ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।৩২। আসন: গরুড়াসন।

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসন অবস্থায় দেহটি অনেকটা ঈগল বা গরুড় পাখির মতো দেখায় বলে এ আসনের নাম গরুড়াসন (Garurasana)।

পদ্ধতি:
শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। এবার হাত দু’টো কনুইয়ের কাছ থেকে ভেঙে এক হাত দিয়ে আরেক হাত পেঁচিয়ে ধরার ভঙ্গিতে ডান হাত বাঁ কনুইয়ের নিচ দিয়ে নিয়ে ডান হাতের তালু বাঁ-হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখুন। এখন বাঁ পা মাটিতে রেখে ডান পা উঁচু করে বাঁ পায়ের সামনের দিক দিয়ে পেঁচিয়ে নিয়ে পায়ের পাতা দিয়ে বাঁ পায়ের গোছা আঁকড়ে ধরুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০সেঃ থেকে ৩০সেঃ এ অবস্থায় থাকুন।
এবার হাত-পা বদল করে বাঁ হাত ডান কনুইয়ের নিচ দিয়ে নিয়ে বাঁ হাতের তালু ডান হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখুন এবং ডান পা মাটিতে রেখে বাঁ পা উঁচু করে ডান পায়ের সামনের দিক দিয়ে পেঁচিয়ে নিয়ে পায়ের পাতা দিয়ে ডান পায়ের গোছা আঁকড়ে ধরুন।
এভাবে হাত-পা বদল করে আসনটি তিন-চারবার অভ্যাস করুন এবং প্রয়োজনমতো শবাসনে বিশ্রাম নিন।

auto

উপকারিতা:
এ আসনে এক পায়ের উপর দেহের সমস্ত ভার পড়ে বলে পায়ের খুব ভালো ব্যায়াম হয়। এতে পায়ের শক্তি বৃদ্ধি পায় এবং গঠনও সুন্দর হয়। হাতের পেশী ও স্নায়ু সুস্থ ও সক্রিয় থাকে। বাঁকা মেরুদণ্ড সোজা ও সরল হয়। হাতে-পায়ে কোনদিন বাত বা সায়টিকা হতে পারে না।
[Images: from internet]

(চলবে...)

পর্ব: [৩১][**][৩৩]


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

আরে হাতেপায়ে গিট্টু লেগে যাবে যে, করেন কি!!

রণদীপম বসু এর ছবি

গিট্টু না তো, প্যাঁচ লাগাইতেছি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

আমাদের 'গরু' বানানোর চক্রান্ত, না? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

গরু হলে সমস্যা কী ! ঘাস না খেলেই হলো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা, ভালো প্যাঁচ তো.. এরকম আগে দেখিনি।

রণদীপম বসু এর ছবি

আগে মনে হয় এতো প্যাঁচাইয়া দেখতেন না কিছু, সোজাই দেখতেন ! হের লাইগা তখন সবকিছু সোজা মনে হইতো। এখন খালি প্যাঁচ মনে হয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

ওরে..... এমন প্যাঁচ মারে ক্যামনে? এদের শরীরে কি হাড্ডি বলিয়া কোন বস্তু নাই ??!! অ্যাঁ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

কিরে ভাই ! আপনেরা সবকিছুরে এতো প্যাঁচপোছ মাইরা দেখেন ক্যান ! সরল-সোজা কইরা দেখতে পারেন না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

ইশ্ !!!!!!!!!!!!!!! মাঝে ওই ছেলেটা না থাকলেই সবকিছু ঠিক থাকতো!!!!!!!!!!!!!!!!!!

রণদীপম বসু এর ছবি

আরে কন কী দ্রোহী ভাই ! মাঝের ছেলেটা আপনি না ? আমি তো ভাবছিলাম আরো......

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।