২ | লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ১:৪৫অপরাহ্ন)
আমার কাছে ব্যাপারটাকে ভাল লেগেছে। হতে পারে এটা একটা ধাঁধা। যে যেমন উত্তর করে তার কাছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তেমন গোছের। চলুন না সবাই মিলে এর জবাব দিই।
আমার কাছে এটা দ্ব্যর্থবোধক। প্রথমত ভেতরের দানব দেশটাকে খেয়ে ফেলছে। দ্বিতীয়ত, বাইরের দানব তথা পরাশক্তির হা-য়ের ভেতর এই আমলে বাংলাদেশ আরো ঢুকে যাচ্ছে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
৭ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ৮:০২অপরাহ্ন)
কারণ হাঙর ছাড়া অন্য কোনো প্রাণীর দাঁত আছে এটা কল্পনা করতে আমার বেশ কষ্ট হয়
লীলু ভাই এইটা কী বললেন! প্রাণীতো প্রাণী, আরে টেংরা মাছেরই তো দাঁত আছে। পোয়া মাছেরও দাঁত আছে তবে সেটা জলপাইদের মতো, জিনিষ জায়গামতো না থেকে থাকে হাঁটুতে! আচ্ছা, জলপাই ফলের কি দাঁতাছে?
___________ চাপা মারা চলিবে কিন্তু চাপায় মারা বিপজ্জনক
৮ | লিখেছেন স্নিগ্ধা (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ৮:১২অপরাহ্ন)
ধূ গো - এমন ভয়ংকর চমৎকার আর ভয়াবহ যৌক্তিক একটা মন্তব্যের জন্য আপনাকে - উহু, কোন উত্তম জাঝা ফাঝা না, বিপ্লব টিপ্লবও না, বরং আপনার জন্য রইলো - 'এক ডালি শালী'
১১ | লিখেছেন রেনেট (তারিখ: বুধ, ২৮/০৫/২০০৮ - ১:৩৮পূর্বাহ্ন)
আমি ছোটবেলা থেকেই মাছকানা। শুধু চিংড়ী মাছটাই ঠিকঠাক মত চিনি। (এখানে ও সমস্যা, চিংড়ী মাছ নাকি মাছ না)
যাহোক, এ পোস্টের মাধ্যমে আমার জ্ঞান কিছুটা বৃদ্ধি পাইলো। ইহা একটি হাঙর
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
১২ | লিখেছেন রেনেট (তারিখ: বুধ, ২৮/০৫/২০০৮ - ১:৪৫পূর্বাহ্ন)
@ লীলেন ভাই...সে এক বিরাট ইতিহাস। পরিবার বলল ঘরে বাজার নাই। আমার কাছে টাকা ও নাই। তাই ভাবলাম ২ লাইনের একটা পোস্ট দিয়া দেখি। পাবলিক যদি পচা ডিম বা আলু ছুড়ে মারে, তাহলে আলুর ভর্তা বা ডিম ভাজা খাওয়া যাবে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
সবাই আবার বুশের চেহারাটা ওয়েব থেকে ভালো করে দেখে আসুন। হাঙ্গরের মতো নিরীহ প্রাণীর এতো বদ চোখ আর জঘন্য দাঁত থাকে না। আর জলপাই রংটা আমাদের দিলপেয়ারের রং।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
২০ | লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ৭:৫৬অপরাহ্ন)
এটা হাংগর (শার্ক) ... শার্ক আমি মারাত্মক ভয় পাই, প্লেন সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় আমি এত্ত ভয়ে থাকি, শুধু দোয়া করি যেন প্লেন সমুদ্রে ক্র্যাশ না করে, একটাই কারণ যদি সমুদ্রে ক্র্যাশ করে আর আমি না মরি তাইলে শার্ক এসে জ্যান্ত খাবে কি যে ভয়ংকর, ডিপ ব্লু (নামটা ঠিক সিওর না) নামে শার্কের একটা মুভিও আছে যেটায় একটা দম্পত্তি স্কুবা ডাইভিং করতে গিয়ে মাঝ সমুদ্রে বোটটা ওদের ফেলে চলে আসে। পারলে দেখবেন।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
২৪ | লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ৮:৪১অপরাহ্ন)
মানে বললাম যদি ভাগ্যে তাই থাকে যে প্লেন ক্র্যাশ করবেই তাইলে যেন পানিতে না করে মাটিতে করে সেটা মিন করলাম। সেধে সেধে ক্র্যাশ চাবো কেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মন্তব্য
ঐটা হাঙ্গর, জলপাই রঙের। এখনো না বুঝলে ধরে নিচ্ছি আমার লেখা পড়েন নাই, হা হা হা...
আমার কাছে ব্যাপারটাকে ভাল লেগেছে। হতে পারে এটা একটা ধাঁধা। যে যেমন উত্তর করে তার কাছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তেমন গোছের। চলুন না সবাই মিলে এর জবাব দিই।
আমার কাছে এটা দ্ব্যর্থবোধক। প্রথমত ভেতরের দানব দেশটাকে খেয়ে ফেলছে। দ্বিতীয়ত, বাইরের দানব তথা পরাশক্তির হা-য়ের ভেতর এই আমলে বাংলাদেশ আরো ঢুকে যাচ্ছে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
কিম্বা "হা"-এর ফুকোর মুখে বাংলাদেশ টাস্কি লেগে দাঁড়িয়ে আছে....
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
অনুপোস্টে (বিপ্লব)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আমি তিমিও দেখিনি হাঙরও দেখিনি
কিন্তু দেখে ধরে নিয়েছিলাম একটা হাঙরই হবে
কারণ হাঙর ছাড়া অন্য কোনো প্রাণীর দাঁত আছে এটা কল্পনা করতে আমার বেশ কষ্ট হয়
কিন্তু বাংলাশের সামনে দাঁতাল প্রাণী
ঘটনাটাতো খুবই পরিষ্কার...
কিন্তু
রেনেটের মাত্র দুই লাইনের পোস্ট
এর ঘটনা কী?
নাকি গ্রাজুয়েশনের পরে এখন আর এসবে হুদাটাইম দেবার সময় নাই?
শিগ্গির উইকিপিডিয়া থেকে হাঙর আর তিমির ছবি দেখে নিন । এটা হাঙর ।
- এনকিদু
লীলু ভাই এইটা কী বললেন! প্রাণীতো প্রাণী, আরে টেংরা মাছেরই তো দাঁত আছে। পোয়া মাছেরও দাঁত আছে তবে সেটা জলপাইদের মতো, জিনিষ জায়গামতো না থেকে থাকে হাঁটুতে! আচ্ছা, জলপাই ফলের কি দাঁতাছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূ গো - এমন ভয়ংকর চমৎকার আর ভয়াবহ যৌক্তিক একটা মন্তব্যের জন্য আপনাকে - উহু, কোন উত্তম জাঝা ফাঝা না, বিপ্লব টিপ্লবও না, বরং আপনার জন্য রইলো - 'এক ডালি শালী'
এর চেয়ে যুৎসই কিছু আর হয়? আপনার জন্য?
আমি তো এটারে হাঙর হিসেবেই জানতাম
কিন্তু সদ্য গ্রাজুয়েট রেনেট যখন এটারে তিমি বলে বসলো তখন ভাবলাম হলেও হতে পারে। যতই হোক শিক্ষিত মানুষ ভুল করতে পারে না
কিন্তু এখন দেখি সবাই আমারেই মাছ চাষ শেখাচ্ছে....
০২
জলপাই বিচির কিন্তু দাঁত আছে
বিচির উপরে ছোটছোট বিচিবিচি দাঁত
বিচির উপরে ছোটছোট বিচিবিচি দাঁত
হা হা হা ... হো হো হো... লীলেন ভাই, দম বাইর হইয়া গেলো।
আমি ছোটবেলা থেকেই মাছকানা। শুধু চিংড়ী মাছটাই ঠিকঠাক মত চিনি। (এখানে ও সমস্যা, চিংড়ী মাছ নাকি মাছ না)
যাহোক, এ পোস্টের মাধ্যমে আমার জ্ঞান কিছুটা বৃদ্ধি পাইলো।
ইহা একটি হাঙর
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
@ লীলেন ভাই...সে এক বিরাট ইতিহাস। পরিবার বলল ঘরে বাজার নাই। আমার কাছে টাকা ও নাই। তাই ভাবলাম ২ লাইনের একটা পোস্ট দিয়া দেখি। পাবলিক যদি পচা ডিম বা আলু ছুড়ে মারে, তাহলে আলুর ভর্তা বা ডিম ভাজা খাওয়া যাবে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ফারুক ভাই দারুণ বলেছেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এইটা তিমি না। এইটা একটা হাঙ্গর।
তবে ভাই শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীটাকেই একদল হাঙ্গর গিলে খেতে চাচ্ছে।
কির্তীনাশা
ঠিক।
পড়েছি। বয়স কম বলে মন্তব্য করতে পারলাম না।
-জুলিয়ন সিদ্দিকী
হাঙরটি কিন্তু হালকা জলপাই রঙের!
- অপ্রিয়
হু
সবাই আবার বুশের চেহারাটা ওয়েব থেকে ভালো করে দেখে আসুন। হাঙ্গরের মতো নিরীহ প্রাণীর এতো বদ চোখ আর জঘন্য দাঁত থাকে না। আর জলপাই রংটা আমাদের দিলপেয়ারের রং।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এটা হাংগর (শার্ক) ... শার্ক আমি মারাত্মক ভয় পাই, প্লেন সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় আমি এত্ত ভয়ে থাকি, শুধু দোয়া করি যেন প্লেন সমুদ্রে ক্র্যাশ না করে, একটাই কারণ যদি সমুদ্রে ক্র্যাশ করে আর আমি না মরি তাইলে শার্ক এসে জ্যান্ত খাবে কি যে ভয়ংকর, ডিপ ব্লু (নামটা ঠিক সিওর না) নামে শার্কের একটা মুভিও আছে যেটায় একটা দম্পত্তি স্কুবা ডাইভিং করতে গিয়ে মাঝ সমুদ্রে বোটটা ওদের ফেলে চলে আসে। পারলে দেখবেন।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রোমহর্ষক ছবি। দেখা শেষ হওয়ার পর হাত দিয়া দেখি পা ঠাণ্ডা হয়ে গেছে।
হুমমমমমম এজন্যই দেখতে বললাম ... চরম ভয়ংকর
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
@ মুশফিকা মুমু
তার মানে অন্য কোথাও ক্র্যাশ করলে আপনার আপত্তি নেই?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মানে বললাম যদি ভাগ্যে তাই থাকে যে প্লেন ক্র্যাশ করবেই তাইলে যেন পানিতে না করে মাটিতে করে সেটা মিন করলাম। সেধে সেধে ক্র্যাশ চাবো কেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রণদীপম, চোখ বুশের আর দাঁত ব্লেয়ারের। আর মাথাটা হায়েনার। লুলুপ potpourri জান্তব। খেয়ে যাবে বাঙলাদেশকে।
জিজ্ঞাসু
আমার কাছে তো মনে হইতেছে দেশটা অত অসহায় না... কাইত হয়া পজিসন নিয়া খাড়াইছে... হাঙর মিয়া আরেক্টু আগাইলেই পেচ্ছাব কইরা দিবো... তারপরে দিবো একটা গাইল... (সেইটা আর এইখানে লেখলাম না... আকালমান্দরা বুইঝা লন) ______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন