরায় জেগে রাখা তোমার ওই খুনে তিল’টাকেই জিজ্ঞেস করো
সে কি জানে- এটা যে তুমি নও, তোমার উঠোন শুধু ?
লাল জলে ফোটে থাকা কৃষ্ণ বাতিঘর !
যুদ্ধের মন্ত্র ভুলে নির্বোধ আহুতি দেয়া ইচ্ছের কবন্ধগুলো
নিরস্ত্র দেখে
ভেবো না শিখেনি ওরা সশস্ত্র হতে;
ওরাও খুঁজতে জানে অহিংস সবক-এ বোনা স্বর্ণচাপা সুখ, নারীর প্রাসাদ
কিংবা নিমেষেই হানা দিতে লুটেপুটে হালাকু চেঙ্গিস !
তুমি আর টোল পড়া তিলের সৌরভ ছুঁয়ে
একেবেঁকে যে নদীটা নিশ্চিৎ হারিয়ে যাবে নাভির চরায়
জলল অক্ষর দিয়ে ওখানে একটি নাম লিখে দিতে বহুকাল ভেসেছি আমি।
অতঃপর কখন যে ডুবেই গেলাম !
খুনে ওই তিল’টাই জানে- ওটা কি ঝড়ই ছিলো,
না কি সময়ের ফুটো বেয়ে
আদিগন্ত গিলে ফেলা নহলী সাম্পান ?
[০১][××][০৩]
মন্তব্য
খুব বেশি ভালো লাগল
আপনার এই কর্তিত মুণ্ড ধড়াসন এর ছবিটা দারুণ
এই ব্যায়ামটা আমিও করতে পারবো
০২
কাইব্য বুঝি না তাই জিগাই নিচের লাইটার অর্থ কি ঠিকঠাক মতো বুইঝা লিখছেন জনাব?
ধড়াসন করেন, কামে লাগবো খুব। কিন্তু মুণ্ডটা কার জিম্মায় রাখবেন, এইডা ঠিক করছেন কিছু ?
২
কবিতা লিখতে হয় না বুইঝা। বুইঝা লিখলে কবিতা হয় না। কিন্তু কী হয়...?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কবিরা সব দুষ্টু মনের লোক। খালি এখানে ওখানে তিল খোঁজে
আচ্ছা, আপনিও কি শুন্য দশকের কবি?
শিমুল, আমি তো বরাবরই শূন্য-দশার লোক ! যা দিয়েই গুন করেন, ফলাফল শূন্য !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমি আগেই ভেবেছিলাম...
সাবধানে থাকি।
হা হা হা !
ধন্যবাদ শিমুল।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও আপনেরে ব্যাঙ দেখাইলাম!
আর দেখাইবেন বুইড়া আঙুল !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন