আজ আমাদের সবার প্রিয় 'বেক্কল ছড়াকার' খ্যাত আকতার ভাইয়ের শুভ জন্মদিন।
আকতার ভাই সম্পর্কে কি বলব! ছড়ার মাধ্যমে উনি প্রতিদিন একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছেন, অথচ দেশের শীর্ষ বোমাবাজের তালিকায় তার নাম নেই! (দুদক কি করে?) আজ রাষ্ট্রপতিকে ধরছেন তো কাল উপদেষ্টাকে চোখ রাঙাচ্ছেন তো পরশু জলপাই বাহিনীকে সাপের পাঁচ পা দেখাচ্ছেন।
আকতার ভাইই মনে হয় একমাত্র অতিথি লেখক ছিলেন, যিনি অতিথি লেখক হিসেবে থাকাকালীন সময়েই সুপারস্টার হয়ে উঠেছিলেন। আর তিনিই মনে হয় একমাত্র অতিথি লেখক, যাকে সচলরা নিজ উদ্যেগে রাজপথে সংগ্রাম করে তাকে সচল বানিয়েছেন। কোন অতিথি লেখকের জন্য সচলদের এরকম নিঃসার্থ আন্দোলন আর কখনও দেখা যায় নি।
আকতার ভাই যখন অতিথি লেখক ছিলেন, তখন আমি ও অতিথি লেখক ছিলাম। আর তাই আমার লেখা জমা দিতে গিয়ে বহুবার তার কালের ছড়া প্রকাশ হবার আগেই পড়ে ফেলেছি। আমি সাধারণত কবিতা পড়ি না। ছড়াও পড়তাম না বলতে গেলে। আকতার ভাইই আমাকে বাধ্য করেছেন ছড়া পড়তে। একটি ছড়ার কথা আমার আজো মনে আছে, কালের ছড়া ১০, আমি যথারীতি ড্রাফট থেকে ছড়াটি পড়ে ফেললাম, এবং পড়ে আমার রক্ত গরম হয়ে গেল! অপেক্ষা করতে লাগলাম, কখন হতভাগা মডুরা অনলাইনে আসবে, কখন ছড়াটি প্রকাশ করবে, কখন আমি একটা মন্তব্য করে আমার অনুভূতি জানাতে পারবো। অবশেষে এক মডু এলেন(বদ্দা), ছড়াটি প্রকাশ ও করলেন, কিন্তু বদ্দাই সবার আগে কমেন্ট করে বসলেন সেদিন বদ্দার উপর বেজায় রাগ হয়েছিল। আমি কিনা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম মন্তব্য করার জন্য, আর উনি কিনা ছাপানোর আগেই মন্তব্য করে বসলেন
আকতার ভাই আমাদের সচলে লিখেন, এটা পাঠক হিসেবে আমাদের পরম সৌভাগ্য।
শুভ জন্মদিন প্রিয় আকতার ভাই! আপনি যদি বেক্কল হয়ে এরকম ছড়া লিখতে পারেন, তবে দেশের প্রতিটা মানুষই আপনার চেয়ে বেশী পরিমানে বেক্কল হয়ে উঠুক।
মন্তব্য
শুভ জন্মদিনে বড় মোমবাত্তি।
______________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
অনেক ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী
হু হু... শুভ জন্মদিন
দাওয়াত দিন ভাই দাওয়াত দিন
আমি থাকি বাড়ির কাছেই
এয়ারপোর্টের ঠিক পাশেতেই
নুশেরা আপার কেক তো আছেই
আসবো নাহয় চুপিসারেই
আচ্ছা দাওয়াত লাগবে না, নিন
ভালোবাসার শুভেচ্ছা নিন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আইজ নজু ভাই অফিস শেষে
সিলেট যামু বেড়াইতে
সন্ধ্যেবেলা উঠলে বাসে
নামাই দিবো.. হ্যা রাইতে
কদিন থেকা সময়টারে
ধরতে গেলে খালি ভাগে
অই কথাটাই থাকল তাইলে
ছয়টা তিরিশ মালিবাগে
শুভ জন্মদিন।
ধন্যবাদ অমিত দা
শুভ জন্মদিন আকতার ভাই (বেক্কল ছড়াকার)।
ব্যক্তিগত মেসেজ অ্যাকসেপ্ট করেন না কেন ভাই? আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলাম দুইদিন আগে। মেসেজ লেখার পর দেখি আপনি মেসেজ অ্যাকসেপ্ট করেন না। কী আর করা!
শুভ জন্মদিন আবারও।
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ দ্রোহী ভাই ।
ব্যক্তিগত মেসেজ অ্যাকসেপ্ট না করার ঘটনাটা খেয়াল করলাম গতকালই । অ্যাকাউন্ট ইনফরমেশন এডিট করতে গিয়ে দেখি "টিক" দেয়া নাই । সরি বস !
শুভ জন্মদিন ভাই ছড়াকার ।
ভালো থাকুন,সুন্দর থাকুন ।।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ হাসান মোরশেদ ভাই
শুভ জন্মদিন।
শুভ নববর্ষ ।
শিপন
ধন্যবাদ শিপন ভাই
শুভ জন্মদিন !
স্নিগ্ধা আপা, অনেক ধন্যবাদ আপনাকে !
শুভ জন্মদিন, আমার খুউউউউব প্রিয় ছড়াকার।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অনেক ধন্যবাদ
আপনিও আমার ভীষণ প্রিয় একজন ছড়াকার !
ভালো থাকবেন ।
শুভ জন্মদিন, কালের ছড়াকার
(একটা ভার্চুয়াল কেক দেয়ার চেষ্টা করলাম, কাজ হল না )
অনেক অনেক ধন্যবাদ নুশেরা আপা
বেক্কল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ মুর্শেদ ভাই
নিয়মিত লেখা চাই
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অনেক অনেক ধন্যবাদ মুমু আপা
জন্মদিনে অনেক শুভেচ্ছা..........
ধন্যবাদ অনিকেত
শুভ জন্মদিন, সচেতন ছড়াকার।
পরশ পাথর
ধন্যবাদ পরশ পাথর
বেক্কল ভাইকে জন্মদিনের পারিজাত শুভেচ্ছা।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক ধন্যবাদ মানিক ভাই
শুভ হোক তোমার জন্মদিন।
বাংলা ছড়া এগিয়ে চলুক তোমার হাতটি ধরে।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ রিটন ভাই - প্রিয় মানুষ.. প্রিয় ছড়াকার
শুভদিন বেক্কল
শুভদিন আকতার
শুভ হোক বাংলা ছড়ার নতুন জন্মদিন
শুভ জন্মদিন।
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ স্পর্শ
অনেক ধন্যবাদ লীলেন ভাই
শুভ জন্মদিন!
এদিনের স্পেশাল ছড়া কই?
ধন্যবাদ অনিন্দিতা ।
আজকের স্পেশাল ছড়া - কল্পনা চাকমা
শুভ জন্মদিন আকতার ভাই
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ খেকশিয়াল
- বেক্কল ছড়াকারকে জন্মদিনের শুভেচ্ছাস্বরূপ একটা শুকনো কাঁথা, এটা আমার পক্ষ থেকে।
মোটারাম হিমু নিশ্চয় বাকীদের সবার পক্ষ থেকে আরও একটা নিয়ে আসবে!
বলেন ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক অনেক ধন্যবাদ ধুগোদা !
জন্মদিন শুভ হোক আকতার ভাই।
তবে আমার এক দফা এক দাবী -
জন্মদিনে স্পেশাল ছড়া চাই !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা
কল্পনা চাকমাকে নিয়ে লেখা ছড়াটিই না হয় পড়া হোক আজ !
ও রায়হান ভাই, আপনার মন্তব্য এরকম দৌড়ায় কেম্নে?
এট্টু শিখান না!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
রেনেট ভাইকে "দৌড়ানোর" পদ্ধতিটা শিখিয়ে দেয়ার সুপারিশ করছি আবীর ভাইয়ের কাছে । রেনেটকে ধন্যবাদ পোস্ট এর জন্য !
আহ্ কি শান্তি কি আরাম...এই প্রথম কেউ আমার কাছে কিছু জানতে চাইলো।
---------------------------------
ক্যামনে কি?
যেই লেখাটারে দৌড়ানি দিবেন তার সামনে দেন
---------------------------------
নাহ!! হৈলো না।
---------------------------------
ও রায়হান ভাই, পুরা পোস্ট দৌড়ায় কেন? বিষয় কি?
এখনও বুঝি নাই কায়দাটা
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ রায়হান আবীর
শুভদিনের শুভ কামনা।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
ধন্যবাদ টুটুল ভাই
শুভ জন্মদিন।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ধন্যবাদ
ধন্যবাদ পুতুল ভাই
শুভ জন্মদিন।
কেমন করে কাটালেন আজ?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ধন্যবাদ কনফু ভাই !
সারাদিন সচলেই ছিলাম ..এখনও
চমতকার অনুভূতি.. সশ্রদ্ধ কৃতজ্ঞতা সবার প্রতি!
দেরিতে হলেও জন্মদিনের শুভেচ্ছা সহ শুকনা কাঁথা দিয়ে যাই!
হাঁটুপানির জলদস্যু
দ্যান দ্যান হিমু ভাই
আপনিতো মডুরাম
যা-ই দ্যান, নিমু ভাই !
অনেক ধন্যবাদ হিমু ভাই । সত্যি এক অন্যরকম জন্মদিন পালন হলো এবার । সবাইকে ধন্যবাদ আবারও
বেক্কল ছড়াকারকে এই শুভদিনে অনেক অনেক শুভেচ্ছা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শুভ জন্মদিন
বেশি দেরী হয়ে গেলো বোধহয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন