| কবিতা লিখতেই হবে এমন কথা নেই |

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ০৫/০৩/২০১০ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিতা লিখতেই হবে এমন কথা নেই
কিন্তু অসভ্য বর্বরের মতো বসে থাকবো কবিতাহীন
এটা কী করে হয় !
মানুষ আর প্রাণীর ফারাকটা অস্পষ্ট হলেও
যেটুকু স্পষ্টতা তা কবিতার জন্যেই।
সেই থেকে প্রাণপণে কবিতাকেই খুঁজি।

রমনা পার্কে সেদিন কেউ কবিতা কবিতা বলে ডেকে ওঠতেই
বুকের ভেতরের নদীটা গুমড়ে ওঠলো। পাড় ভাঙার শব্দে
চমকে তাকালাম ! মেয়েটির নাম কবিতা। এখন যার আলিঙ্গনে আবদ্ধ,
একটু পরে অন্য কেউ স্থান নেবে তার। এরপর আরো কেউ।
তারপর আরো… আরো…। এভাবেই কবিতার হাতবদল হতে হতে
কবিতা কারো একার থাকে না। কিন্তু সবারও নয়। বেবুশ্যের বিষে আর্দ্র
নীলাভ্র কবিতা সে নিজেরও নয়। কবিতা আসলে কারোরই নয়। তবু
মানুষ কবিতাকে পেতে চায় তার বর্বরতা ঘোচাতে, এবং কবিতাকে পেতে গিয়ে
কবিতা পড়তে গিয়ে মানুষ শেষপর্যন্ত বর্বর হয়।

কবিতা লিখতেই হবে এমন কথা নেই। কবিতা পড়তে হয়,
পড়তে পড়তেই মানুষ কবিতাকে হারিয়ে ফেলে। তখন আবার
কবিতা লিখতে হয়।
মানুষ অসভ্য প্রাণী; কবিতা ছাড়া মানুষের চলে না।

(০৪-০৩-২০১০)


মন্তব্য

নাশতারান এর ছবি

কবিতা আমায় ছেড়ে চলে গেছে। কোথায় পাব তাকে?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

কবিতা আমায় ছেড়ে চলে গেছে। কোথায় পাব তাকে?
"ক্যাশিযারের ডায়েরি'তে" হাসি
-বুদ্ধু

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আজিব কবিতা - কবিতার চক্র পুরাটা বুঝলাম না - তবে মানব সম্প্রদায়ের উপর আপনার রাগটা বুঝলাম (কারনটা না) চিন্তিত

অফটপিক: আচ্ছা ভাই, রাগ না করলে একটা কথা বলি - আপনার সব লেখার শিরোনামে || দেন - এর মানে কি? আগে একটা ব্যাখা কোথায় যেন দিয়েছিলেন - বুঝি নাই - আমার মতন আম জনতার জন্য একটু বুঝাইয়া বলবেন কি?

রণদীপম বসু এর ছবি

আপনার সব লেখার শিরোনামে || দেন - এর মানে কি?

কোনো মানে নাই। একটা অর্থহীন খেয়াল মাত্র।
এরপরও যদি অর্থ খোঁজেন, তাইলে বলতে হবে- শিরোনামকে খোলা মাঠে ছেড়ে না দিয়ে ডবল-বারের মধ্যে আটকে রাখা শুধু। ছেড়ে দিলেই যে এরা দৌড়াদৌড়ি শুরু করবে তা হয়তো নয়। কিন্তু যদি দৌড়াদৌড়ি শুরু করে দেয় ! হা হা হা !

এবার কী মনে হচ্ছে ? জবাব না শোনাটাই ভালো ছিলো, তাই না ?
ভালো থাকবেন, মন্তব্যের জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আপনারে প্রশ্ন করাটাই ভুল হইসে - আপনি খেয়ালী মানুষ বুঝলাম হাসি

রণদীপম বসু এর ছবি

আপনার এ কথার উত্তর সম্ভবত আপনার নিচের কমেন্টের উত্তরে দেয়া হয়ে গেছে।
শুধু শুধু কষ্ট সংগ্রহ করা একটা শখ হতে পারে, উদ্দেশ্য হওয়া ঠিক নয়। তাহলে কেবল কষ্টই পেতে হয়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমন চৌধুরী এর ছবি
রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ সুমন্দা...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হাসিব এর ছবি

কবিতা ছাড়া আগামির মানুষেরা ঠিকি বেচেবর্তে থাকবে ।

রণদীপম বসু এর ছবি

তাদের প্রাণপ্রাচুর্য হয়তো থাকবে, হৃদয়াবেগ থাকবে কিনা কে জানে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাসনীম এর ছবি

ভালো লেগেছে। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি...কবিতাদেরও ছুটি দরকার।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রণদীপম বসু এর ছবি

কবিতাদের ছুটি দিলেও কবিতারা ছুটি দেয় না... !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

শুরুটা পড়ে ভাবলাম একটা ফাইজলামি টাইপ মন্তব্য দিব। বলবো, গুণ সাহেবের "আমাকে ভালোবাসতেই হবে" এমন টাইপস লেখা হইছে!! তা না, মাঝে এসেই পুরা অন্য ট্র্যাকে চলে গেছেন!! সিরিয়াস, সিরিয়াস সব কথা বার্তা।
কবিতা বুঝি কম, তারপরও মূল ভাবটা যেটুকু বুঝলাম, ভাল্লাগ্লো। হাসি

- মুক্ত বয়ান

রণদীপম বসু এর ছবি

কবিতা কি বোঝার জিনিস ? কে জানে ! আমার ধারণা কবিতা উপলব্ধির জিনিস, বোঝার নয়।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনার্য সঙ্গীত এর ছবি

ভাল্লাগছে রণ'দা
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ অনার্য...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভাল্লাগলো রণদা।
কবিতাহীন হবেনা পৃথিবী অসভ্য মানুষের গুণে..... হাসি

---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

রণদীপম বসু এর ছবি

ইশ্ ! যদি অসভ্য হতে পারতাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফকির লালন এর ছবি

কবিতা ছাড়া চলেনা, কিন্ত কবিতার দেখা পাওয়াও মুশকিল।

রণদীপম বসু এর ছবি

কবিতার দেখা হয়তো পাওয়া যায়। কিন্তু যোগ্য হাত না হলে ধরা যায় না যে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

কবিদের কি পোস্টের মন্তব্যের জবাব দেয়া মানা নাকি?

রণদীপম বসু এর ছবি

আপনি তো সাংঘাতিক মানুষ ভাই ! জবাব নিয়াই ছাড়বেন দেখতেছি ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

জবাবটা কিন্তুক অখনো পাইলাম না ...

রণদীপম বসু এর ছবি

সবকিছুর জবাব থাকলে পৃথিবীটা বাসের অযোগ্য বৈচিত্র্যহীন হয়ে যেতো। তাই কিছু জবাব চিরকাল অপেক্ষায় থাকতে হয়।

উৎবচন হয়ে গেলো, তাই না ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।