…
(২৩১)
কৃপণ আর স্বার্থপরে পার্থক্য সামান্যই;
স্বার্থপর অন্যকে ঠকায়, কৃপণ ঠকায় নিজেকে।
(২৩২)
মানুষ যতক্ষণ প্রকৃতির সন্তান, ততক্ষণ সে মুক্ত ও স্বাধীন।
স্বাধীনতা রুদ্ধ হলেই মানুষ নাগরিক-গৃহস্থ হয়ে ওঠে।
(২৩৩)
ভালোবাসার অবয়ব বাইরেই, রঙিন বেলুনের মতো;
ভেতরে তার অদৃশ্য হাওয়া।
(২৩৪)
যিনি যত বড়, তিনি ততই নিঃসঙ্গ;
চূড়ান্ত নিঃসঙ্গতা মানেই মৃত্যু, যখন
নিজেও নিজেকে আর সঙ্গ দেয়া যায় না।
(২৩৫)
পুরুষের কৌশলগত বিশ্লেষণে নারী অসম্পূর্ণ।
কারণ, পুরুষ তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নিয়েছে নারীকে।
কিন্তু নারীর প্রতিদ্বন্দ্বী সে নিজেই; তাই সে খণ্ডিতই থেকে যায়।
(২৩৬)
মানুষের অসহায়ত্ব তার মনে, যখন
সে তার শরীর ও মগজকে হাতিয়ার বানাতে পারে না।
(২৩৭)
বিষণ্নতা এক অমূল্য সম্পদ;
বিষণ্ন হলেই মানুষ উপলব্ধির গভীরতম কুঠুরির সন্ধান পায়।
(২৩৮)
অপ্রকাশিত চিন্তার গভীরতা অপরিমেয়।
প্রকাশের আওতায় এলেই চিন্তা তার গভীরতা হারিয়ে
পরিমাপযোগ্য সীমাবদ্ধতায় চলে আসে।
(২৩৯)
মানুষ সেরকম চিন্তায় আনন্দ পায় বেশি
যা বাস্তবায়নযোগ্য নয়।
(২৪০)
ক্ষমতার নেশা মানুষের সহজাত প্রবৃত্তি।
তাই অন্য সব নেশা যত ভয়ঙ্করই হোক, তা আরোপিত বলে
কোন না কোনভাবে বর্জন করা সম্ভব।
কিন্তু ব্যক্তি মন্দ হোক বা ভালোই হোক
ক্ষমতার নেশা কখনোই ছাড়তে পারে না।
…
[২২১-২৩০][*][২৪১-২৫০]
…
মন্তব্য
দুইশো উনচল্লিশ নাম্বারটা মোক্ষম!
যেমন এই রাত তিনটার সময় সামনে মোটকা পড়ার বই আর পিসিতে সচল খুলে বসে থেকেও মনে হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যানের কথা। উত্তর ভুটানের উপত্যকা, একটা কমলার বাগান। আর একটা কমলা গাছের নীচে বসে কমলার পুডিং আর কমলাদেয়া চা খেতে খেতে আত্মজীবনী লিখছি।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ভাই কমলার পুডিং পুরা নিউ টার্ম আমার কাছে। আসলেই আছে এরকম পুডিং? রাত বাজে ৩টা ৩০!! এই সময়ে এরকম খাবারের কথা বলে জিভে জল এনে দেয়াটা পাপ
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
হুমম্ ! এইবার তন্ময়ের গতিবিধি কিছুটা আঁচ করা যাচ্ছে ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মারাত্মক!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মারাত্মক কেন ভাই !! এখানেও জীবাণু সংক্রমণ আছে নাকি !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩২ আর ২৩৭ খুব দাগ কাটল। দারুণ লাগে পড়তে।
অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
স্বাধীনতা রুদ্ধ হলেই মানুষ নাগরিক- বাহ্
চমৎকার ।
কড়িকাঠুরে
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩৯ এক্কেবারে আমার কথা রনদা।
মানে আপনে এলিয়েন গ্রোত্রের হৈতারেন ?
ডাকঘর | ছবিঘর
না না না হইলে তো ভালোই হইতো, মানে হইতে চাই আর কী
হুমম, এইবার আসল অকর্মাদের চেনা যাচ্ছে ! হা হা হা !!! (কানে কানে বলি, এইটা কিন্তু আমারও কথা !)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শেষমেষ আপনি ও রনদা
সবগুলাই ভাল লাগলো ২৩৭
এইটা হলো দার্শনিক লক্ষণ ! ভাব সুবিধার না কিন্তু ! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এগুলো কিভাবে চিন্তা করে বের করেন রণদা?
২৩৭ আর ২৩৯ তো দারুণ!
চিন্তা করে বের করি মানে !! আশেপাশের মানুষজনদের কাণ্ডকীর্তি দেখেই তো এসব উপলব্ধির জন্ম !!
কিন্তু আপনার পছন্দের দুই নমুনা দেখে তো খুব চিন্তিত আমি ! আপনার অবস্থা বড়ই জটিল- একাধারে দার্শনিক ও অকর্মা !! হা হা হা !!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সবগুলিই দুর্ধর্ষ..................
ডাকঘর | ছবিঘর
হুমম ! আপনে সুবিধার না !! হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হুম! কথা সইত্য রণ'দা। লোকমুখে এই কথা প্রায়ই শুনে থাকি!
ডাকঘর | ছবিঘর
২৪০ (্য)
ধন্যবাদ। এর বাইরে সম্ভবত আমরা কেউ নই !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩৭ ও ২৩৯ দারুন লাগলো।
আপনার অবস্থাও তথৈবচঃ ! হা হা হা ! (উপরে অনিন্দিতা চৌধুরীর মন্তব্যের উত্তর)
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই উদবচনগুলো হাজার দুয়েক বছর আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বললে এখন লোকে আপনার পূজা করতো। আপনি ভুল জায়গায়, ভুল সময়ে জন্মেছেন।
এজন্যেই তো একটা পূজ্য টাইম-মেশিনের অপেক্ষায় আছি !! এমন লোভ কে ছাড়ে !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অপ্রকাশিত চিন্তার গভীরতা অপরিমেয়। আর চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।
এই সিরিজটি বরাবরই খুব ভালো লাগে।
সৌরভ কবীর
ধন্যবাদ। চমৎকার সমন্বয় !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩৭ নম্বরটা একটু অন্য ধাঁচের মনে হল, আসলেই কি এটা অমুল্য সম্পদ।
facebook
হা হা হা ! একবার বিষণ্ন হয়েই দেখেন !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এটা বেশি ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
উৎবচনগুলো ভাল লাগল! ২৩৭, ২৩৮ সবচেয়ে ভাল লাগল! ক্ষমতার নেশা ছাড়া অন্য নেশাগুলো আরোপিত কেন?
উৎবচন প্রসব চলতে থাকুক!
ধন্যবাদ মামুন ভাই।
অন্য নেশাগুলো আরোপিত কারণ এগুলো আমাদের স্বভাবের অংশ না, অভ্যাসের অন্তর্ভুক্ত করেছি আমরা নিজেই। আমার কাছে তা-ই মনে হয়।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩৩, ২৩৭ , ২৩৯ - সেইরকম হইছে।
কীরকম ! বেলুনের মতোন ? হা হা হা !! ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভাল লেগেছে।
ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩১ আর ২৩৯ মারাত্মক হয়েছে
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
কৃপণ মানুষ না হলে তো এই দুটো একসাথে ভালো লাগার কথা না ! হা হা হা !! ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২৩৯ নম্বরটা মনটাই খারাপ কইরা দিলো। আমি সারাক্ষন চিন্তা করি, একটা দ্বীপ কিনা তাতে একটা বৃক্ষ-বাস (ট্রী-হাউস) বানামু। আমার বৃক্ষ-বাসে থাকবো শুধু বই আর বই। আমি সারাদিন শুইয়া শুইয়া বই পড়মু আর চোখ ব্যাথা করলে, সমুদ্রের দিকে তাকইয়া থাকমু। খানা-খাদ্যের ব্যাপারটা এখন ও চিন্তা কইরা শেষ করতে পারি নাই।
আপনার উৎবচন পইড়া মনে হইলো এইটা জীবনে বাস্তব হইবো না। মনটাই খারাপ হয়ে গেলো। সত্য কথা জিনিষটা আসলে ভালা না।
২৩২ আর ২৩৭ টা খুব ভালো লাগলো।
আইলসা
বাস্তবায়ন হয়ে গেলে এখন যে মজাটা পাচ্ছেন, সেটা কি আর পাবেন ? এখানেই স্বপ্ন আর বাস্তবতার ফারাক !
সেই রবি বুড়ো বলেছিলেন না- 'ভালো যতো কম হয় ততো ভালো ! ' হা হা হা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বাস্তব জিনিষটা ভাই খ্রাপ, খুবই খ্রাপ।
এই জন্যেই আমি অনেক কিছু লিখে ফেলব ভেবেও লিখে উঠতে পারিনা।
বরাবরের মতই অসাধারণ।
যাক্, অন্তত আপনি চিন্তার মান-ইজ্জত নামাইতেছেন না এইটাই আশার কথা ! হা হা হা !! ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা অতিথি হিসেবে মন্তব্য করতে পেরেছি।
রিপন ঘোষ
ধন্যবাদ রিপন। এবার লেখালেখিও শুরু করে দেন দেখি !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন মন্তব্য করুন