| ঘড়ায়-ভরা উৎবচন…| ১১ – ২০ |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ১২/০৯/২০০৯ - ১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ উৎসর্গ : হুমায়ুন আজাদ, যাঁকে আদর্শ ভাবলে প্রাণিত হই ]
.

সতর্কতা:

ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,

তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।

————————————

.
(১১)
অধিকাংশ প্রাণীর শব্দ বিক্ষেপণের দুটো মুখ থাকে-
একটা সামনে বা উপরে, অন্যটা নিচে বা পেছনে।
এই দুটো মুখের বিভেদ ঘুচাতে জানেন যিনি,
আজকাল তিনিই সফল মানুষ।

(১২)
অফিস হচ্ছে সেই জায়গা যেখানে
নতুন কোন সৃজন হয় না,
যা আছে তা ধ্বংস করার প্রক্রিয়া ছাড়া।

(১৩)
মানুষের ব্যক্তিত্ব তাঁর চেহারায় নয়,
হাঁটার স্টাইলেই আঁকা থাকে।

(১৪)
‘না’ বলতে জানেন না যিনি, তাঁর ‘হাঁ’ বলাটাই ভণ্ডামি।

(১৫)
অংক শেখার প্রথম পাঠই হচ্ছে অংক ভুলে যাওয়া,
ভুলতে না পারলে বিসর্জনের শুদ্ধতা আসে না।

(১৬)
কম্পিউটার বানায় যে, ততক্ষণই সে কম্পিউটার চালায়।
আর যে কম্পিউটার চালায়, আসলে কম্পিউটার তাকে চালায়।

(১৭)
শ্রাদ্ধের নামে মৃতের কোন শেষকৃত্য হয় না,
প্রকৃতপক্ষে জীবিতরা নিজেদেরই শ্রাদ্ধ করে।

(১৮)
আহার সংযমে দৈহিক ওজন বাড়ানোয় কোন অলৌকিকতা নেই,
রয়েছে বস্তুগত চাতুর্য্য।

(১৯)
গাম্ভীর্য একধরনের অক্ষমতা,
যা মানুষকে প্রকাশিত হতে দেয় না।

(২০)
মেরুদণ্ডের অবস্থান মানুষের হাড়বাঁধানো শিরদাঁড়ায় নয়,
যৌবনে থাকে জননযন্ত্রে, বার্ধক্যে ব্যাংক-ব্যালেন্সে।
(০৯-০৯-২০০৯)

চলবে....

[০১-১০][*][২১-৩০]


মন্তব্য

এনকিদু এর ছবি

সবগুলৈ দারুন । তবে এর মধ্যে আমার বিশেষ ভাল লেগেছে ১৩,১৫ এবং ১৬ । ১৬ তে উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! নিজের উঠোনটা চিনে ফেলেছেন ঠিকই...
ধন্যবাদ এনকিদু।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কাজী আফসিন শিরাজী এর ছবি

প্রিন্ট করে রাখলাম...

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সূর্যবন্দী মেঘ... [অতিথি] এর ছবি

১১ আর ১৮ ভালো লাগছে। বিশেষ করে ১৪

রণদীপম বসু এর ছবি

জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

(১১)

অধিকাংশ প্রাণীর শব্দ বিক্ষেপণের দুটো মুখ থাকে-
একটা সামনে বা উপরে, অন্যটা নিচে বা পেছনে।
এই দুটো মুখের বিভেদ ঘুচাতে জানেন যিনি,
আজকাল তিনিই সফল মানুষ।

ইয়োগা করলে কি মুখরে ওইখানে নেয়া যাইব?

(১৩)

মানুষের ব্যক্তিত্ব তাঁর চেহারায় নয়,
হাঁটার স্টাইলেই আঁকা থাকে।

যার ঠ্যাং নাই তার? তার ব্যক্তিত্ব কি হুইল চেয়ারের চাক্কায়?

(১৪)
‘না’ বলতে জানেন না যিনি, তাঁর ‘হাঁ’ বলাটাই ভণ্ডামি।

ভণ্ডামি কি অতোই সোজা? ওইটার জন্য আলাদা বিদ্যা লাগে

(১৫)
অংক শেখার প্রথম পাঠই হচ্ছে অংক ভুলে যাওয়া,
ভুলতে না পারলে বিসর্জনের শুদ্ধতা আসে না।

তাইলে পাওনাদারের নাম যে ভুলতে পারে সে সবচে বিশুদ্ধ মানুষ

(১৯)
গাম্ভীর্য একধরনের অক্ষমতা,
যা মানুষকে প্রকাশিত হতে দেয় না।

সংক্ষেপে বলে- বেসুবিধায় পড়লে ভাব ধরে থাকা

রণদীপম বসু এর ছবি

গুরুজী, আপনার জবাব তো উৎবচন-স্কয়ার হয়ে গেছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নজমুল আলবাব এর ছবি

লোকজনে দেখি বাছাই করতেছে। আমারতো সবগুলাই ভালা লাগতাছে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

রণদীপম বসু এর ছবি

সবাই কি আর খুদের জাউ খায় ?
সবগুলা ভালা লাগতাছে জেনে আমারো ভালো লাগছে। বাউল মানুষের কাছে এই এক সুবিধা, বড় নিরাপদ সত্ত্বা এরা। হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

আরি দারুণ একটা সিরিজ মিস করছিলাম।

চলুক রণ'দা চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

মিস আর হলো কই ! ধরে ফেললেন তো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নুরুজ্জামান মানিক এর ছবি

সবগুলো দারুন তবে তন্মধ্যে ১১,১৪,১৫,১৭,১৮,২০ বেশি ভালু ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

একটাও খারাপ লাগে নাই !
ধন্যবাদ মানিক ভাই।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন এর ছবি

২ পর্বের জন্যেই উত্তম জাঝা!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।