…
(০৬)
ভেজা হাতে ডাকি নি তোমায়-
সাঁতার জানো না বলে;
পুকুর শুকিয়ে কাঠ-
তবুও আসো নি তুমি জলের ভয়ে !
.
(০৭)
মেয়েটি দেখতে ঠিক তোমারই মতো,
চলনে বলনেই নয়, হাসি আর কান্নাও তা-ই !
আশ্চর্য দ্বৈরথে এবার আমিও দ্বিধা-ই হবো,
যুগল যুগল হয়ে মিশে রবো দু’জনার সাথেই।
.
(০৮)
তোমাকে নিয়ে চিড়িয়াখানায় যাবো না কখনো,
মানুষ ওখানে যায় চিড়িয়ার খোঁজে।
পাশে থাকলে আমি তো তোমাকেই দেখি,
লোকে যদি তোমাকেও চিড়িয়াই বোঝে !
.
(০৯)
আজ তুমি ওড়না পরোনি বলে
মেঘগুলো কেটে গেছে; তাই আজ
ধরেছি ডানার সাহস, ঝাঁপ দেবো কই !
সামনে তো ডাকছে ওই যুগল আকাশ !
.
(১০)
দেরাজে চাবির গোছা-
সব ক’টা তালা ছিলো হাতেরই নাগাল;
ভুল চাবি মেপে মেপে-
সোনার সিন্দুকে কন্যা করেছো নাকাল !
…
(চলবে…)
…
[০১-০৫] [*] [১১-১৫]
…
মন্তব্য
চমৎকার! পড়ে আনন্দ পেলাম।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
চমৎকার!
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
হুমম ! ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কবি'রা কবিতা ছাড়া বেমানান।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কবি হতে হলে আগে মানুষ হতে হয়। সেটাই তো হতে পারিনি এখনো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
৮ নম্বরটা বিশেষভাবে রেখাপাত করল দাদা। আপনার পুরনো কিছু লেখা পড়ছি , পরে জানাব এই ব্যাপারে।
facebook
হা হা হা ! এখানকার পাঁচটির মধ্যে অন্তত এই ৮ নম্বরটা যে কাব্যগুণ বিবর্জিত, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই ! কেবল দুষ্টুমি !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুব ভালো লাগলো!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন