ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

রেনেট এর ছবি
লিখেছেন রেনেট (তারিখ: সোম, ০৯/০৬/২০০৮ - ১১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকায় এসে কবে যে আস্তে আস্তে একেবারে যন্ত্রমানব হয়ে গিয়েছি, তা নিজে ও জানি না। নিজে দুবেলা খেয়ে পরে থাকলে পৃথিবীর আর অন্য কোন কিছুতেই যেন আমার কিছু যায় আসে না।

আমি ভালো থাকলে দুনিয়া ভালো, আমি ভালো না থাকলে দুনিয়া বড়ই নিষ্ঠুর।

আমি যে কেবল নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি, এ সত্য আজ আমাকে প্রবলভাবে নাড়া দিল।

নিঝুম আমার বন্ধু। সেই ছোটবেলার বন্ধু। ওর কারণেই সচলে আসা, ওর কারণেই আজ অনেকে আমার লেখা পড়ে, অনেকে বাহ বাহ করে, আমিও খুশি মনে ঘুমাতে যাই।

সেই নিঝুম আজ ভালো নেই। আমি জানি ও না যে ও ভালো নেই। অথচ এ খবর আমারই সবার আগে জানা উচিত ছিল। জানতে হল আরেক সচলের কাছ থেকে, তাও যখন সে আমাকে ঝাকি দিয়ে জিজ্ঞেস করেছে নিঝুমের ব্যাপারে কিছু জানি কিনা, তখন জানতে ইচ্ছে হয়েছে নিঝুম কেমন আছে।

অনেকদিন পর খুজে পেতে বের করলাম ওর ফোন নাম্বার, চেষ্টা করলাম বার কয়েক, পাচ্ছি না। জানি ও না ও এখনো এই নাম্বারে আছে কিনা।

নিঝুমের সাথে অনলাইনে ও কথা হয় না, অথচ অনলাইনে পড়ে থাকি সারাদিন। কথা বলতে শুধু ফেসবুকে কিরে কি খবর?

নিঝুমের কি হয়েছে তা আমিও পুরোপুরি নিশ্চিত নই। বা নিশ্চিত হলে ও এভাবে জনসম্মুক্ষে ওকে নিয়ে টানাটানি করা ঠিক হবে না বলেই মনে হয়।

শুধু এটুকু বলতে পারি, ও আজ ভীষণ কঠিন সময়ের মুখোমুখি।

নিঝুম, আজ হঠাত তোর কথা খুব মনে পড়ছে। তোর সাথে যোগাযোগের চেষ্টা করে ও পারছি না। ফেসবুকে যথারীতি ম্যাসেজ পাঠিয়ে বসে আছি, জানি না তুই কখন দেখবি।

নিঝুম, ভাই আমার, তুই শীঘ্রি ভালো হয়ে উঠ।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

হায় হায় নিঝুম ভাইয়ের কি হয়েছে?

আপনি জানলে আমাকেও একটু জানাইয়েন।

---------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- বন্ধুর ব্যাপারে ওয়াকিবহাল না থাকা নিয়ে কিছু বলার নেই। সবাই-ই আমরা কম-বেশি এরকম পরিস্থিতির শিকার বা শিকারী। ধরে রাখার সুযোগ থাকলে পুরাতন মুখগুলো স্মৃতিতে হারিয়ে যেতে না দেয়াই ভালো।

আশাকরি নিঝুমের জটিল কিছুই হয় নি। মামুলি যা আছে সেটা সে কাটিয়ে উঠবে, সে বিশ্বাস রাখতে চাই।

এম্রিকাতে কতবছর ধরে আছেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রেনেট এর ছবি

নিঝুমের খবর ভাসা ভাসা যতদূর শুনেছি, তাতে আশংকিত হবার মতই খবর। তারপর ও পুরাপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাচ্ছি না।
আমেরিকাতে আছি খুব বেশীদিন হয় নি, চার বছর। কিন্তু ওর সাথে শেষ দেখা বোধহয় ৯৯ সালে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পরিবর্তনশীল এর ছবি

খারাপ কিছু যেন না হয়। এই কামনা।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তীরন্দাজ এর ছবি

নিঝুমের সাথে আমার দেখা হয়েছিল ঢাকায়। বুদ্ধিদীপ্ত তরুন এক অবয়ব। দেখলেই ভাল লাগে, ছোটভাইয়ের মতো স্নেহ করতে ইচ্ছে হয়। ওর সাথে আমার বয়েসের ব্যাবধান অনেক। তারপরও বেশ কাছাকাছির মনে হয়েছে। ওর ভেতরে যে একটি বিষন্নতা কাজ করে, সেটা টের পেয়েছি। শাহীন হাসানের বিষন্ন কবিতাগুলো ওকে এতো বেশী স্পর্শ করে! নিজের ভেতরে বিষন্নতার প্রলেপ না থাকলে অন্যের বিষন্নতা এতো বেশী টের পাওয়া যায়না। অবশ্য সে সময়ে ওর বাবা অসুস্থ ছিলেন, যা ওর সে সময়ের বিষন্নতার কারণ হিসেবে ধরেছি।

আশা করছি, আপনি ওর খোঁজ পাবেন ওর বিষন্নতার কারণ জানতে পারবেন। ও এই কষ্ট থেকে নিজেকে সরিয়ে আনতে পারবে, এই কামনা করি।

আমি ওকে মেইল করবো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল। আশা করি তিনি খুব তাড়াতাড়ি সব ঝামেলা কাটিয়ে উঠতে পারবেন।

জিফরান খালেদ এর ছবি

খুব বেশি চিন্তা নিয়েন না। আমরা তো আছি।

আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমি আপনার সাথে যোগাযোগ করতে বলব।

পুতুল এর ছবি

নিঝুম, ভাই আমার, তুই শীঘ্রি ভালো হয়ে উঠ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ঝরাপাতা এর ছবি

নিঝুমের সাথে একটুক্ষণের জন্য দেখা হয়েছিলো গন্দমের প্রকাশনা উৎসবে। কথাবার্তা খুব একটা হয়নি। তবুও মনে হয়েছে প্রাণশক্তিতে ভরপুর এক তরুন। সকল জটিলতার হোক অবসান মধুর সমাধানে। এই কামণা করছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍@ জিফরান খালেদ

আপনার সঙ্গে নিঝুমের নিয়মিত যোগাযোগ আছে বলেই আন্দাজ করতে পারি। তাঁর খবরাখবর সচলায়তনে জানাবেন বলে আশা করছি।

কোনদিন দেখা হয়নি, কথাও হয়নি, তবু কোনও সচল খারাপ আছে জানলে মনটা ভীষণ খারাপ হয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

@ জিফরান খালেদ
ভাই, অবশ্যই দ্রুত খবর জানাবেন। নিঝুমের জন্য শুভ কামনা।

অতিথি লেখক এর ছবি

গাঢ় বন্ধুত্ব এমনই। কখনো কখনো পিছলে যায়।
সরে যায় অনেকটা দূরে। কেউ ফিরে আসে। কেউ বা ফিরে না।
আপনাদের বন্ধুত্ব পুনরুজ্জীবিত হোক।
-জুলিয়ান সিদ্দিকী

জিফরান খালেদ এর ছবি

আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হলো।

নিঝুম মামা ব্যক্তিগতভাবে মারাত্মক বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার শরীর অনেক দিন ধরেই খারাপ। কিছুদিন আগে এইটা আরেকটু বাজে মোড় নেয়। নিঝুম মামাকে এর মধ্যে বেশ কয়েকবার এমার্জেন্সীতে হসপিটালাইজড করতে হয়েছে। প্রতিবারি মোটামুটি সুস্থ হয়ে ফিরেছেন। চার-পাঁচ দিন আগেও একসাথে ফিরছিলাম। সারাক্ষণ বুকে হাত দিয়ে ছিলেন। থম ধরা ব্যাথা তাড়ানোর চেষ্টা।

ডাক্তারদের আপাতঃ ভাষ্য অনুযায়ী - তার বর্তমান শারীরিক অবস্থা বেশ খানিকটা আশাহীন পর্যায়ে চলে যেতে পারে বেশ দ্রুত ব্যবস্থা না নিলে। তবে, আরো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে, হবে। আমার শুধু আশা - যে রোগ আশঙ্কা করা হচ্ছে, তা যেন না হয়।

এর সাথে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত। সে-ব্যাপার আমার বলা সাজে না। তবে তীব্র ভালবাসাময় মানুষেরা যখন এই একই কারণে কষ্ট পায় - আমার অসম্ভব রাগ হয় তখন। মনে মনে আওড়াই - বালের, কি দরকার ছিল এইসব...

আগামীকাল দেখা হবে। সবাই তার মঙ্গল কামনা করবেন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভীষণ কষ্ট হচ্ছে এই খবর শুনে।
তিনি দ্রুত আরোগ্য লাভ করুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

জিফরান, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি পারলে ওর খোঁজ দিয়ে যেও প্রতিদিন একটু একটু।
বসে বসে আঙ্গুল চোষা ছাড়া আমার আর কিছু করার নেই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা কী শোনাইলেন?
অসম্ভব!!
নিঝুম ভালো হয়ে উঠবেই উঠবে। উঠতেই হবে।

(প্লিজ, আপডেট জানাইয়েন কী অবস্থা এখন)

দ্রোহী এর ছবি

হায়!! কী হয়েছে নিঝুমের? কয়দিন আগেই না ওনাকে লগড্ইন দেখলাম!


কি মাঝি? ডরাইলা?

সৌরভ এর ছবি

হেরে যাওয়া যাবে না।
হেরে গেলে এইসবের মানে থাকবে না।
নিঝুম ভালো হয়ে উঠুন, আবার লিখুন।


আবার লিখবো হয়তো কোন দিন

তানভীর এর ছবি

আহা রে! এই পোস্ট আমার এতক্ষণ চোখেই পড়ে নাই!!

সেদিনই তো নিঝুমের 'একজন ক্রীতদাস' পড়লাম। আর আজকেই এ কী শোনাইলেন!!! নিঝুম, ভালো হয়ে উঠুন তাড়াতাড়ি। প্রার্থনা ছাড়া আর কী বা করতে পারি!

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

তারেক এর ছবি

ভালো হইতেই হবে... হইতেই হবে মন খারাপ

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

নিঝুমের জন্য শুভ কামনা। নিঝুম, ভালো উঠুন, আবার আমাদের মাঝে ফিরে আসুন।

রেনেট এর ছবি

নিঝুমের সাথে মোটামুটি প্রতিদিন কথা হচ্ছে এখন। এখন মোটামুটি ভালো আছে।
যারা ওর প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন ও ওর সুস্থতা কামনা করেছেন, সবাইকে ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। খুব তাড়াতাড়িই ও নিজে লিখে সবাইকে জানাবে ওর অবস্থা।
সবাইকে ধন্যবাদ এ সময়ে ওর পাশে থাকার জন্য।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দ্রোহী এর ছবি

নিঝুমের জন্য শুভকামনা।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।