অনেকদিন লিখা হয়না কিছুই। মনে হলো একটা ছবির গল্প লিখি ! শুরু করেই ফের মনে হলো, এ গল্প তো আমার একার লিখার কথা নয় !
অতএব, সব সচলকে আমন্ত্রণ জানাই, আসুন সবাই মিলে এ গল্পটা এগিয়ে নেই ! গল্পের সূত্র এই ছবিটা।
৭ | লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ১৫/০৭/২০১১ - ২:৩৭পূর্বাহ্ন)
মডু ভাইদের কাছে অনুরোধ, এই পোস্টটি রেখে আগের একই পোস্ট মুছে ফেলে বিব্রতকর অবস্থা থেকে উদ্ধার করেন। আপলোডের সময় স্লো কানেকশন অথবা অন্য কোন জটিলতায় সংরক্ষণ ট্যাবে একাধিকবার ক্লিক করেছিলাম। এটাও এই অস্বস্তিকর কারণ হতে পারে। আমার কারণে সচলের মূল পাতা দৃষ্টিকটুতায় আক্রান্ত হবে, তা ভাবতেই লজ্জা পাচ্ছি ! মডু ভাইরা কি জেগে আছেন ? আওয়াজ দেন এবং ব্যবস্থা নেন রে ভাই !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
অভিনন্দন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অভিনন্দন শিমুল ভাই।
অভিনন্দন!!
অভিনন্দন ও শুভেচ্ছা ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
বাহ্!!! অভিনন্দন ভাইয়া!!! জীবন এরকমই অলংকৃত আর উৎসবমুখর থাকুক......................
অভিনন্দন আনোয়ার সাদাত শিমুল।
আপনার নতুন জীবন সুন্দর হোক।
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
মডু ভাইদের কাছে অনুরোধ, এই পোস্টটি রেখে আগের একই পোস্ট মুছে ফেলে বিব্রতকর অবস্থা থেকে উদ্ধার করেন। আপলোডের সময় স্লো কানেকশন অথবা অন্য কোন জটিলতায় সংরক্ষণ ট্যাবে একাধিকবার ক্লিক করেছিলাম। এটাও এই অস্বস্তিকর কারণ হতে পারে। আমার কারণে সচলের মূল পাতা দৃষ্টিকটুতায় আক্রান্ত হবে, তা ভাবতেই লজ্জা পাচ্ছি ! মডু ভাইরা কি জেগে আছেন ? আওয়াজ দেন এবং ব্যবস্থা নেন রে ভাই !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ওখানে যে একটা কমেন্ট করে ফেলেছি, তার কি হবে?
অভিনন্দন শিমুল্ভাই এবং ভাবীকে।
[সচলের সব টপঅর্ডার উইকেট তো পড়ে যাচ্ছে দেখা যায়! এখন ধুগোদার উইকেট টা পড়লেই আমাদের পালা ]
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হাসিব ভাই, হিমু ভাই, রঙিন ভাই, অনার্য ভাই ... সিরিয়াল মেইন্টেন করেন...
তালিকার সবাই জার্মানিতেই কেন, সেটা একটা ঘোর ষড়যন্ত্রের আভাস যেন...
আমি! আমি! আমিও আছি! আর আমি জার্মানিতে নই!
তাইলে তোমার বেইল নাই।
লাইনে খ্রাও পোলাপাইন!
অভিনন্দন!
অভিনন্দন ও শুভকামান!
বিয়ে বিয়ে করে এই ছেলের মাথা খ্রাপ হয়ে গেছে! শুভকামনা জানাতে গিয়ে কামান দেগে দিয়েছে
শিমুল ভাইয়া আর ভাবীর জন্য অনেক শুভকামনা!
শিমুল ও শিমুলের বউকে অভিনন্দন ও শুভকামান! তা শিমুলের কী ইয়ে করে বিয়ে নাকি?
--------------------------------------------------------------------------------
অভিনন্দন!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক অভিনন্দন শিমুল এবং ভাবিকে।
এমন মুহুর্ত আপনাদের জীবনে বারবার ফিরে আসুক।ধুর্বাল কি কই!
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দেখলাম ছবিগুলো। সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা
অভিনন্দন!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভেচ্ছা এবং অভিনন্দন!!
নতুন মন্তব্য করুন