দশ বছর পরের আমি

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: সোম, ১২/০৫/২০০৮ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কম্পিউটারের সামনে বসে আছি। কিছু একটা লিখতে ইচ্ছা করছে, কিন্তু কি লিখব বুঝতে পারছি না। দশ বছর ধরে লিখছি, কিন্তু লেখার আগে প্রতি সময়ই এরকম মাথা ফাঁকা হয়ে যায়।

হঠাত পিছন থেকে ঝাঝালো কন্ঠ শুনে সম্বিত ফিরে পেলাম।

"কি সেই সকাল থেকে দেখছি কম্পিউটারের সামনে বসে আছ। বলি রাত দিন কম্পিউটারের সামনে বসে থাকলে সংসার চলবে?"

কন্ঠের অধিকারী আর কেউ না। আমার একমাত্র বউ। বিয়ের আগে ওর কন্ঠস্বর শুনতে কত ভালো লাগতো। এখন ওর গলার স্বর শুনলেই মনে হয়, কানে শুনতে না পেলে কি ক্ষতিটা হোত?

নিশ্চয়ই হয় বাজারে যাওয়ার হুকুম জারি হবে, নাহলে রন্টু ঝন্টু কাউকে স্কুল থেকে আনতে যেতে হবে। বলি, কথায় কথায় এত নারীর সমান অধিকার চাই, হেন চাই, তেন চাই, তাহলে বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাও না একদিন। আমাকে একটু শান্তিতে মরতে দাও।

চিন্তা করছি, ততক্ষনে বউ আমার কম্পিউটারের সামনে এসে দাঁড়ালো। সন্দেহের চোখে কম্পিউটারের স্ক্রীণের দিকে তাকাচ্ছে।
ভাগ্য ভালো ম্যাসেঞ্জার থেকে বেরিয়ে গেছি।

আমি বউয়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলাম। ভাবখানা এমন, কতদিন পরে তোমাকে দেখলাম! অবশ্য মনে মনে মেজাজ খারাপ। আরে বাবা, তুমি পিছন থেকে কথা বললেও তো আমি শুনি। সামনে এসে বলার দরকারটা কি? আর কম্পিউটারের দিকে এমন ভাবে তাকাচ্ছো কেন? বিয়ে করেছি বলে আমার কোন সাধ আহ্লাদ নেই?

বউ অবশ্য আমার মিষ্টি হাসিতে তেমন একটা প্রভাবিত হল বলে মনে হয় না। চেচিয়ে উঠলো, "আজো আশরাফুলকে নিয়ে গল্প লিখছ? বলি, তোমার এই গোবর মাথা থেকে কি আর কোন আইডিয়া বের হয় না?"

মহিলার আন্দাজ শক্তি মনে হয় খোদা দেন নাই। নাইলে এত কাছে থেকে ফিসফিস করে বললেও যে আমি শুনতে পাবো, সেখানে হেড়ে গলায় চেচানোর দরকারটা কি? কিন্তু আবহাওয়া বেশ গরম। এখন উনাকে দুরত্ব আর শব্দের গতির সম্পর্ক বিষয়ক কোন জ্ঞান না দেওয়াটাই নিরাপদ বলে মনে হল।

আমি একটু হে হে করে হাসার চেষ্টা করলাম...বললাম, পড়ে দেখবে নাকি?

তুমি কি লিখ, তা আমার ঢের জানা আছে। আর পড়তে হবে না। কেউ পড়ে বলে তো মনে হয় না।

-কি বল কেউ পড়ে না। আগের গল্পে তিন তিনটা মন্তব্য পেয়েছি। এই যে দেখ...

মাউসের কাছে হাত পৌছানোর আগেই আমার বৌ এর হাত মাউসে চলে গেল।

"এই মেয়ে কে? তোমার প্রতি গল্পে এই মেয়ে কমেন্ট করে কেন?"

-আমি কি করে বলব? মনে মনে প্রমাদ গুনলাম।

-আর তো কেউ কমেন্ট করে না। আর এই মেয়ে দেখা যায় হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে।

-কে বলেছে আর কেউ কমেন্ট করে না? আমি অতিথি লেখকের লেখা কমেন্ট দেখিয়ে দিই। ( ভাগ্যিস আমিই অতিথি হয়ে আমার লেখায় মন্তব্য করছিলাম)

অতিথি লেখকের কমেন্ট পড়ে বৌয়ের মাথা মনে হয় কিছুটা ঠান্ডা হল।

- তা তুমি লিখ ভালই। কিন্তু গল্পই যদি লিখবে, তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন হতে যাও কোন দুঃখে? অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হতে পারো না? নজর বড় কর। বুঝলে, নজর বড় কর।

আমি মাথা নাড়লাম। নজর বড় করব। হায় রে, নজরই যদি বড় করতে পারতাম, তবে তোমার মত মহিলাকে বিয়ে করি?

-যাহোক এসব ছাইপাশ লিখলে সংসার চলবে না।রন্টুর অঙ্ক খাতা দিয়েছে। ফেল করেছে। কি ছাতার অঙ্কের মাস্টার হলে? তোমার ছেলে অঙ্কে ফেল করে? এসব লেখালেখি না করে রন্টুকে অঙ্ক শিখাতে পারো না? যাও ওকে অঙ্ক করাও গিয়ে।

আমি কথা না বাড়িয়ে রন্টুর রুমের দিকে গেলাম। রন্টু মনযোগ দিয়ে ভিডিও গেমস খেলছে।

-বাবা রন্টু, কি করিস রে সোনা?
-বাবা যাও তো, বিরক্ত কোরো না। দেখছো না, আমি ব্যস্ত?
- অনেক তো খেললি, যা অঙ্ক বইটা নিয়ে আয় একটু, অঙ্ক করি।
-এখন অঙ্ক করব কেন?
-কারণ তোর মা বলেছে।
- মা বললেই অঙ্ক করতে হবে?
- হ্যাঁ বাবা, মা বললেই করতে হবে। মার কথার অবাধ্য হওয়া ভালো না।

রন্টু বই নিয়ে এল।
আচ্ছা রন্টু বল তো, দুই দু গুনে কত?
রন্টু কিছুক্ষন চিন্তা করে বলল, পাঁচ।

আমি ফোঁস করে নিশ্বাস ফেললাম। আজকে দুপরের আগে ১০ এর ঘরের নামতা পর্যন্ত মুখস্থ করাতে হবে, নাহলে দুপুরের ভাত বন্ধ।

রন্টুর না, আমার।


মন্তব্য

নিঝুম এর ছবি

কি আর বলি!!! সব কথাইতো আমার মনের কথা রে...
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

রেনেট এর ছবি

ভাবীকে আমার ব্লগের লিঙ্ক দিছস নাকি দেস নাই?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

শাহীন হাসান এর ছবি

সুলিখিত হয়েছে। ভাল-লাগলো গল্পটি ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

রেনেট এর ছবি

ধন্যবাদ শাহীন ভাই। হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিন্দিতা এর ছবি

চমৎকার।

রেনেট এর ছবি

ভালো লাগলো জেনে খুশি হলাম হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

নাহলে দুপুরের ভাত বন্ধ।

একমাত্র বউ
সম্পর্কে যা প্রেমময় মনোভাব তাতে শুধু আজকে দুপুরের কেন রাতের, সকালের, বিকেলের, দুপুরের, কালকের, পরশুর, তরশুর, নরশুর ............ হলেও খুব অনুচিৎ হবে না!

লেখার ধরনটা মজার হাসি

রেনেট এর ছবি

খাইছে, আপনি দেখা যায় আমার খাওয়া দাওয়া চিরতরের জন্য বন্ধ করে দিচ্ছেন!
ধন্যবাদ প্রশংসার জন্য হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ফারুক ওয়াসিফ এর ছবি

কেয়া আইডিয়া! বহুত খুব বহুত খুব!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

রেনেট এর ছবি

আপনাদের মত বড় মাপের লেখক প্রশংসা করলে লজ্জা পাই।
ধন্যবাদ হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

দারুণ হয়েছে গল্পটা! হেহেহেহে।

ফেরারী ফেরদৌস

রেনেট এর ছবি

হেহেহে হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

রেনেট ভাই , আপনে দেখি একটার পর একটা গ্রেনেড মারতাছেন, হাহা দারুন লিখসেন, বেশি জোস, পাঁচ তারা দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রেনেট এর ছবি

ধন্যবাদ শেয়াল পন্ডিত দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আপনার গল্পগুলো খুব মজাদার।
চালিয়ে যান।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসী ভাই। অণুপ্রেরণা পেলাম হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি

- এইতো আপনার দিব্যচোখ খুলছে।
দশবছর আগেই খুলে যাওয়াতে বেঁচে গেলেন আপনি। এখন আর বিয়ে-থা'র দিকে পা বাড়িয়েন না।

বিয়ে মানে হলো একটা বাঁশ। এটা লম্বায় প্রায় আপনার জীবনের সমান। বিয়ে করার পর থেকে এই জিনিষটা প্রথম দিকে একটু একটু করে অন্দরে প্রবেশ করতে শুরু করলেও শেষের দিকে আস্কিং রানরেট বেড়ে যাওয়ায় গতিবৃদ্ধি করে জাপানের চুম্বক ট্রেনের সমান গতি প্রাপ্ত হয়। এই গতিতে গল্প লেখারও টাইম পাইবেন না জনাব।

আসেন, দলে ভিড়েন। চুম্বক ট্রেনের গতিতে বংশ প্রদিত হবার ঘোর বিরোধী আমরা।
প্রাউডলী আর লাউডলী বলেন ইয়া হাবিবি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেনেট এর ছবি

ইয়া হাবিবি হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
এবারেরটা একদম .... কি বলব .... চুরান্ত রকমের ফাটাফাটি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান আবীর এর ছবি

মজা পাইলাম...ইয়া হাবিবি...

---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

রেনেট এর ছবি

মেয়েদের পিছনে ঘুরে লাভ নাই। চলেন চিরকুমার সভা শুরু করি।
ইয়া হাবিবি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধুসর গোধূলি এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

জ্বি
বিশেষ ধরণের সমস্যায় পড়লে কাউয়া নাকি বলে গাবের দিকে আর চোখ তুলে তাকাবে না।
সমস্যা শেষ হইলে বলে, 'গাব খাবো না, তাইলে খাবো কি?'

গল্প অতিশয় উপাদেয় হয়েছে, রেনেট।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রেনেট এর ছবি

ধন্যবাদ শিমুল আপা হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতিথি লেখক এর ছবি

আহারে আগে কি সুন্দর দিন কাটাইতাম হাসি

কঠিন হইছে ভাই। অবশ্য এই কমেন্ট বউ দেখলে আমার খবর আছে দেঁতো হাসি

দিল্লীকা লাড্ডু খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন। তাই খাইয়া পস্তানোই ভাল।

এজাজ

রেনেট এর ছবি

খাইতে তো চাইই...কিন্তু লাড্ডু তো পাই না চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কনফুসিয়াস এর ছবি

কঠিন মজা পেলাম। দারুণ গল্প!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রেনেট এর ছবি

ধন্যবাদ, কংফু ভাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আলমগীর এর ছবি

রেনেট
লেখা অতিশয় উত্তম হইয়াছে। তারা দেয়ার ক্ষমতা নাই, নাইলে ৫তারা।

রেনেট এর ছবি

ধন্যবাদ। তারা দেয়ার ক্ষমতা দ্রুত হয়ে যাবে, এ আশা করি।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মাহবুব লীলেন এর ছবি

৭০ বছর বয়সে আমি। তখনও ঝামেলামুক্ত সচল৭০ বছর বয়সে আমি। তখনও ঝামেলামুক্ত সচল

রেনেট এর ছবি

আমি নাহয় আজগুবি একটা গল্প ছাড়লাম...আপনি একেবারে ছবি সংগ্রহ করে ফেলেছেন! তড়িকাটা এট্টু জানান...নিজের ফটুকটা ইট্টু দেখি...
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মাহবুব লীলেন এর ছবি

আমার ৯০ বছর বয়সের ছবি

অতিথি লেখক এর ছবি

অনেক মজা পাইলাম।সেরকম ভবিষ্যত রচনা করেছেন।মহা সুন্দর...
-নিরিবিলি

রেনেট এর ছবি

এটা সুন্দর ভবিষ্যত হইলো?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

রেনেট ভাই, আপনার মাথাতে দেখি গল্পের প্লট গিজগিজ করে। অসাধারণ!

@লীলেন ভাই, ৭০ না হয় বুঝলাম, কিন্তু চুল এত কালো কেন ??


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

মাথায় কলপ দিসে, কারন অনেক বুইড়া হইলেও সে গাছ বাইতে চাইতাসে, সামনের টাকের বিকল্প হিসেবে নাকের নিচে চুল পালতাসে ।

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রেনেট এর ছবি

আমার অস্ত্র আমাকেই ছোড়া হচ্ছে!!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

এমনই হয়রে ভাই, এরই নাম ফ্র্যাঙ্কেনস্টাইন চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

পরিবর্তনশীল এর ছবি

আপনার তো তাও একখানা বউ থাকবে। আমার তো সেটাও থাকবে না। মন খারাপ

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রেনেট এর ছবি

বিয়ে না করেই যদি আপনার মত মেয়েদের চুলের ঘ্রান নিতে পারতাম, তাহলে কি আর বিয়ে করতাম?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুলতানা সাদিয়া এর ছবি

মজার

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

অতিথি লেখক এর ছবি

আমি বউয়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলাম। ভাবখানা এমন, কতদিন পরে তোমাকে দেখলাম!
এনি মাসুদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।