| এবার দেখি কওতো বাপু !

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ০৮/০৪/২০১০ - ১০:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[শিল্পীরা এমনি এমনি নমস্য হন না ! ইন্টারনেট থেকে আহরিত ও ব্যবহৃত যে ভাস্কর্য-ছবিটা দেখছেন এখানে, ভাবতেই অবাক হই, আমার বর্তমান অবস্থাটা শিল্পী আগেভাগে বুঝলেন কী করে ! বিদ্যুৎ সমাচার নিয়ে আমার কোন কথা নাই। কেবল আরেকজন নমস্য ব্যক্তিকে শ্রদ্ধা জানাতেই এবারের না-ছড়াটার জন্ম। সেই মহাজন ব্যক্তির প্রচারিত বাণীটিকে স্বতঃসিদ্ধ জ্ঞান করছি। তিনি নাকি ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের আসা-যাওয়া নিয়ে পাবলিকের মুখপ্যাদানি খেয়ে প্রচারযন্ত্রে শ্রীমুখ প্রদর্শন করে বলেছিলেন- এখন থেকে বিদ্যুৎ যাবে একনাগাড়ে দু'ঘণ্টার জন্য, তাহলে আর কেউ বলতে পারবে না যে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়। আহা, কী অমৃত বচন ! তাঁর সাথে বিদ্যুৎও বুঝি অগস্ত্যযাত্রায় গেছে ! সত্যি কি এমন কথা বলেছিলেন কেউ !]

ঠা ঠা রোদে দৌঁড়ে এসে ফ্যানের তলে বসবো যেই
একটু আগেই ঘুরছিলো তা, এখন নাকি বিদ্যুৎ নেই !

বাইরে আগুন ভিত্রে আগুন আগুন মাথার চান্দিটায়
দিনের আজাব কী বলবো আর ! সিদ্ধ বানায় রাত তিনটায় !

আগে না হয় ঘণ্টা মেপে গেলেও তিনি আসতেন ঠিক
হুজুররা কি বেঠিক করেন ! বুঝলো না ভুদাই পাবলিক !

ঘণ্টায় ঘণ্টায় আসা যাওয়ার শৃঙ্খলা যার পোষায় নাই
বুঝো এখন ঠেলার মজা ! পালাইবা কই ! উপায় নাই !

এলে না হয় যাওয়ার হিসাব ! কিন্তু কী কার পড়ছে দায় !
এবার দেখি কওতো বাপু- ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায় !?


মন্তব্য

তারানা_শব্দ এর ছবি

মন খারাপ ....

কষ্টের কথা কারে শুধাই!!!!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

দুষ্ট বালিকা এর ছবি

সরকারী বাসায় কী যে ভালা আসি সেইটা বুঝবো কয়েকমাস পরে ফ্ল্যাটে উঠলে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুজন চৌধুরী এর ছবি
শুভাশীষ দাশ এর ছবি

রণদীপম বসু এর ছবি

auto

ঠিক আছে ! খুলতেছি !
auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

আপনার ছড়াখানা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরাকারের চউক্ষে পড়ায় তাহাদের বড়ই গোস্বা হইয়াছে। তাই খবরে প্রকাশ সরকার আগের রুটিন মোতাবেক লোডশেডিং করিবেন!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আর কইয়েন্না... বিরক্ত হয়া গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

বাসায় আইপিএস লাগাইসে। আইপিএস কোম্পানিগুলার ব্যবসা তো এখন রমরমা!

ছবিটা অশ্লীষ! চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- হ। রণ'দা বিপরীত লিঙ্গের ফটুক ঝুলান নাই দেখে মাইনাস!

আর, কোবতে তো গুরুচণ্ডালী মিশ্রণ আছে। সুতরাং নাম্বার কাটা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

চমৎকার।

আইডি- শাফী উদ্দীন
অতিথি লেখক

শেখ নজরুল এর ছবি

কৃষ্ণ কৃষ্ণ না কষ্ট কষ্ট।
শেখ নজরুল

শেখ নজরুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।