ইহা জ্ঞানী পোস্ট নয়। নিতান্তই অগভীর ক্ষুদ্র একটা না-ছড়া।
এই কয়েক লাখ পাবলিক মরে গেলেও রাষ্ট্রের কিছু যায় আসে না, একটা লোমও খসে পড়বে না। তবে মন্ত্রী বাহাদুরদের কিঞ্চিৎ গলা শুকালেও রাষ্ট্রের অনেক কিছুই যায় আসে। তাই মন্ত্রী বাঁচলে দেশ বাঁচবে- এই অনুসিদ্ধান্তে যারা একমত হবেন তারা এই পোস্টের ভেতরে ঢুকতে পারেন। যারা এই প্রতিপাদ্যে বিশ্বাসী নন, তার নিজ দায়িত্বে পোস্টে ঢুকুন। অস্বস্তিকর অনুভূতির জন্য নিজে ছাড়া অন্য কাউকে দায়ী করা যাবে না।
…
পাবলিক পাজি খুব, শুধু সমালোচনা
মন্ত্রীরা যন্ত্র কি ? মুখ পেট আছে না !
তাদেরও তো ক্ষুধা পায়, মন চায় কতো কী !
মন্ত্রী হয়েছে বলে বন্ধ ওসব কি ?
চামড়ার মুখ দিয়ে নিন্দুক পাবলিক
বলবেই কতো কথা, তা কি শুনা হবে ঠিক ?
মন্ত্রী না বাঁচে যদি দেশ যাবে গোল্লায়
এইসব না বুঝে কারা এতো চিল্লায় !
বিদ্যুৎ গ্যাস চাও ? দেশ জুড়ে কাজ চাও ?
নাকি আর কিছু চাও ?
হয়ে যাবে সবকিছু, ছড়াবেই রোশনা
ফালতু প্যাঁচাল ছেড়ে পাবলিক অফ যাও,
শুধু তাড়াতাড়ি দাও
মন্ত্রীর বেতনের বৃদ্ধির ঘোষণা !
…
মন্তব্য
মন্ত্রী বাঁচলে দেশ বাঁচবে- এই অনুসিদ্ধান্তে আমি গভীরভাবে একমত। তাই মন্তব্য করতেছি
মন্ত্রীরা মা-বাপ। শুধু বেতন-ভাতা বৃদ্ধিই নয় অবিলম্বে তাদেরকে উত্তরায় দশকাঠার প্লট, সেখানে ডুপ্লেক্স ফুলফার্ণিসড বাড়ি, লাগোয়া সুইমিংপুল, তাদের দাদার নামে এলাকার স্কুল-কলেজ, পোষা কুকুরের জন্য মাসে এক লাখ মাসোয়ারা, বউপুলাপানের হাতখরচ (দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের চার বউয়ের মত), দামি গাড়ি, বছরের পোষাক, স্যুট-টাই-জাঙ্গিয়া-জুতা, রাজনীতি থেকে যখন অবসর নেবেন তখনকার পেনশন হিসেবে দুইকোটি এককালীন টাকা, পরবর্তী ইলেকশনের খরচাবাবদ আরো পাঁচকোটি, গ্রামের বাড়ি ডেকোরেশন বাবদ তিনকোটি এবং ভবিষ্যত অন্যান্য আনসিন খরচাবাবদ আরো পনেরোকোটি টাকা প্রদান করা হউক। তারপরও যদি তারা জনগণকে একটু শান্তি থাকতে দেয়!
আমিন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ছুম্মা আমীন !!!
ভালো বলেছেন।
______________________________________
লিনলিপি
______________________________________
লীন
আমি মন্ত্রী হইতে চাই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
পুলাপান মুরুব্বীরে পাত্তা না দিয়া নিজেই মন্ত্রী হওনের লাইনে খাড়ায়। ঠিকাছে, তুমি পরের বার চান্স পাবে। ফারুক হাসানের মন্তব্য মনে ধরায়, এইবার আমি মন্ত্রী হমু।
ছড়া ব্যাপক মজার হইসে রণদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নিজ দায়িত্বে পড়ে নিজের ভিতরের জেদ আর রাগটা চটে গেল। কাকে যে কি বলি? এমন কড়া ছন্দ ভাঙ্গায় এমন কড়া বাঁশ। তাতে কঞ্চি জড়োসড়ো।
রাগ করেছে মন্ত্রি মশাই কাজকম্ম বন্ধ,
তাই রাগ ভাঙ্গাতে তড়িঘড়ি খুলেছে কবন্ধ।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আমিও মন্ত্রী হইতে চাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্ত্রীদের কারণে রণদা'র ছড়াপ্রতিভা দেখতে পেলুম। এই বা কম কী?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ফাহা ভাইয়ের মন্তব্যে আমিন, সুম্মামিন।
কারণ আমিও যে মন্ত্রী হতে চাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
নতুন মন্তব্য করুন