[ধুগো'র জন্য কয়েক ফোঁটা...]
(০১)
বালিকার নদীটাকে ছুঁবো বলে আমি
ডুব দিতে বারবার ভুল জলে নামি।
(০২)
জলের অতলে ডুবে করি জলচাষ
ওখানেও তুমি ! না কি জলের আকাশ !
(০৩)
যেখান দিয়ে হেঁটে গেছো, দৌঁড়ে খুঁজি পথ
থমকে দাঁড়াই, ভাঙছে নদী জলেরই শপথ !
(০৪)
চুম্বনের ওই গন্ধ খুঁজে নদীর কাছে যাই
নদী বলে-
তোমার মতো বোকা তো ভাই স্বপ্নপুরে নাই !
(০৫)
মৃত্যু ছিলো তোমার বুকে, নদী দিলো ঠাঁই
বললে তুমি- এবার পেলাম তোমার পুরোটাই !
(০৬)
গোধূলি ধুসর হবেই, ওকে কেন শুধু শুধু লালিমা মাখাও !
যে গেলাস বিষে ভারী-
ওখানেই অমিয়ের ধারাটাও দাও।
(০২-০৭-২০০৯)
মন্তব্য
১ আর ২ টা বেশি বেশি ভালো হইছে।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
আমি ছন্দ পইড়া মজা পাইলাম। বুঝছি ৫%।
তবে ছবিটা বেশি দারুন! অতি উত্তম!
কথায় কি আর চিড়ে ভিজবে?
ধুগো কী চায় তা কি অজানা কারো?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- ধুগো কৃতজ্ঞবোধ করছে রণ'দা।
কেনো যেনো মনে হচ্ছে, আজকে বুঝি আমার জন্মদিন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হেপি বাড্ডে, ধুগো ...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
তোফা তোফা...
বালিকার নদীটাকে ছুঁবো বলে আমি
ডুব দিতে বারবার ভুল জলে নামি।...
চমৎকার !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কথা পুরাই গুল্লির মতো সত্য, এমুন ভুদাই আর স্বপ্ন পুরে নাই, তবুও সবাই কেন জানি এই বুকাটারেই ভালোবাসি
বাহ্! দারুন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
৪ নং টা চ্রম!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
১,২,৩,৫-এ তো ভেসে গেলাম পুরা। শুধু তারা না, প্রিয় পোস্টেও যুক্ত করে রাখলাম। অনেক ধন্যবাদ, রণদা।
ভালো লাগলো কবিতা।
নতুন মন্তব্য করুন