| ঘড়ায়-ভরা উৎবচন…|২০১-২১০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ৩১/০১/২০১২ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নিরবচ্ছিন্ন দর্শনপাঠে নিমগ্ন হয়ে হঠাৎ খেয়াল হলো- হাবিজাবি লেখালেখি প্রায় থেমেই গেছে ! অন্তত আজকের দিনটাকে পুরনো বর্জ্য দিয়েই না হয় ভরে রাখি ! কারণ, জীবনে এমন সময়ও বুঝি এসে যায় যখন নিজের জন্মদিনটাকেও সন্ত্রাসীর মতো মনে হয় !!
আর তাই পোস্টে ঢোকার শুরুতে সেই পুরনো সতর্কবাণীটাই ফের অর্থহীন গেঁথে রাখি-
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তায় যাঁদের সংবেদনশীলতা রয়েছে
তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে
!

(২০১)
যে সত্য প্রকাশ করা যায় না, তার কোন ব্যবহারিক মূল্য নেই।
যার ব্যবহারিক মূল্য থাকে না, তা অর্থহীন অপ্রয়োজনীয়।

(২০২)
যে প্রশ্নের উত্তর জানি বলে আমরা মনে করি, তা নিয়ে কেউ ভাবি না।
শেষ পর্যন্ত উত্তরটা আর জানা হয় না আমাদের;
এবং সবচেয়ে কম জানি সেটাই।

(২০৩)
চিন্তারাজিকে সীমাহীন উন্মুক্ত না-করলে বিজ্ঞান-মনস্ক হওয়া যায় না;
আর মুক্তচিন্তাকে অবরুদ্ধ না করলে প্রচলিত ধার্মিক হওয়া সম্ভব নয়।

(২০৪)
বিজ্ঞান-প্রদত্ত সমস্ত সুবিধা গ্রহণ করেও যখন ধর্মের ধ্বজাধারীরা
বিজ্ঞানের বিরুদ্ধেই যুদ্ধরত হন,
তখন বুঝতে হবে এদের নৈতিকতা ভণ্ডামোতে ভরা।
ভণ্ডামো দিয়ে মানবতার কোন উপকার হয় না।

(২০৫)
মিল বা অমিল কোনোটাই না-থাকা হচ্ছে অলীক-অবস্থা।
চিন্তা হচ্ছে সে-রকম একটা বিষয়, যার
অলীকত্ব ঘোচাতে তাকে দৃশ্যমান করতে হয়।

(২০৬)
ভাষার প্রাণ যেমন কথায় নয় দেহে,
দেহভাষার প্রয়োগ না ঘটলে কথারা হয়ে যায় অর্থহীন নিষ্প্রাণ;
লেখারও দেহভাষা থাকে,
উত্তীর্ণ লেখক সেই দেহটিকে আবিষ্কার করেন।

(২০৭)
ভবিষ্যৎ সমৃদ্ধ করতে গিয়ে অতি হিসেবি যারা
বর্তমানকেই বঞ্চিত করে ফেলেন,
তাদের ভবিষ্যতও এক অধরা কাল্পনিক সত্তা হয়েই থাকে।

(২০৮)
যার কাছে অর্থ নেই, তার অবস্থা শোচনীয়;
যার কাছে অর্থ ছাড়া আর কিছুই নেই, তার অবস্থা আরো শোচনীয়।
কিন্তু মানুষের চূড়ান্ত মোহ মধ্যপন্থায় চলতে অভ্যস্ত নয়।

(২০৯)
কথায় বলে- ‘সব জিনিসের মূল্য আছে, মানুষের দাম নাই।’
কথাটা ভুল; কারণ দাম উঠলেই মানুষ পণ্য হয়ে যায়। এবং
নিজেকে সেরা পণ্য বানাতেই মানুষ একে অন্যের তীব্র প্রতিযোগী।

(২১০)
দুই কান কাটা গেলেই যে মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারে,
এটাই নির্লজ্জ হওয়ার সবচেয়ে বড় ক্রেডিট বা সুবিধা।


[১৯১-২০০][*][২১১-২২০]


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

উৎবচন বরাবরের মতো ভালো লেগেছে দাদা। ২০৬ - এ যে আভাস আছে, ২১০ এ এসে এক প্রকার থমকে যেতে হয়। হয়তো শেষের শুরু কিংবা শুরুর শেষ।

শুভ জন্মদিন দাদা। অনেক ভালো থাকুন। শুভকামনা। হাসি

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তদানিন্তন পাঁঠা এর ছবি

শুভ জন্মদিন।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মরুদ্যান এর ছবি

উত্তম জাঝা! । ২০৭ নং টা আমি নিজেই সবাইকে বলে বেড়াই। জন্মদিনের শুভেচ্ছা!

রণদীপম বসু এর ছবি

অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রদীপ্তময় সাহা এর ছবি

সবগুলোই খুব ভালো লাগল ।
শুধু ২০১ টা নিয়ে একটু ধন্ধে আছি দাদা ।
২১০ টা সবচেয়ে ভালো লেগেছে ।

আপনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ।
খুব ভালো থাকুন ।

রণদীপম বসু এর ছবি

ধন্ধের মানে হলো হয়তো কিছু প্রশ্নের জন্ম দিয়েছে এটা। এবং উৎবচনের উদ্দেশ্যও তা-ই।
অনেক ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আশফাক আহমেদ এর ছবি

২০৭ আর ২০৯ চমৎকার।
আর জন্মদিনের শুভেচ্ছা তো রইলোই

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন! ভালো থাকুন, আনন্দে থাকুন সবসময়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রণদীপম বসু এর ছবি

ভালো না থেকে উপায়ও নেই পাণ্ডব দা ! থাকতেই হবে। ভালো থাকুন আপনারাও, সবসময়...।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আজহার এর ছবি

গুল্লি

ভালো লাগলো। ২০৮ নং টা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিলাম। অবশ্যই কোটেশন সহ......রণদীপম বসু।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্পর্শ এর ছবি

অসাধারণ! প্রত্যেকট কথা একেবারে খাটি... আমার পড়া সেরা সেট!

জন্মদিনের শুভেচ্ছা হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

নাহ্ ! আপনার লজ্জা-শরম একেবারেই গেছে ! এভাবে বলতে নেই !

ধন্যবাদ স্পর্শ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

বরাবরের মতই ভালো লাগলো, ভাবালো দাদাভাই হাসি

রণদীপম বসু এর ছবি

যাদের ভাবা দরকার, তারা যদি ভাবতো...!!

অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

চরম উদাস এর ছবি

চলুক

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

guest_writer এর ছবি

ভাল লেগেছে। ২০৭ এ এসে নিজেকেই দেখলাম মনে হল, জানি কিন্তু মানতে কষ্ট!!! ভাল থাকবেন।
ইফতি

রণদীপম বসু এর ছবি

আসলে বর্তমান হলো বাস্তব, ভবিষ্যৎ সম্পূর্ণই কাল্পনিক এবং অস্তিত্বহীন একটা ধারণা মাত্র। উৎবচনের মতো করে বলতে হয়- ভবিষ্যৎ কখনো আসে না।
বাকিটুকু উপলব্ধির বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্বপ্নহারা এর ছবি

গুরু গুরু

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

রণদীপম বসু এর ছবি

মানুষ তার স্বপ্নের মধ্যেই বেঁচে থাকে। অতএব স্বপ্ন হারালে কিন্তু সবই হারিয়ে যায় ! হা হা হা !!
অনেক ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

চলুক
তবে পয়লা বচনের যার ব্যবহারিক মূল্য থাকে না, তা অর্থহীন অপ্রয়োজনীয় বাক্যটির সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। ব্যবহারিক মূল্য অনেক কিছুরই নেই, কিন্তু অন্য মূল্য আছে, বিশেষ করে নিসর্গে এমন জিনিসের ছড়াছড়ি ।

রণদীপম বসু এর ছবি

তাই কি ? আমি তো নিসর্গে এমন কিছু দেখি না যার ব্যবহারিক মূল্য নেই ! তাছাড়া ব্যবহারিক বলতে কি স্পর্শযোগ্য বস্তুগত কিছুকেই বোঝাতে হবে !! মনে হয় না। নিসর্গ ধ্বংস করে দেন, বুঝবেন এর ব্যবহারিক মূল্য কী !!
দুনিয়াটা এফোঁড়-ওফোঁড় করতে উদ্যত দৃষ্টিধারী সত্তার অধিকারী অণুকে আমি কি বোঝাতে পারলাম কিছু ? হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি
ধৈবত(অতিথি) এর ছবি

ওরেদ্দারূণ! সবগুলাই।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

যুমার এর ছবি

উৎবচনগুলো ভাল লেগেছে।
জন্মদিনের শুভেচ্ছা।

রণদীপম বসু এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।