• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

| চতুষ্পদী কষ্টগুলো… |০১-০৫|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২২/০২/২০১২ - ১১:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলে একটা সিরিজ শুরু করে কিছুকাল ডিংডং করে অতঃপর সেটাকে অসমাপ্ত রেখে আরেকটা শুরু দিয়েছি। সেটাও আবার কিছুকাল পর বেওয়ারিশ রেখে অন্যদিকে সটকে পড়েছি, এরকম ভুড়িভুড়ি নমুনার বয়স্ক সাক্ষিরা সচলে বহাল তবিয়তেই ঘোরাঘুরি করছেন। সেই ঐতিহ্য ধারণ করে এবার যে সিরিজটা শুরু করতে যাচ্ছি তার জন্যে বহুৎ শক্ত কলজের দরকার। কেননা একাধারে গোটা কবিতা লিখে ফেলে বাঘা বাঘা সচলদের শ্যন দৃষ্টি এড়িয়ে পাঠককে ফাঁকি দেয়ার মুরোদ অন্তত আমার যে কুলোবে না সেটা হলফ করে বলতে পারি। তাই এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, এই সিরিজের পরিণতিও সেরকম না-হয়েই যায় না। আপাতত টুকরা-টাকরা পঙক্তির এই ভাঙাচোরা সিরিজে তাঁদেরকে অভিনন্দন যাদের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ থাকবে। হা হা হা !


.
(০১)
হঠাৎ দেখেই তুমি বিস্ময়ে ওঠলে বলে-
ওমা! নদীর কি লজ্জা নেই কোনো !
সত্যি কি জানতে না তুমি-
নদীরা এমনই হয় তোমার মতোন !
.
(০২)
ফিরে তাকানো মানে দেখা নয়-
ছেঁড়াখোড়া স্মৃতি রোমন্থন।
যখনই ফিরে তাকাও তুমি, বুঝে যাই-
এবার আসন্ন হলো বিস্মৃতির কাল !
.
(০৩)
যতোটা দূরে গেলে আমাকেই দেখতে তুমি,
সেটুকু না হলো যদি, কেন আর ধরে রাখা ?
আমি তো চাইনি হতে-
তোমার কপোল ছুঁয়ে চশমার কাচ !
.
(০৪)
অহেতুক চমকে ওঠে
অতঃপর আমাকেই হেতু করো তুমি;
অথচ বুঝলেও না তা-
অর্থ নয়, অর্থহীনতাই সৌন্দর্য তোমার !
.
(০৫)
যখন জানলে প্রথম- বৃক্ষেও আগুন থাকে,
পুড়ে যাবে ভেবে আমাকে ছোঁওনি তুমি !
আমিও জেনেছি পুড়ে- আগুনে আগুন পুড়ে,
এটুকু জানলে না শুধু- সে কোন্ আগুনে তুমি অন্যকে পোড়াও !
.

(চলবে…)

[*] [০৬-১০]


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
রণদীপম বসু এর ছবি

(Y)

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পরিবর্তনশীল এর ছবি

এরকম নম্বর দিয়ে দিয়ে কবিতা একসাথে পোস্ট করলে শুধু একটার সাথে একটার তুলনা করতে ইচ্ছে করে।

যাই হোক 'আগুনে আগুন পুড়ে' সেইরকম লাগলো।

রণদীপম বসু এর ছবি

পরিবর্তনশীলতা আছে বলেই জগতটাই তুলনাময় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি

অহেতুক চমকে ওঠে
অতঃপর আমাকেই হেতু করো তুমি;
অথচ বুঝলেও না তা-
অর্থ নয়, অর্থহীনতাই সৌন্দর্য তোমার ! --- =DX

রণদীপম বসু এর ছবি

হুমম ! ভাবছি এটা কেন অণু'র ভালো লাগলো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হান্নান হামিদ লিখন এর ছবি

ভালো লাগলো !!

রণদীপম বসু এর ছবি

তথাস্তু !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

প্রদীপ্তময় সাহা এর ছবি

আমি তো চাইনি হতে-
তোমার কপোল ছুঁয়ে চশমার কাঁচ ।

দারুন লাগল ।
চলুক যতদিন চলে । :)

ভাল থাকবেন ।

রণদীপম বসু এর ছবি

আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিটোল এর ছবি

আমিও জেনেছি পুড়ে- আগুনে আগুন পুড়ে,
এটুকু জানলে না শুধু- সে কোন্ আগুনে তুমি অন্যকে পোড়াও !

=DX =DX

_________________
[খোমাখাতা]

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ নিটোল। সম্ভবত আমি একটি অর্থগত বানান ভুল করেছি ! এটা কি এরকম হওয়ার কথা-

আগুনে আগুন পোড়ে,

বানান বিশারদরা কই !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমিমা ইয়াসমিন এর ছবি

অর্থ নয়, অর্থহীনতাই সৌন্দর্য তোমার !

চমৎকার লেগেছে সবকটি। (Y)

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

guesr_writer rajkonya এর ছবি

আপনার বিরুদ্ধে সেই পুরোনো অভিযোগ, এত কম লেখেন কেন আপনি?

রণদীপম বসু এর ছবি

বলেন কী ! আমি তো ভাবছি অতিপ্রজনন হয়ে যাচ্ছে, আরো কমাতে হবে !! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ঝরাপাতা এর ছবি

প্রতিটা কবিতাই ভালো লাগলো। এই রকম কবিতার একটা বড় সুবিধা হলো শুরুটা করে দেয়। এরপর যতখুশি পাঠক ভাবনার স্পেসটাকে এদিক-ওদিক করুক না কেন কোথাও কোন বাধা নেই।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

রণদীপম বসু এর ছবি

যথার্থ বলেছেন ! ওটাই আসলে কবিতার ম্যাজিক। পাঠক ভাবনার জন্য স্বাধীনতা না পেলে নিজের মতো করে গ্রহণের জন্য কল্পনা অনুভব উপলব্ধি মেশাবে কী করে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

সিরিজের শিরোনামটাকে কিঞ্চিৎ সম্পাদনা করলাম। কষ্টটা যেহেতু ভালোবাসারই অবিচ্ছেদ্য উপাদান, তাই ওটাকে আলাদাভাবে উল্লেখ করাটা যুক্তিহীন মনে হলো বলে ভালোবাসার ভেতরেই কষ্টটাকে চালান করে দিলাম।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

তৃপ্তি মেটেনা কিছুতেই ! আবারো সংশোধিত হলাম সিরিজের শিরোনামে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাপস শর্মা এর ছবি

কবিতা পড়ে যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করতে গেলে মনে হয় আরেকটা কবিতা হয়ে যায়।

রণদীপম বসু এর ছবি

তো হয়ে যাক্ !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।