সতর্কতা:
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।
(৮১)
ভুল হচ্ছে সেই শুদ্ধতম সম্ভাবনা
যা মানুষের পছন্দের তালিকায় আসে না কখনোই।
(৮২)
‘তেল দেয়া’ বিস্ময়কর এক প্রায়োগিক আর্ট,
সঠিকভাবে দিতে জানলে তা দাতাকেই তেল-চকচকে করে তুলে।
(৮৩)
ভুলে যাওয়া কঠিনতম কাজ;
চেষ্টা করে হয়তো কোনকিছু মনে করা যায়,
কিন্তু চেষ্টা করে ভুলে যাওয়া যায় না।
(৮৪)
কৈশোর আর বয়স্কের তফাৎ বয়সে নয়,
অনিশ্চয়তায় আর মৃত্যুচিন্তায়; যা কৈশোরে থাকে না।
অনিশ্চয়তা আর মৃত্যুচিন্তার ক্রমবর্ধমান তীব্রতা নিয়েই
মানুষ ক্রমান্বয়ে বয়স্ক হতে থাকে।
(৮৫)
বৈশ্যবৃত্তি আর বেশ্যাবৃত্তির মধ্যে পার্থক্য খুব সামান্য,
বানানের দুয়েকটা ‘কার’-চিহ্ণের ভিন্নতা ছাড়া;
উভয় বৃত্তির মৌল শব্দই ‘বশ’।
(৮৬)
মনুষ্যসমাজে শুকরের আধিক্য মানুষের নোংরামিকেই চিহ্ণিত করে;
যত্রতত্র বিষ্ঠা ছড়ালে বরাহ-দর্শন তো হবেই !
(৮৭)
মেরুদণ্ডী প্রাণীর পায়ের আধিক্য মেরুদণ্ডের অবনমনই নির্দেশ করে;
দুপেয়ে প্রাণীর উল্লম্ব ও ঋজু মেরুদণ্ড চতুষ্পদীতে আনুভূমিক হয়ে যায়।
(৮৮)
সৌন্দর্যবোধ হচ্ছে সেই নান্দনিক উপলব্ধি,
ভিন্ন আঙ্গিকে যা মানুষকে যৌন পরিতৃপ্তি দেয।
(৮৯)
জগতের যেকোন বস্তু বা প্রাণীকে ব্যবচ্ছেদ করলে
কার্যকর কিছু ধর্ম বা বৈশিষ্ট্য বেরিয়ে আসে;
মানুষের আচরিত ধর্মকে ব্যবচ্ছেদ করে তেমন কিছুই পাওয়া যায় না,
উদ্ভট কিছু গোঁড়ামি আর ভণ্ডামি ছাড়া !
(৯০)
না-জানার মধ্যে মূর্খতা নেই, জানার চেষ্টা না-করাটাই মূর্খতা;
আর মূর্খতার পরিচায়ক হচ্ছে গোঁয়ার্তুমি।
চিন্তক-অঙ্গে বৈকল্য আসলেই মানুষ গোঁয়ার্তুমিতে আক্রান্ত হয়।
মন্তব্য
এমন শ্লোক-কার সৃষ্ট দাদা? আপনার কী?
শেখ নজরুল
শেখ নজরুল
নজরুল ভাই, 'সৃজনশীলতার অন্তর্গত মাহাত্ম্য হচ্ছে সন্দেহবাতিকগ্রস্ততা.....'। এই উৎবচনের বাকিটুকু অন্যপর্বের জন্য তোলা রইলো।
মন্তব্য ও কৌতুহলের জন্য ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৮৩ নম্বরটা সেইরকম
ধন্যবাদ অমিত।
রসিকজনই নাকি রসের মাহাত্ম্য টের পায় ! হা হা হা !
অনেকদিন পর আপনার আবির্ভাব। ভালো আছেন তো ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৮১, ৮৩ ভাল লাগছে ।
৮৮ এর সাথে দ্বিমত! ফুল, শিশু , বই ইত্যাদির ব্যাপারে কি বলবেন ? ?!!
বোহেমিয়ান
আপনার ভিন্নমতকে শ্রদ্ধা জানাই।
আর আপনার কৌতুহলের জবাব অন্য কোন পর্বে বিষয়সংশ্লিষ্ট উৎবচনে পাবেন আশা করি।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৮৩: দুর্দান্ত সত্য
৮৬: বরাহ শিকারের কথা মনে পড়ে গেলো।
৮৯: মানুষ যাকে ধর্ম ভাবে তা তার ধর্ম নয়। এর নামকরণেই মিথ্যাচার।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মন্তব্যে সহমত।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা,
যদি কিছু মনে না করেন তবে বলি,
৮৩ টা আমার মনে হয় আপনার বাকীগুলোর সাথে ঠিক যায়না,
অনেক কমন ও সহজ মনে হয়, অন্তত আমার কাছে
দাদা তো মহামানব হয়ে যাবেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
স্যার
আপনার উৎবনগুলো মনে না রাখার/রাখতে না পারার মূল কারণ হয়ে দাঁড়াবে এগুলোর ভাষা
ভাষাগুলোকে আরেকটু সাবলীল করা যায় কি না একটু দেখেন
কারণ দ্রুত মানুষের মুখে উঠতে না পারলে কিন্তু বচন তার গুরুত্ব হারিয়ে ফেলে
০২
শুধু এই পর্ব নয়। সব পর্ব মিলে আমার এই কমেন্ট
৮২ টাও মারাত্বক। দাদা, একটা বই করে ফেললে ক্যামন হয়, ভেবে দেখেন।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
৮২,৮৩ দুটোই চমৎকার,রণদীপমদা।
ভালো থাকুন।
মধুবন্তী মেঘ
দাদা ফাটাফাটি আরো চাই
নাগ্রী-----phychoo.perth@gmail.com
নতুন মন্তব্য করুন