| ঘড়ায়-ভরা উৎবচন…|০১ -১০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ১০/০৯/২০০৯ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ উৎসর্গ : হুমায়ুন আজাদ, যাঁকে আদর্শ ভাবলে প্রাণিত হই ]
.

সতর্কতা:

ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,

তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।
————————————

(০১)
যুবতী মেয়েদের চুলের দৈর্ঘ্য নির্দেশ করে
তার সংস্কারের শিকড় কতোটা গভীরে প্রোথিত,
আর কথায় কথায় স্রষ্টাকে উদ্ধৃত করার সংখ্যা দিয়ে মাপা যায়
পুরুষের ভণ্ডামির বিস্তার।

(০২)
শিল্পের ঘাড়ে কাপড় তুলে দিয়ে
অশ্লীলতার বৈধ বিপণনকারীর তালিকায়
সর্বাগ্রে আসে স্বঘোষিত কবিদের নাম।

(০৩)
নিচের কাপড় তুলে মুখ ঢেকে যারা লজ্জানিবারণ করে,
তাদের লজ্জাস্থানই উন্মুক্ত হয়।
তা দেখে লজ্জা পায় অন্যেরা,
আর কেউ কেউ মজা পায়।

(০৪)
কখনো কখনো নির্দোষ হলেও
ভণ্ডামির উৎকৃষ্ট উপায়ই হলো সবকিছু স্রষ্টার নামে সঁপে দেয়া।

(০৫)
নিজেকে গোপন করতে মানুষ অন্যকে উদ্ধৃত করে, আর
অন্যকে আড়াল করতে নিজেকে নিয়ে বদমায়েশি করে।

(০৬)
মানুষ যতক্ষণ পশু থাকে
ততক্ষণ সে নিজেকে মানুষ বলে প্রচার করে।

(০৭)
এখন বৃষ্টি হলে আমার পিতা যা করতেন
আমিও তা-ই করি, নিজেকে রক্ষা করি। আর আমার সন্তান
বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ে, কৈশোরে আমি যা করতাম।
ব্যক্তি বদলে যায়, মানুষ বদলায় না।

(০৮)
আগে ছোট অফিসের বড় কর্মকর্তা হয়ে অধঃস্তনকে নিয়ে
যেরকম ব্যতিব্যস্ত ছিলাম, এখন বড় অফিসের ছোট কর্মকর্তা আমাকে নিয়ে
আমার বসও সেরকম ব্যতিব্যস্ত থাকেন।
দায়িত্বহীন মানুষ আর ভারহীন গাধায় কোনো পার্থক্য নেই।

(০৯)
মানুষের লেজ দৃশ্যমান নয় বলে
লেজেগোবরে শব্দটি মানুষ অন্যায়ভাবে লেজযুক্ত পশুদের ঘাড়ে চাপিয়ে
অনৈতিক বৈষম্য সৃষ্টি করেছে।

(১০)
মোবাইল ফোন হচ্ছে সেই যন্ত্র, যা দিয়ে মানুষের
ভণ্ডামি রেকর্ড হয়, আর নষ্টামি আড়ালে থাকে।
(০৯-০৯-২০০৯)

চলবে...

[*][১১-২০]


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক
চলুক।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ প্রহরী।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুহান রিজওয়ান এর ছবি

০৭ নং খুবই ভালো লেগেছে- খুবই...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

জি.এম.তানিম এর ছবি

আমারো!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রণদীপম বসু এর ছবি

সুহান ও তানিম,
আপনাদের ভালো লাগলো জেনে আমারো ভালো লাগছে। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আগের পোস্টে বলিনাই, ওয়েল্কাম্ব্যাক দেঁতো হাসি

রণদীপম বসু এর ছবি

ওয়েল্কাম্ব্যাক মানে !
আমি কি কোথাও চলে গিয়েছিলাম নাকি !
হুম...! দুষ্টু ছেলেদের নিয়ে একটা উৎবচন লিখতে হবে মনে হয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শামীম এর ছবি

এইটা বড় বড় অক্ষরে ছাপিয়ে ঘরে লাগিয়ে রাখার মত ....
চলুক
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রণদীপম বসু এর ছবি

যাহা করিবেন, নিজ দায়িত্বে !
হস্তে-পৃষ্ঠে কোথাও সংঘর্ষ বা সংঘাত ঘটিলে ইহার জন্য আর কাহাকেও দায়ী করা যাইবে না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রানা মেহের এর ছবি

বাঃ সুন্দরতো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

যুবতী মেয়েদের চুলের দৈর্ঘ্য নির্দেশ করে
তার সংস্কারের শিকড় কতোটা গভীরে প্রোথিত,

বাঁচলাম
দাড়িটা ফতোয়ার আওতায় পড়ে নাই

(০২)

শিল্পের ঘাড়ে কাপড় তুলে দিয়ে
অশ্লীলতার বৈধ বিপণনকারীর তালিকায়
সর্বাগ্রে আসে স্বঘোষিত কবিদের নাম।

এই কারণেই কবিতারে হাবিজাবি বইলা চালাই

(০৫)
নিজেকে গোপন করতে মানুষ অন্যকে উদ্ধৃত করে,

এ্যাঁ.... উদ্ধৃত কইরা ফালাইলাম?

(০৬)
মানুষ যতক্ষণ পশু থাকে
ততক্ষণ সে নিজেকে মানুষ বলে প্রচার করে।

খাইছে
মানবজাতি কথাটা আর বলা যাইব না


(০৭)
এখন বৃষ্টি হলে আমার পিতা যা করতেন
আমিও তা-ই করি, নিজেকে রক্ষা করি। আর আমার সন্তান
বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ে, কৈশোরে আমি যা করতাম।
ব্যক্তি বদলে যায়, মানুষ বদলায় না।

মানুষ না বদলাইলে বান্দর থাইকা বদলাইতে বদলাইতে মানুষ হইল কেমনে
(ব্যাখ্যা দরকার পড়লে ডারউইন স্যার কিংবা রায়হান আবীররে জিগান)

(০৮)
.....

দায়িত্বহীন মানুষ আর ভারহীন গাধায় কোনো পার্থক্য নেই।

কথাটা কি ফখরুদ্দিন সরকাররে নিয়া কইলেন?

রণদীপম বসু এর ছবি

গুরুজী, পূর্ণিমা ফালাইয়া এইবার অমাবস্যার ছবি লাগাইলেন যে ! তয় ছবিতে একটা মহাগুরুর ভাব বুঝা যাইতেছে !
উদ্ভ্রমণ সফল হোক...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মণিকা রশিদ এর ছবি

"এখন বৃষ্টি হলে আমার পিতা যা করতেন
আমিও তা-ই করি, নিজেকে রক্ষা করি। আর আমার সন্তান
বৃষ্টিতে ঝাঁপিয়ে পড়ে, কৈশোরে আমি যা করতাম।
ব্যক্তি বদলে যায়, মানুষ বদলায় না।"

বাহ্‌!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

রণদীপম বসু এর ছবি

হুম.., তাই !
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মামুন হক এর ছবি

৬ ও ৭ নাম্বার খুবই ভালো লাগলো!

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মামুন ভাই,
জেনে আমারও ভালো লাগলো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

রণ দা,

দারুন পোষ্ট--
বিশেষ করে ৪,৭ আর ৯--একেবারে ফাটাফাটি---
হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছের কথা মনে পড়ে গেল---

অবিরাম আসতে থাকুক---

নিরন্তর শুভ কামনা

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ অনিকেত দা, আসবে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

৩, ৬, ৭

প্রত্যেকেরই দেখি কোনো না কোনোটা খুব পছন্দ হয়েছে। সার্থক পোস্ট। দারুণ।

রণদীপম বসু এর ছবি

আপনার মন্তব্যে তো আমার ফেটে যাওয়ার অবস্থা !
ধন্যবাদ ইশতিয়াক ভাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুলতানা পারভীন শিমুল এর ছবি

০১ নাম্বার শুইনা ডরাইছি।
আমার চুলের দৈর্ঘ্য যে কখনোই কাঁধের নীচে নামে না।
আমার তাইলে কী হবে, রণ'দা? চিন্তিত

০৭ নাম্বারটা খুব ভাল্লাগলো।
আসলেও তাই হয়। হাসি

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপামণি,
এখনি ডরাইয়েন না, সামনে আরো আছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নজমুল আলবাব এর ছবি

পোস্টের শুরুতে হুমায়ুন আজাদকে মনে করিয়ে না দিলেও এটা পড়ার পর সবারই তাকে মনে পড়তো।

দারুন।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

আগে গুরুকে কদমবুসি করে নিতে হবে না !
বেড়া ভাঙার রাস্তাটা তো তিনিই দেখিয়েছেন...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

চলুক

...........................
Every Picture Tells a Story

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই,
চলবে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

সুবচন, রণদীপম! ভালো লাগলো খুবই! এই ঢংএ লিখলে খুব বেশি হু আজাদীয় হয়ে যায়, কিন্তু অন্য আর কীভাবে লেখা সম্ভব তাও অবশ্য জানি না হাসি

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধাপু,
আমি বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছি, অনুকাব্যের স্টাইলেও নিরীক্ষা করেছি, কিন্তু অন্য কোনোভাবে বক্তব্যের টোনটা আনতে পারি নি। খেয়াল করলে হুমায়ুন আজাদের সাথে অবশ্য সূক্ষ্ম একটা পার্থক্য ধরতে পারবেন। তিনি অনেক বেশি গদ্যময় এবং মারমুখি। আর আমি এখানে কিছুটা কাব্যময়তা রাখার চেষ্টা করেছি।
তারপরও পাইওনিয়ার হিসেবে তাঁকে এড়ানো পাঠকের পক্ষেও হযতো সম্ভব না।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুষ্ট বালিকা এর ছবি

আহ! ৭ নম্বর! চলুক

---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ দুষ্ট বালিকা,
আমি যখন দুষ্টু ছিলাম, ৭ নম্বরটা আমারও খুব খুব ভালো লাগতো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

যুবতী মেয়েদের চুলের দৈর্ঘ্য নির্দেশ করে
তার সংস্কারের শিকড় কতোটা গভীরে প্রোথিত,- এটাতে আপত্তি জানালাম। বাকিগুলো পছন্দ হয়েছে। বিশেষ করে সাত নম্বরটা। এটা যে কতোটা সত্য, নিজের জীবন দিয়েই টের পাই। ধন্যবাদ।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ গৌতম,
কোন আপত্তি না পেয়ে এতোক্ষণ বেশ হতাশ ছিলাম, এবার তা মোচন হলো। হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

কোন আপত্তি না পেয়ে এতোক্ষণ বেশ হতাশ ছিলাম
হতাশ কেন ছিলেন জানাবেন কি?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

@ গৌতম,
সবার দেখার দৃষ্টি বা চিন্তার ভঙ্গি একই ছাঁচে হয়ে গেলে দ্যোতনা থাকে না......। যদিও ইতোপূর্বে রেটিং দেখে কিঞ্চিৎ আঁচ করতে পেরেছি, কিন্তু কোন মন্তব্যে তা প্রকাশ পায় নি তো, তাই ভাবনার ভিন্নতা দৃষ্টিভঙ্গির পার্থক্যটা কোথায় তা নিয়ে ভেবেছি। এই আর কি !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

রণ'দা বচণগুলার জন্য ধন্যবাদ। তবে একটা বিষয়ে আপনার সাথে এক মত হতে পারলাম না। আপনার একটা মন্তব্যে বলছেনঃ

আগে গুরুকে কদমবুসি করে নিতে হবে না !
বেড়া ভাঙার রাস্তাটা তো তিনিই দেখিয়েছেন...

শুধু বেড়া না প্রাসাদ ভাঙ্গার রাস্তাটাও অনেকে দেখায় গেছেন। আর আমি ভাই ভয়ে আছি। মন খুইলা লিখার ইচ্ছা থাকলেও পারতেছি না, ব্যান কইরা দিলে ঝামেলা। ইন্টারমিডিয়েটে (H.S.C.) 1st ইয়ারে থাকাকালীন ব্লাসফেমীর অপরাধে মামলা খাইছিলাম। অপ্রাপ্তবয়স্ক দেইখাও ছাইড়া দেয় নাই আর এখন তো ১৮+। কপালে যে কী আছে.........?আমি আবার আজাদ স্যারের(হুমায়ুন আজাদ) সাহিত্যর তুলনায় তার গবেষণার ভক্ত। হায়রে এমুন একটা ব্যকরণবিদ আর জন্মাইব না।:( একমত হইলে কইয়েন। আর একটা কথা- অনেকেই আজাদ স্যারের লেখার সাথে তসলিমা নাসরিনের তুলনা করেন। তসলিমা হইতে চাইলে বুদ্ধি থাকলেই হয় আর হুমায়ুন আজাদ হওয়া এত্তো সুজা/হুজা(ভুল বানান লিখলাম) না, বুদ্ধির মুক্তি ঘটাইতে হয়,পড়তে হয়। আপনে কী কন?

তওসিফ খান

নুরুজ্জামান মানিক এর ছবি

৪,৬,১০

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

এক রাতের বৃদ্ধ [অতিথি] এর ছবি

লাস্টের টায় ১০০% সহমত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।