সতর্কতা:
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।
(৯১)
সৃষ্টির শ্রেষ্ঠতম সংস্কৃতি হচ্ছে সেক্স বা জননক্রিয়া,
সভ্য মানুষের চোখে যা অশ্লীল।
(৯২)
মানুষের সার্বভৌমত্ব হচ্ছে- মানুষ হতে কোন ঈশ্বরের প্রয়োজন হয় না;
আর ঈশ্বরের অসহায়ত্ব হলো- মানুষ না থাকলে যার কোন অস্তিত্বই থাকে না।
(৯৩)
ধর্মের অক্ষমতা হলো- নিজেকেই ধারণ করতে অক্ষম সে;
স্রষ্টার অক্ষমতা- সৃষ্টের দাক্ষিণ্য ছাড়া তিনি অচল।
(৯৪)
ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী;
সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।
(৯৫)
উদ্বৃত্ত শরীর, একমাত্র দুঃসহ বোঝা
যা চাইলেই মানুষ ফেলে দিতে পারে না।
(৯৬)
সময়ের ভার মানুষকে কুকুর বানিয়ে ফেলে;
আগেভাগে তাই সৃজন ও মননের ভেক্সিন নিতে হয়।
(৯৭)
রাজনীতি কি নীতির রাজা, না কি রাজার নীতি
সে বিতর্কে না গিয়েও বলা যায়- যখন বৈশ্যবৃত্তি ঠাঁই গাড়ে
সেটা আর রাজনীতি থাকে না, নতুন এক বেশ্যাবৃত্তিতে পরিণত হয়।
(৯৮)
লেখক-চরিত্র সবচাইতে ভঙ্গুর পদার্থ,
কলমের এক খোঁচাতেই যা গুঁড়ো হয়ে যায়।
(৯৯)
জগতের একমাত্র নিঃস্ব প্রাণী মানুষ,
সকল প্রাণীকে সে নিঃস্ব করতে ভালোবাসে।
(১০০)
স্বাভাবিক আয়ুগ্রস্ত মানুষের শতায়ু হওয়া অভিশাপ;
দেয়া এবং নেয়া উভয়টাতেই অক্ষম সে।
মন্তব্য
৯১, ৯৩ এবং ৯৯ ভালো লাগল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্যার
বক্তব্যের সাথে এইবার বোধহয় ভাষা এবং ফ্রেজিংগুলোর দিকে নজর দেয়া দরকার
এইধরনের বাক্যবন্ধের জন্য সবচে উপযোগী হচ্ছে মাউথএবল ভাষা
যা খুব সহজেই মনে রাখা যায় আর মনে করা যায়
জ্বী বস, সিরিজের অন্যত্রও আপনার এই চমৎকার পরামর্শটা আমি মনে রেখেছি। ভাবছিও এটা নিয়ে। উৎবচন-ক্রম-১২১ থেকে তাদের জন্মমুহূর্তে এ ভাবনাটা প্রভাবিত করবে আমাকে নিঃসন্দেহে। কিন্তু যেগুলো ইতোমধ্যেই জন্ম নিয়ে এখন হাঁটাহাঁটি করছে সেগুলো নিয়েই ভাবিত হচ্ছি। কিভাবে কী করবো বুঝতে পারছি না ! জুতমতো সাজাতে পারছি না। দেখা যাক কী হয় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯১
সভ্যতার মানদণ্ডে অশ্লীল জননক্রিয়াই হলো সৃষ্টির শ্রেষ্ঠ সংস্কৃতি
(৯২)
মানুষ হতে ঈশ্বরের দরকার নেই কিন্তু মানুষ ছাড়া ঈশ্বরের অস্তিত্বই নেই
এটাই মানুষের সার্বভৌমত্ব আর ঈশ্বরের অসহায়ত্ব
(৯৩)
ধর্ম নিজেকেই ধারণ করতে অক্ষম আর স্রষ্টা অক্ষম সৃষ্টির দাক্ষিণ্য ছাড়া
(৯৪)
কাহিনী বলে মানুষ তৈরি করেছেন ঈশ্বর আর সত্য বলে তার উল্টো/সত্য বলে ঈশ্বর তৈরি করেছে মানুষ
(৯৫)
মানুষ সব ভার ফেলতে পারে শুধু তার উদ্বৃত্ত শরীর ছাড়া
(৯৬)
সৃজন আর মননের টিকা না নিলে সময়ের কামড়ে মানুষ কুকুর হয়ে যায়
(৯৭)
বৈশ্যবৃত্তি ঢুকে পড়লে রাজনীতি হয়ে উঠে বেশ্যাবৃত্তি
(৯৮)
একমাত্র লেখক-চরিত্রই কলমের এক খোঁচাতে গুঁড়ো হবার মতো ভঙ্গুর
(৯৯)
প্রাণীদের মধ্যে নিঃস্বতম মানুষই অন্যকে নিঃস্ব বানাতে পছন্দ করে
(১০০)
সকল ক্ষমতা শেষ হয়ে যাবার পরে সবচে বড়ো অভিশাপ শতায়ু হওয়া
.........
দেখেন তো
এভাবে চিন্তা করলে কিছুটা বেটার দাঁড়ায় কি না?
আমার ধারণা কথাগুলোকে একবাক্যে (৮-১০ শব্দের মধ্যে) নিয়ে আসলেই স্মুথ হয়ে যাবে
......
অনুমতি ছাড়াই একটু পণ্ডিতি করে ফেললাম আপনার লেখায়। মাইন্ড খাইয়েন না স্যার....
সবগুলাই ভাল লাগলো দাদা। কত পর্যন্ত যাওয়ার ইচ্ছা? আমি কয়েকটা খোমাখাতায় শেয়ার দিতে চাই...
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
'মানুষের আশার দৈর্ঘ্য অপরিমেয়, নির্বোধেরা মাপতে যায় তা !'
মন্তব্যে উত্তর করতে এসে উৎবচন মেরে দিলাম আরেকটা। হা হা হা !
ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বিরানব্বই থেকে চুরানব্বই তোফা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
... এবং সমস্যাটাও ওখানেই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯১ এর ব্যাপারে আমার আপত্তি আছে, সেক্স হচ্ছে মানুষের সবচেয়ে অ-সংস্কৃত (কোন সংস্কার হয় নাই অর্থে) আচরণ। সংস্কৃতি শব্দটা অন্য কিছু দিয়ে রিপ্লেস করলে ভাল হয়...ঐতিহ্য মানে কি? জানিনা...ওরকম কিছু...
দ্বিমত করার মৌলিক অধিকার অবশ্যই আপনি সংরক্ষণ করেন। কিন্তু 'সংস্কৃতি' শব্দটাকে প্রতিস্থাপিত করার মতো জুতসই শব্দ এখনো পাই নি আমি। বিষয়টা মাথায় থাকলো।
ধন্যবাদ আপনাকে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই অভব্য বুড়ো আঙুল বিষয়ক একটা উৎবচন কিন্তু রয়েছে আমার, এর আগের কোন পর্বে ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯৮! ?
জলবৎতরলং...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
উৎবচন-৯৪ এর মত একটা কথা অনেক আগে শুনেছিলাম - "মানুষের তিন শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে মদ, মুদ্রা আর ঈশ্বর"।
উৎবচন সবেমাত্র তিন অঙ্কে পৌঁছেছে। এর পথ চলা চার অঙ্ক, পাঁচ অঙ্ক ছাড়িয়ে যাক। জয়তু উৎবচন বসু! জয়তু বসুৎবচন!!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাণ্ডবাশির্বাদে শেষমেশ আবার না পাণ্ডববর্জিত হতে হয় !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯২ আর ৯৪ দারুণ লাগলো!
বুঝা গেলো আপনারও বেইল শেষ ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯২....দারুণ।
মধুবন্তী মেঘ
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পড়ছি এবং শিখছি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ লাগল রণদা।
নতুন মন্তব্য করুন