সতর্কতা:
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তা বিষয়ে যাঁদের সংবেদনশীলতা রয়েছে,
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।
(১১১)
একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।
মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।
বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যা
মানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।
(১১২)
মানুষ হলো এক আজব বিজ্ঞাপন,
অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী এবং একইসাথে অত্যন্ত আকর্ষণীয়
ও বিরক্তিকর।
(১১৩)
আস্তিক্য-জীবনযাত্রা মানে গণ্ডিবদ্ধ রুটিন-ওয়ার্ক।
আর অলৌকিক সীমানায় আবদ্ধ নয় বলে নাস্তিক্য-জীবনধারা হয়
চির বৈচিত্র্যময়, সৃজনশীল।
(১১৪)
যে সমাজে মানবিক যোগ্যতা সন্দেহবিদ্ধ হয়,
সে সমাজ মানুষের থাকে না।
(১১৫)
দায়বদ্ধতা থেকে ভয়ের জন্ম।
ভয় মানে যেখানে বন্ধুত্ব নেই, বন্ধুত্ব মানে যেখানে গণ্ডি নেই,
গণ্ডি মানে যেখানে স্বাধীনতা নেই।
কিন্তু স্বাধীনতা মানে একরাশ দায়বদ্ধতা।
(১১৬)
শাসিতের কোন দায়বদ্ধতা থাকে না, দায়বদ্ধতা থাকে বিশ্বস্তের।
অথচ মানুষের গুপ্ত বাসনা কেবল শাসক হওয়ার,
বন্ধু হতে নয়।
(১১৭)
দম্ভ দিয়ে দুর্বলতা ঢাকে দাম্ভিকেরা।
উদারতা হলো অসমর্থ নিজেকে সরিয়ে নেয়ার সভ্য উপায়।
(১১৮)
সৃজনশীলতার অন্তর্গত মাহাত্ম্য হচ্ছে সন্দেহবাতিকগ্রস্ততা,
অতৃপ্তি থেকে যার জন্ম।
সৃজনশীল সত্ত্বা চিরকাল অতৃপ্তিই বহন করে।
(১১৯)
ফুলের সৌন্দর্য যৌনতার প্রতীক,
নারীর সৌন্দর্য পুরুষের অশ্লীলতার প্রতীক;
শিশুর সৌন্দর্য মানুষের স্বপ্নময় নির্বুদ্ধিতার প্রতীক।
(১২০)
প্রতিটা প্রাণীই নির্দিষ্ট স্বভাবে বৈশিষ্ট্যমান;
সতত পরিবর্তনশীল মানুষেরই কোন চরিত্র নেই,
কখনো সে সাপ, কখনো ছাগল, গাধা, কখনো পরাক্রমী বাঘ,
গণ্ডার বা অস্পৃশ্য শুকর।
…
[১০১-১১০][*][১২১-১৩০]
…
মন্তব্য
১১৫ আর ১১৮ জটিল লাগলো ...
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বহুদিন পর উৎবচন দেখে ভাল লাগছে।
১১৯ বুঝলাম না।
বাপরে, উৎবচন এত্ত কঠিন! আমারও মাথার উপ্রে দিয়া গেছে। তবু আলমগীর ভাইয়ের কথা শুনে ১১৯-কে একটু সরলীকরণ করার চেষ্টা করলাম-
উদ্ধৃতি
ফুলের সৌন্দর্য যৌনতার প্রতীক,
নারীর সৌন্দর্য পুরুষের অশ্লীলতার প্রতীক;
শিশুর সৌন্দর্য মানুষের স্বপ্নময় নির্বুদ্ধিতার প্রতীক।
যৌনতা বংশবৃদ্ধির উপায়
পরাগায়ন উদ্ভিদের যৌনতার উপায়
ফুল সেই পরাগায়নের উপায়
তাই ফুলের সৌন্দর্য যৌনতার প্রতীক
কামনা থেকে পুরুষের অশ্লীলতার জন্ম
নারীর সৌন্দর্য থেকে জন্ম পুরুষের কামনার
তাই নারীর সৌন্দর্য পুরুষের অশ্লীলতার প্রতীক;
নির্বুদ্ধিতা মানুষের শৈশবের প্রতীক
সৌন্দর্য মানুষের স্বপ্নময়তার প্রতীক
তাই শিশুর সৌন্দর্য মানুষের স্বপ্নময় নির্বুদ্ধিতার প্রতীক।
-----------------------------------------
কুটুমবাড়ি
ব্যাখ্যা কঠিন হইসে!
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
এটা বেশি ভাল লাগল।
দাদা তো মহামানব হয়ে যাচ্ছেন দিন দিন... জটিল লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এক্কেরে খাঁটি কথা।
---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
সব চাইতে ভালো লাগলো, ১১৬।
তারপর ১১৫ ও ১১৭। আর ১১২? আসলেই কিন্তু একদম ঠিক।
--------------------------------------------------------------------------------
১১২+১১৩ জটিল হইছে!
অনেকদিন পর, রণদা!
এবারেরগুলো একটু দীর্ঘ মনে হলো।
সবচেয়ে ভালো লাগলো ১১৭:
দম্ভ দিয়ে দুর্বলতা ঢাকে দাম্ভিকেরা।
উদারতা হলো অসমর্থ নিজেকে সরিয়ে নেয়ার সভ্য উপায়।
আর
একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দুর্দান্ত রণ'দা ... স্যালুট জানাইতে আইলাম
১১২ !! খাঁটি সত্য।
১১৭ - ভাববার মত!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দাদা, পরের বইমেলায় উৎবচনগুলো কি এক মলাটের ভিতরে পাবো? নাইলে সবগুলো পিডিএফবন্দী করা যায়?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
১১৮ ......
মধুবন্তী মেঘ
আস্তিক্য-জীবনযাত্রা মানে গণ্ডিবদ্ধ রুটিন-ওয়ার্ক।
আর অলৌকিক সীমানায় আবদ্ধ নয় বলে নাস্তিক্য-জীবনধারা হয়
চির বৈচিত্র্যময়, সৃজনশীল।
এটা অসাধারন লাগলো...
---থাবা বাবা!
১১৩
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
১২০ জটিল লাগলো, ১১৩ও। ১১১ -
==========================
আবার তোরা মানুষ হ!
==========================
আবার তোরা মানুষ হ!
ব্যাপক্স.. লা-জওয়াব.. চ্রম..
_________________________
বর্ণ অনুচ্ছেদ
পছন্দ হইল
১১২,১১২,১১৫,১১৭,১২০
দুর্দান্ত!!!
তীব্র আপত্তি জানালাম।
অন্যের প্রতি উদারতা প্রদর্শন কি সভ্যসমাজের বা মানুষের সভ্যতার উঁচু অঙ্গের একটা রূপ বলে গণ্য নয়?
তাহলে, উদারতা নিষিদ্ধ হোক, আর আমরা আরো শক্তিশালী আর অনুদারতায় আমাদের পরিপার্শ্ব ঋদ্ধ করি। সার্ভাইভ্যাল অব দ্য ফিটেস্ট।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
নতুন মন্তব্য করুন