এই সিরিজে কোন সতর্কতা নেই। কারণ এইখানে কোন সংবেদনশীল বিষয় নেই। সেগুলো নাহয় অন্য পর্বের জন্যেই তোলা থাক।
তবে একটা বিষয় আজ আবার নতুন করে উপলব্ধি হলো কোন এক কার্য-কারণ সম্পর্ক খুঁজতে গিয়ে, যা আজই ফেসবুক স্ট্যাটাসে গেঁথে রেখেছি নব্য উৎবচন হিসেবে : ছাগল হওয়ার বিশাল সুবিধা হলো, ছাগলামি করতে আগে থেকে কোন প্রমাণপত্র পেশ করতে হয় না।
তবে এই সিরিজের সাথে ছাগলের কোন সম্পর্ক নেই !
…
(১৯১)
আবেগের সৌন্দর্য্য উদ্যমে; যে যত আবেগী, সে তত উদ্যমী।
আবেগহীন মানুষ উদ্যমী হয় না।
(১৯২)
যে ব্যয় করতে জানে না, তার সব উর্পাজনই বৃথা।
ব্যয় না জানলে অর্থ উর্পাজন করা অপরাধ।
(১৯৩)
প্রথমবার বই পড়তে হয় যে বইটি পড়তে হবে
তা নির্ধারণের জন্য।
(১৯৪)
বড়’র ভাব দেখাতে দেখাতে শেষর্পযন্ত মানুষ আর বড় হতে পারে না,
ছোটই থেকে যায়।
(১৯৫)
রীতি হচ্ছে অন্ধত্ব পরিচালনার নির্বোধ পদ্ধতি;
অন্ধরা এর বাইরে যেতে পারে না।
(১৯৬)
যত নিঃসঙ্গই হোক, চাইলেই কেউ হারাতে পারে না;
ভিড়ের মধ্যেই নিজেকেই হারাতে হয়।
(১৯৭)
যার মন খারাপ হয় না,
তার মন ভালো থাকার বিষয়টাও কাল্পনিক।
(১৯৮)
ব্যক্তির চেয়ে পদ ও পদবি বড় হয়ে গেলে
ব্যক্তি অন্ধত্বের বন্দী হয়ে যায়;
আর সেই অন্ধের কাছে মানুষ হয়ে যায় তুচ্ছ।
(১৯৯)
সমস্যা না-থাকাটাই বড় সমস্যা।
(২০০)
সমাপ্তি বলে কিছু নেই, আরেকটা শুরুর নামান্তর।
মন্তব্য
১৯১, ১৯২ বেশি ভালো লাগলো।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
অনেক ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সত্যিই সমাপ্ত বলে কিছু হয়না। আর তাই স্বপ্ন দেখতে ইচ্ছে করে। বাসি স্বপ্ন দেখার অভ্যেস আমার আজও গেলোনা। তাই সুমনের ভাষায় বলি - "হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।" জীবন তো একটাই তাই স্বপ্ন দেখব বৈকি... কথা দিয়ে কি স্বপ্নকে রুখে দেওয়া যায়। তাই আমি বা তুমি যাকে ভালোবাসি তার জন্য স্বপ্ন দেখেই যাবো । পৃথিবী তো তার অন্যরকম ভাবনা নিয়ে চলবেই...
আসলে জগত-সংসারটা কোন একটা সূত্রের মধ্য দিয়েই চলে। বিজ্ঞান সে সূত্রটাকে আবিষ্কার করে, দর্শন তার বিমূর্ততাকে উপলব্ধি করে। সেই উপলব্ধিগুলোই আমাদের একেকজনের কাছে একেকরকম চিহ্নায়ক হয়ে আসে, এই আর কি ! উৎবচন কি আর তার বাইরে !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
না, বাইরে নয় । এর মধ্যেই সমাহৃত। এতটাই সম্পৃক্ত যে সব ভাবনাকে ছাপিয়ে মূর্ত হয়ে উঠে বারবার, পাশাপাশি আপনার কবিতা......
২০০ নাম্বার বচনটা কঠিন দিয়েছেন !
বাকিগুলোও ভাল লেগেছে
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
উচ্ছলা ধন্যবাদ। হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এক কথায় দারুণ!
এক কথায় বলতে গিয়েই তো এই নিদারুণ অবস্থা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এক কথায় দারুণ!
সমস্যা না-থাকাটাই বড় সমস্যা। সবচেয়ে সেরা কথা।
যে বলে কোন সমস্যাই নাই, বুঝতে হবে, তার এখনো জন্মই হয় নি ! আর সবচেয়ে সেরা বলে কিছু নেই। হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রতিটিতেই মুগ্ধ.....তবে শেষেরটাই বেশী ভাল লেগেছে কেন জানি।
হুমম ! সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে, মুগ্ধতা এক বিভ্রান্তির নাম, যা চেতনাকে নিরুদ্ধ করে ফেলে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৯১/৯২/৯৪-এর সাথে চূড়ান্তভাবে সহমত
জগতে চূড়ান্ত বলে কিছু নেই, সবই আপেক্ষিক !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এটা ভালো লাগল। এভাবে চিন্তা করিনি।
এটা পড়ে একটা গানের কথা মনে পড়ল। প্রথম লাইনটা এমন- শেষ বলে কিছু নেই,সে শুধুই শুরুর আর এক রঙ। কী অদ্ভুত মিল!
_________________
[খোমাখাতা]
আকস্মিক মিলের ব্যাখ্যা হতে পারে এরকম, মানুষের চিরায়ত উপলব্ধিগুলোয় এক ধরনের সাদৃশ্য থাকে, যা প্রত্যেকটি মানুষের মধ্যে এক আবহমান একাত্মবোধের জন্ম দেয়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
১৯৫ বেশি ভালো লেগেছে।
এখানেই সৃজনশীলদের সাথে ট্র্যাডিশনালদের পার্থক্য তৈরি হয়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভালা পাইলাম।
২০০ নম্বরের সাথে যোগ করি ---
''যাওয়া বলে কিছু নেই, সবই ঘুরে-ফিরে আসা''
শূন্যতায় মাথা কুটে ফিরে আসে সমস্ত সংলাপ
সব শীৎকার, চীৎকার
বিশাল রণপা-য় চেপে
প্রাচীন গোধূলী ফিরে আসে,
নীলিমা ভ্রমণ শেষে ঘরে ফেরে পাখি,
নদী, তারও গতি নয় শুধূই সাগরে
সে-ও মেঘে মেঘে ঝর্ণার নিকটে ফিরে আসে।
শুধু , শুধু
একবার চলে গেলে
নারীরা ফেরে না।
অরুণাভ সরকার
---------------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ...
চমৎকার মন্তব্যে জাঝা !
একবার চলে গেলে আসলে কেউ ফেরে না ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ব্যয় না জানলে অর্থ উর্পাজন করা অপরাধ
facebook
সমস্যা হলো তাঁদের, যারা ব্যয় করতে জানে, কিন্তু উপার্জনের উৎস নেই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বাহ। ভালো লাগলো।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ছোট থাকতে ডায়রির নিচে ছাপানো কথা গুলো পড়তাম, এখনও যে পড়িনা তা না, ভাল লাগে। আপনার উৎবচন গুলো ভাল লাগল।
আপনার ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
এগুলো আসলে কোন সিদ্ধান্ত নয়, নিজস্ব উপলব্ধি থেকে ছেঁকে তোলা কিছু প্রশ্নমালা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
একটা আরেকটার চেয়ে বেশি জোস! কোনটা ছেড়ে কোনটার কথা বলি?
আপনি তো ছেড়ে কথা বলার মানুষ না ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এক কথায় কালজয়ী!
চারদিকে ছাগলের উৎপাত যে কী পরিমাণ বেড়ে গেছে তা সচলের নিরিবিলি ঘরে টের পাওয়া যায় না ! মুহূর্তেই লেঞ্জা বেরিয়ে যায় !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এবারের সেরা ১৯৫
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুমম ! এজন্যেই তো বুনোহাঁস ! নইলে কি আর বুনো শোভা পেতো !! হা হা হা !!
(অ.ট: যতটুকু মনে পড়ছে আমি যেন কোথাকার এক কাপ চা পাওনা আছি এখনো...)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন