নিরপেক্ষ !

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ০৬/০২/২০১৩ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


কী বললেন ? চাই না বিচার ?
কে বলেছে ! এ অনাচার !

বিচার তো চাই, কিন্তু তবে…
স্বচ্ছ বিচার হতে হবে,
অমুক আমার ‘মুক্তি’ ছিলেন, দেখেন নিয়ে খোঁজ !
তাই
যা বলি তা ডিরেক্ট বলি
নিরপেক্ষতা মেনেই চলি
মানবতার পক্ষে আমি, জানাচ্ছি হররোজ !

কিন্তু রে ভাই বলি কিনা,
হুজুগ-নাঁচা লোক আমি না।

থাকবে নজর সামনে দিকে
অতীত এখন বেজায় ফিঁকে
সামনা ছেড়ে কেন্ যে বাপু পেছন নিয়ে ঘাঁটো !
সব ভেদাভেদ ভুলে গিয়ে
সবাইকে আজ সঙ্গে নিয়ে
উন্নতিটা করতে দেশের ভালোর দিকে হাঁটো !

আপনিই কন, ভুলটা কোথায় ?
দেশের ভালো কে-ই-বা না চায় !

গণ্ডগোলের, স্যরি স্যরি,
মুক্তিযুদ্ধের কে কাণ্ডারি-
প্রশ্নটা কি দোষের কিছু ? ইচ্ছে কি নেই জানার !
তবু
বেয়াদব ওই ছোকরাগুলো
ইতিহাসের বোঝে নুলো !
মুখের উপর বলে কিনা, আমি রাজাকার !

(০৬-০২-২০১৩)


মন্তব্য

মাহফুজ খান এর ছবি

তুই রাজাকার!!

অকুতোভয় বিপ্লবী এর ছবি

ছন্দবাজি ব্যাপক লাগল দাদা চলুক

ছড়াটা পড়েই ফারুক গুয়েবাড়াদার চেহারাটা সবার আগে সামনে ভেসে উঠল দেঁতো হাসি
আজকে শাহবাগে কী হয়েছে জানেন? গুয়েবাড়াদা ভাষণ দিতে গেলেন। তিনি বলতে লাগলেন - এই সরকার খালি আঁতাত করে, ৭২ এ সব রাজাকারকে মাফ করে দিয়েছে, ৯৬ তে তারা জামাতের সাথে আঁতাত করেছে ক্ষমতায় আসার জন্য, আর এখন তারা আঁতাত করেছে আবার জামাতের সাথে ক্ষমতায় যাওয়ার জন্যেই ... এইটুকু বলার পরই তার মাইক বন্ধ করে দেয়া হল :'(

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অরফিয়াস এর ছবি

দেখছি আমরা পাশেই ছিলাম, হাসতে হাসতে শেষ !

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

রণদা দারুন হয়েছে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অমি_বন্যা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

অত্যন্ত দুঃখজনকভাবে দেশের জনসাধারণের একটা বড় অংশই এই ভণ্ড নিরপেক্ষতায় বিশ্বাসী। আপনার ভাব প্রকাশটা এত চমৎকার হয়েছে যে, ছন্দের ছোটখাটো পতনগুলো অগ্রাহ্য করলাম।

নির্ঝর অলয়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।