যদিও ইশতিয়াক রউফের সাথে বাস্তবে কখনও দেখা হয়নি, কথাও হয়নি, তারপরও খুঁজে পেতে কিছু মিল খুঁজে পেলামঃ
দুইজনরেই জন্মদিন ২৯ তারিখে (হোক না ভিন্ন মাসে)
আমরা দুজনই এক্স নটরডেমিয়ান
আমরা দুজনই বিশিষ্ট ভদ্র ছেলে
ইশতিয়াক ও চশমা পড়ে, আমিও চশমা পড়ি।
দুজনই আমেরিকা তে আছি।
দুজনই একসময় বাংলাদেশে ছিলাম
দুজনই সচলায়তন নামক সময় অপচয়কারী সাইটে আসক্ত
দুজনই ভবিষ্যতে কোন না কোন সময়ে বিয়ে করব (ইনশাল্লাহ)
এবং কিছু অমিলও খুঁজে পেলামঃ
ইশতিয়াকের লেখা অনেক গোছানো, তথ্যপূর্ণ, যুক্তি দিয়ে মোড়ানো...আর আমার লেখা হচ্ছে এলে বেলে টাইপ...
ইশতিয়াক সুদর্শন...আমি ইয়ে মানে আপনি যদি মিথ্যেবাদী হন, তাহলে আপনি আমকে সুদর্শন বলতে পারেন, অথবা আপনি যদি কানা হন, তাহলে আমি নিজেকে নিজে সুদর্শন বলতে পারি
ইশতিয়াক আগে লুইজিয়ানায় ছিল, এখন ভার্জিনিয়ায় মুভ করেছে, আর আমি আগে ম্যারিল্যান্ড ছিলাম (ভার্জিনিয়ার পাশের স্টেট)...এখন লুইজিয়ানায় মুভ করেছি
............................................................................................................................................
যাকগে, অনেক হাবি জাবি প্যাচাল পাড়লাম...ইশতিয়াক ভাই মাইন্ড খাইতে পারেন।
অনেক অনেক প্রিয় লেখার লেখক ইশতিয়াক রউফ অভিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
চমতকার চমতকার লেখা দিয়ে সামনের দিনগুলোতে আমাদের আরো মুগ্ধ করে তুলবেন, এই আশা করি।
এবং দোয়া করি, ভালো বিবাহ হইবে
হেপি বাড্ডে!
মন্তব্য
শুধু বিবাহের দোয়া করলেই হবে ? পোলাপাইনের দোয়া কে করবে রেনেট ভাই ?
ইশতি ভাইয়ার অনেক কয়টা পুলাপাইন হওয়ার দোয়া কইরা দিলাম । হেঃ হেঃ হেঃ। আর তাড়াতাড়ি বিয়া হয়ে যাক সেটাও কামনা করি নাইলে ম্যালাদিন বিয়ার দাওয়াত খাইনা কারো, ইশতি ভাই করলে একটু গতি হয় আরকি !!
আন্তরিক শুভকামনা এই বিশেষ দিনে।
শুভ জন্মদিন।
--------------------------------------------------------
আমার সাফ কথা, কম করে তিনখান চাই!
সুম্মা আমিন ! সবাই আমার সাথে বলেন ভাইয়েরা !
--------------------------------------------------------
শুভ জন্মদিন শক্তিমান লেখক, ইশতি!
হ, কইলেন একখান কথা! দুই পাউন্ড মাংস তুলতে হাত থরথর করে কাঁপে! (থ্যাংকুশ!)
ইশতি'র সাথে বুয়েটে পরিচয় হয়নি...হবার কথাও নয়...খুবই অল্প সময় ছিল...পরিচয় এই সচলায়তনেই...ইশতি'র কলম সচল থাকুক...এই প্রত্যাশায়...
শুভ জন্মদিন!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আর কয়টা দিন গেলে ঠিকই পরিচয় হয়ে যেত। যেই ১০ মাস ছিলাম, সেই সময়টার পুরোটাই হৈ-চৈ করে কেটেছে। সব সার্কেলের মাঝেই বিচরণ ছিল। ব্যাপার না, সচলায়তন তো আছেই!
শুভ জন্মদিন, ইশতি
শুভ জন্মদিন অভি। আনন্দে কাটুক দিনটি
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আসতগফেরুল্লাহ। এইটা তো জানতাম না
শুভেচ্ছা আগেই দিয়া ফেলছি।
লোকজনের যন্ত্রনায় কিছু লেইখাও শান্তি নাই
আমি একটি মেয়েকে, এবং ইশতি ভিন্ন একটি মেয়েকে বিবাহ করবে
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
শুভ জন্মদিন "নিজস্ব ধাঁচের গণতন্ত্রের প্রবক্তা" প্রিয় ব্লগার ইশতিয়াক রউফ !
পুনশ্চঃ আমরা দুইজন বোধহয় একইসাথে একটা প্রোজেক্টে অংশ নিয়েছিলাম, দৃষ্টিপাত ভার্জিনিয়া চ্যাপ্টারের ভবদহ প্রোজেক্টে। তাই না ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমি সেই সময় লুইজিয়ানায় ছিলাম। গত বছর ডিপি-ভার্জিনিয়ায় যোগ দিয়েছি। এরপর ভবদহে যা-কিছু কাজ হয়েছে, তার সাথে জড়িত। তবে এর পুরো কৃতিত্ত্ব শুধুই আজমীরের। আমেরিকা থেকে দেশে গিয়ে পরিবার-পরিজন ফেলে ভবদহ ঘুরে এসেছে। ভ্যান, নৌকা, বাস, ইত্যাদি মিলিয়ে অনেক কষ্টে গিয়ে বৃত্তির ব্যাপারে খোঁজ নিয়ে এসেছিল।
রইলো বাকি নিজস্ব ধাঁচের গণতন্ত্র। আসছে দিনগুলোয় এই গণতন্ত্র প্রবর্তণের প্রয়োজন হলেই দেখা হবে।
এতোসব নষ্ট-গুণাবলী যারা ধারণ করে বা করবে, তাদেরকে তো শুভেচ্ছা আগেই দিয়ে রাখতে হয়।
শুভ জন্মদিন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুধু আপনিই বুঝলেন এই অধমকে!
আমি শুভেচ্ছাবাণী ভালো লিখতে পারি না... তাই কারো জন্মদিনে অপেক্ষা করে থাকি কেউ একটা সুন্দর পোস্ট দিবে, আমি সেখানে শুভ বার্তা লিখে খালাস পেয়ে যাবো।
কাল রাত থেকেই অপেক্ষায় ছিলাম অভির জন্মদিন নিয়ে কেউ লিখুক... কিন্তু কেউ লেখে না... সেই আক্ষেপ নিয়ে ঘুমাতে গেলাম। ঘুম পার হয়ে সকালে দেখলাম... লেখা নাই... তখন যখন ভাবছি যে নাহ্... আমিই লিখে ফেলি... হাজার হোক ইশতি কবে দেশে আসবে... সেই প্রতীক্ষায় তো আমার দিন কাটে...
আর তখনই এই পোস্ট... চমত্কার...
শুভ জন্মদিন ইশতি...
দুইজনরেই জন্মদিন ২৯ তারিখে (হোক না ভিন্ন মাসে)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ইশ, মিস হয়ে গেল। আপনি লিখতে তো নাটক হয়ে যেত! অনেক ধন্যবাদ, নজু ভাই। আমারও মনে আছে আপনার জন্য কী আনতে হবে। থ্যাংক্সগিভিং-এর বিভিন্ন ডিল দেখছিলাম দু'দিন ধরে। গতকাল ভাবছিলাম, এই যে পাগলের মত জিনিস কিনছি, দেশে গেলে আদৌ কতটুকু নিয়ে যেতে পারবো? ভেবে দেখলাম, আমার পিসি-র মনিটরটা নিতেই হবে। সাথেই মনে হল যে নজু ভাইয়ের উপহারও নিতেই হবে। হাতে কয়েক মিনিট নিশ্ছিদ্র অবসর ছিল। কথা একদম সত্য। ঈমানে কইলাম। আপনি তো জানেনই, পুরুষ মানুষ ছোটঘরে সবচেয়ে সততার সাথে বিরাজ করে!
শুভ জন্মদিন ইশতি ভাই
...............................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
আমারও জন্মদিন ২৯ তারিখ। তবে ভিন্ন মাসে।
শুভ জন্মদিন ইশতি ভাই।
রেনেট ভাই, পোস্টে পাঁচ তারা। মজা পাইছি- আপনাদের বিয়ের কথা শুনে আরও বেশী
=============================
রেনেটকে অসংখ্য ধন্যবাদ। সচলায়তনের সূত্রে যে কত ভাল সব সম্পর্ক গড়ে উঠছে, সেটাই দেখে প্রতিদিন অবাক হই। কম-বেশি সবাই অনেক আহ্লাদ করেই রাখেন এখানে, তবু বছরের এই সময়টা এলে আদরগুলো ঘনীভূত হয়, না চাইলেও প্রতিবারই লজ্জা পেতে হয়। এবারেও সেটাই হল। মিল-অমিল গুলো পড়ে নিজেই মজা পেলাম বেশ। অনেক দিনের ইচ্ছা রেনেটের সাথে দেখা করার। আসছে ছুটিতে হয়তো ঢুঁ মারতেও পারি। তখন রেনেটের সাথে দেখা করাটা ওয়াজিব হয়ে গেল।
রেনেট দাবি করে আমি নাকি সুদর্শন। এই বক্তব্য খণ্ডানোর জন্য একটা দুঃখের কাহিণী বলি। আমাকে এক বেটি রামছ্যাঁকা দিয়েছিল গত বছর। সেই ছ্যাঁক খেয়েই ব্লগানো শুরু। তো সেই ঘটনার পর তাঁর নতুন বান্ধবের সাথে জুটিবদ্ধ ছবি বের হল একবার ফেসবুকে। সেটা দেখে জনগণ সর্বসম্মতিক্রমে ঘোষণা দিল, "এই ছেলে তো অনেক সুন্দর, একে ফেলে ইশতিয়াকের কাছে থাকবে কেন?" এই হল অধমের রূপের (?) ইতিহাস। তারই পরে সবাই জোর করে চুল স্পাইক করে দিল। আমি আপত্তি করতে গেলেই বলা হল, "এই জন্যই তো তোমাকে ছেড়ে গেছে!" হো হো করে হেসে দিয়েছিলাম তাই ঐ অংশটুকু পড়ে।
নটরডেম কলেজ ও বিমল নিয়ে কিছু মজার (?) কাহিণী আছে। সেগুলো রেনেটের অনুরোধেই লিখি না কোনদিন। এবার মনে হয় সহ-নটরডেমিয়ানের সেই ইচ্ছার খেলাপ করতেই হয়।
তবে ব্রাদার, এক্কেবারে মার্ডার করে দিছেন বিয়ের কথা বলে। আমার বিয়ে ঠিক হয়ে আছে আজমীরের সাথে। ওর ব্যাচেলর'স, আর আমার মার্স্টার্স শেষ হলে কানাডা গিয়ে বিয়ে করবো। এরপর "বাংলাদেশে প্রকাশ্য সমকামী যুগল অবৈধ" বলে দাবি করে অ্যাসাইলাম চাব। ইমিগ্রেশন ঠ্যাকায় কে!
আবারো অনেক ধন্যবাদ। আমি মানুষ হিসেবে নিজের মাপ জানি। আমি জানি এত এত ভাল কথার যোগ্য না। তবু নাহয় খুশি হলাম একটা দিন!
হৈ মিয়া! আমি আবার এ অনুরোধ করলাম কবে?
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বলেছিলাম নটরডেমের অনেক স্মৃতি আছে, কইছিলা বিমলের কথা আবার না লিখে বসতে! আমার কাহিণীগুলো আবার সবই বিমল-ময়!
আমি মেইক শিওর করার জন্য আবার সেই পোস্ট আর মন্তব্যগুলো পড়ে এলাম...এরকম কোন অনুরোধ চোখে পড়লো না.....
লিখে ফেলো ভ্রাত... নির্ভয়ে।
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ঘটনা তো বেশি সুবিধার ঠেকতেসে না গো।
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
তাই নাকি? তাহলে কে মানা করলো? আমি তো আবার ভাবলাম প্রিয় ব্লগারের অনুরোধ মেনে চলি। তাইলে আর কী, কিছুদিনের মধ্যেই কাহিণী শুনবা... অনেক দিন বাইরে তো, অনেক নাম/ধাম ভুলে গেছি। উফ, কী যে সব দিন ছিল!!
ভাই রে, বয়স তো স্বর্গাদপি গরিয়সি। এই বয়সে বাছ-বিচার করলে হয়? ধূগো দাদা'রে সেই কবে সাইড দিয়ে বসে আছি... নিজেও শালি জুটায় না, আমারেও ছাড়ে না।
- হবে, হবে, সব হবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন ইশতিয়াক ভাই ।
---------------------------
কেউ একজন অপেক্ষা করে
শুভ জন্মদিন ইশতিয়াক ভাই। অনেক অনেক শুভ কাটুক সবসময়
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন, ইশতিয়াক ভাই...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
শুভ জন্মদিন "নিজস্ব ধাঁচের গণতন্ত্র"-এর প্রবক্তা। যতদিন বাঁচবেন সুস্থ্য-সবল-আনন্দময়-কর্মক্ষম হয়ে বাঁচুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আররে! প্রিয় ব্লগার ইশতিকে শুভ জন্মদিন!!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সচলের যে দুইটা মানুষরে আমি স্বচক্ষে দেখছি তার মধ্যে একজন ইশতিয়াক ... নটরডেম আর একসাথে ব্যাচে পড়ার সূত্রে ... মাঝে বহুদিন দেখা হয় নাই, সচল ওপেন হওয়ার পরে একদিন উকিঝুকি মারতে গিয়া দেখি পরিচিত চেহারা
ইশতিয়াক লেখক হিসাবে কেমন সেটা নিয়ে কিছু না বললেও চলবে, সে ভালো ডিবেটর ছিল সেটাও অনেকেই মনে হয় জানে, তবে ও যে কতটা হাসিখুশি, বন্ধুবৎসল এবং জলি টাইপ ছেলে সেটা সামনাসামনি দেখা না হলে কল্পনা করা কঠিন ...
একটা গল্প মনে পড়লো ... নটরডেমে আমরা যখন পড়তাম তখন একএকটা ক্লাসে একশো সত্তর-আশির মত ছাত্র ছিল, ক্লাসে সবাই যাতে ঠিকমত স্যারের কথা শুনতে পায় সেজন্য স্যারের হাতে ছোট একটা মাইক্রোফোন থাকতো ... একবার কোন এক স্যার [নাম ভুলে গেছি] ক্লাস নিতে গিয়ে দেখলেন মাইক্রোফোন কাজ করে না ... ক্যাপ্টেনকে দিয়ে সেটা পাঠানো হল অফিসে ... অফিস থেকে চেক করে জানানো হল মাইক একদম ঠিকাছে ... স্যার আবার বিভিন্নভাবে চেষ্টা করলেন, কাজ হয় না ... আবার অফিস ... আবার বলা হইল ঠিকাছে ... এই গ্যাঞ্জামেই ক্লাস শেষ হয়ে গেল ...
রহস্যটা পরে জানা গেল, স্যারের হাতে যখন মাইক ছিল তখন তার ব্যাটারির ডিরেকশন ঘুরায়ে নেগেটিভটা পজিটিভের দিকে আর পজিটিভটা নেগেটিভের দিকে দেয়া থাকতো ... আবার অফিসে নিয়ে যাওয়ার সময় সেটা বের করে ঠিক করে দেয়া হত ... আবার ফেরত আনার সময় ব্যাটারি উলটে যেত ... স্মৃতি যদি প্রতারণা না করে এই কাবিল ক্যাপটেনটা ছিল ইশতিয়াক
হ্যাপী বার্থডে বাডি ... ভালো থাইকো ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
ইয়ে... মানে... ক্লাসটা মনে হয় গুহ স্যার বা জহরলাল স্যারের ছিল। নাকি ইংরেজির জাহাঙ্গীর স্যার? এটাই হবে মনে হয়। সেই কবেকার কথা!!
বান্দর পুলাপাইন! দাঁড়াও, দেশে গিয়ে জহরলাল, জাহাঙ্গীর বা গুহকে সব বলে দিব
জহরলালের ক্লাস ভালই লাগত...গুহর ক্লাস পাইনি...আর জাহাঙ্গীর (ওরফে জাইঙ্গা) এর ক্লাস ছিল কুখাদ্য... স্পেশালি টেরেন্স স্যার আর সুশীল স্যারের ক্লাস করার পরে...
তবে জাহাঙ্গীর হইলে ঠিক আছে
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
প্রথম দিনের প্রথম ক্লাস ছিল জাহাঙ্গীর স্যারের। এলেন। মাইকটা মুখের কাছে নিলেন। একদম সামনের সিটের টসটসে ফর্সা ছেলেটার সামনে গিয়ে বললেন, "কী সুন্দর..."। ভড়কে গেলাম। সেকেন্ড খানেক বিরতির পর স্যার বললেন, "...আমাদের এই দেশ বাংলাদেশ!" প্যাসেজ ট্রান্সলেশন!
এই ছিল জাহাঙ্গীর স্যারের সাথে প্রথম দেখা। বেচারাকে যে কত উৎপাত করেছিল গ্রুপ সেভেনের গুণ্ডাগুলা!
আর আমাদের ক্লাসে এসে চাইতেন নীল বই (কি একটা গ্রামার বই ছিল না...নীল কভার...)
এই...তোমাদের কারো কাছে নীল বইটা আছে?
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমাদের ক্লাস নিত সুশীল স্যার [নামই সুশীল, গালি মনে কইরা কেউ বিভ্রান্ত হয়েন না] ... একদিন জাইঙ্গা স্টপগ্যাপে আইসা প্যসেজ ট্রান্সলেশন করান শুরু করলো, যাওয়ার আগে সে ব্যাপক খুশি, "তোমরা খুব ভাল ছেলে, দুইটা প্যাসেজ করে ফেলেছো ... গ্রুপ সেভেনের ছেলেগুলি এত খারাপ, একটার বেশি করাতেই দেয় না "
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
শুভ জন্মদিন ইশতিয়াক।
শুভ জন্মদিন অভি প্রচন্ড রকমের আনন্দে কাটুক তোমার দিনটি।
চিন্তা করনা, তোমার জন্য তোমার মতই অসাধারন কেউ অপেক্খা করে আছে। আর যে ছ্যাকা দিয়েছে সে অবশ্যই পস্তাবে তোমার মত ছেলেকে ছেরে যাওয়ার জন্য।
অনেক অনেক শুভ কামনা রইল
রেনেটের লেখাও মজার হয়েছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হাহ হাহ, রেনেটীয় লেখায় মুমুয়িত মন্তব্য একদম। ব্যাপার না। ছোটবেলার কথা। সেই জন্যই তো এভাবে ঠাট্টা করে বলতে পারি। আমার মত ফুর্তিবাজ মানুষ দুইটা পাবা না।
শুভ জন্মদিন অভি।
কী ব্লগার? ডরাইলা?
ধন্যবাদ। "পাশেই আছি"।
আমরা দুজনই এক্স নটরডেমিয়ান
[i]আমরা দুজনই বিশিষ্ট ভদ্র ছেলে লইজ্জা লাগে
ইশতিয়াক ও চশমা পড়ে, আমিও চশমা পড়ি
দুজনই সচলায়তন নামক সময় অপচয়কারী সাইটে আসক্ত
উল্লেখিত জায়গাগুলোতে ইশতিয়াকের সঙ্গে আমারও মিল আছে।
।।শুভ জন্মদিন ইশতিয়াক রউফ।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
সচলে লেখা শুরু করি ইশতিয়াকের অনুপ্রেরণাতেই...
শুভ জন্মদিনে বন্ধু...ভাল থাকিস, ভাল করিস...সারাজীবন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
শুভ জন্মদিন।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেক অনেক শুভকামনা, প্রিয় ইশতিয়াক রউফ।
অনেক অনেক শুভেচ্ছা।
আবার লিখবো হয়তো কোন দিন
আরে! অভি নামটা তো জানতাম না?! হ্যাপি বার্থডে ইশতিয়াক! জীবনের সকল চাওয়া পূর্ণ হোক, এই শুভ কামনায়।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বড়ই মুশকিল, ইশতিয়াকের সাথে দেখি আমার কোন মিলই নেই। উনি নটরডেম, আমি মফস্বল, বুয়েট-ঢাবি, ইউএস-অস্ট্রেলিয়া, জন্মমাসও আলাদা, আবার উনি ভার্জিন থুক্কু মানে ব্যাচেলর, আমি পুরাই ম্যারিড, লেখকও ঊনি অসাধারণ।
তো, এত অমিলের কারণেও শুভেচ্ছা কম দিমু না ভাই। আপনার জন্যে মনের একদম তলা থেইকা কাচাইয়া নিয়া একগাদা শুভেচ্ছা!
শতায়ু হন।
-----------------------------------
মানুষ এত বড় যে ,
আপনি যদি 'মানুষ ' শব্দটি একবার উচ্চারণ করেন
যদি অন্তর থেকে করেন উচ্চারণ
যদি বোঝেন এবং উচ্চারণ করেন ' মানুষ' -
তো আপনি কাঁদবেন!
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শুভ জন্মদিন।
...........................
Every Picture Tells a Story
শুভ জন্মদিন!!!
(ব্ল্যাক্সবার্গে কখন পৌছাবো? মানে, ঠিক কখন পৌছালে একদম গরম গরম খাবার দাবার পাওয়া যাবে?)
শুভ জন্মদিন ইশতি!
শুবেচ্ছা জানাতে দেরী হয়ে গেল... বাট বেটার লেট দ্যান নেভার।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
ভদ্র বিনয়ী এই ব্লগারকে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলাম। শতায়ু হন।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সবাইকে অনেক ধন্যবাদ আবারো।
খাবারের কথা কী আর বলবো... গতকাল রাতে আজমীর পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ালো। খেয়ে-দেয়ে ভেবেছিলাম জন্মদিন শেষ। ঘরে এসে শুয়ে পড়লাম। ব্যাটা আবার রাত ১২ টার সময় দলবল নিয়ে হাজির! অতএব, এক বেলার বাসিতে আপত্তি না থাকলে এখনই চলে আসেন। ঘন্টা দুয়েক আগে জানান দিলেই গরম গরম পাবেন।
শুভ জন্মদিন । একজন ভালোমানুষ আর ভাল লেখক কে । আপনি দীর্ঘজীবি হোন । মঙ্গল হোক আপনার । ভালো হোক ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
নিজেকে নিজে জন্মদিনে শুভেচ্ছা জানাতে কেমন লাগে দেখি তো।!।
শুভ জন্মদিন- অভি -ইশতি ভাই।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
উপরোক্ত বাক্যে কিঞ্চিত আপত্তি সহকারে শুভজন্মদিন
০২
দুইজন ভিন্ন মেয়েকে বিবাহ না করিয়া অভিন্ন মেয়েকে বিবাহ করিলে সচলে অ তিশয় পুরপুষ্ট পোস্ট জন্মাইবে বলিয়া দুইজনে অভিন্ন মেয়ে বিবাহের বর প্রদান করা হইল...
সচলের সব ব্লগারদের মাঝে ইশতি হল প্রথম, যে আমার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে। তার প্রথম যোগাযোগেই সে জানিয়ে দেয়---তার ভাইয়ের জন্মদিনও নাকি আমার সাথে একই দিনে পড়েছে।
কিছুদিনের মাঝে আমার ফেসবুকের একাঊন্টে প্রথম সচল বান্ধব হিসেবেও ইশতি আবির্ভুত হয়।আমার জন্মদিনে সচলদের সবার মাঝে প্রথম ইশতির শুভেচ্ছা পাই।
এত্ত কিছুতে ছেলেটা 'প্রথম' হয়ে হয়ে আমাকে স্পষ্টতঃই বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। আমি মনস্থ করি---তার জন্মদিনে আমিই হবো 'সকাল বেলার পাখি----সবার আগে উঠব আমি ডাকি'---
ফলাফল?
তার জন্মদিনের দুই দিন আগেই শুভেচ্ছা জানিয়ে দেয়া (ভুলটা অবশ্য ইচ্ছাকৃত নয়)। যাই হোক, ভুল করেই হোক না কেন---আমিই ইশতির জন্মদিনের প্রথম শুভেচ্ছা জ্ঞাপনকারী।
এই সচলায়তনে আমার অনেক প্রিয়জন আছেন। তাদের অনেকের সাথেই আমার হয়ত কখনো দেখা হবে না। কখনো হয়ত সামনা সামনি দাঁড়িয়ে বলা হবে না---আমি তাদের লেখার চেয়ে, তাদের ব্যক্তিত্বের অনুরাগী। আমার প্ল্যান ছিল জুবায়ের ভাই কে খুব সাজিয়ে গুছিয়ে এই জিনিসটা জানানোর----সেটাতেও আমি দেরী করে ফেললাম। তাই এখন আমি আর অপেক্ষায় থাকতে রাজি না। এখন আমি আর 'সাজিয়ে গুছিয়ে' শুভেচ্ছা জ্ঞাপনের অপেক্ষায় নেই। ইশতির সাথেও কিছুদিন আগে দেখা হতে হতে গিয়ে দেখা হয়নি। দুই জনেই অর্নবের কন্সার্টে গিয়েছিলাম। কিন্তু দেখা হয়নি।
(বিশ্বস্ত সুত্রে জনৈক দুর্মুখ জানিয়েছেন---ইশতি নাকি আশে পাশের ললনাদের প্রতি তার আদি অকৃত্রিম ভালবাসা জ্ঞাপন করাতে খুবই ব্যস্ত থাকায় অন্যদের সাথে কথা বলার সময় করে উঠতে পারে নি--আহেম......)
কখন কি হয়ে যায় বলা যায় না। হয়ত দেখা গেল তড়িঘড়ি করে আমাকেই শান্তি পারাবারে পাড়ি জমাতে হল। তাই, এই সুযোগে আমি ইশতি কে জানিয়ে দিতে চাই-----আমি তার লেখারও আগে তার ব্যক্তিত্বের ভক্ত। আমার নিজের কোন ছোটভাই নেই। কাজেই কম বয়সী কারো সাথে বন্ধুত্ব হলেই তাকে আমার 'কল্পিত' ছোট ভাই বানিয়ে ফেলি। ইশতির ক্ষেত্রেও সেটার চেষ্টা করেছিলাম---কিন্তু ইশতি দেখা গেল ভাইয়ের চেয়েও বড় হয়ে এসে আমার বন্ধুর স্থান গ্রহন করেছে।
ভার্জিনিয়ায় থাকা এই ভার্জিন (আহেম!!সরল বিশ্বাসে ধরে নিয়েছি--- ধারনা মিথ্যা হলে অপরাধ নিয়েন না বস---) বন্ধুটি অতি সত্বর 'ভার্জিনত্বের' 'ভার' থেকে মুক্ত হোক এই কামনায় আবারো শুভেচ্ছা।
-------------------------------------------------------------------------------------------
পুনশ্চঃ ইশতি তুমি আমাকে একটা দারুন গুরুত্বপুর্ণ কাজের দায়িত্ব দিয়েছ। আমি সেটা ভুলিনি। কিন্তু 'আজ করব-কাল করব' করে করে করা হয়ে ঊঠছে না। কিন্তু কথা দিচ্ছি--এ সপ্তাহের মাঝে কিছু একটা নামিয়ে দেব।
তারেক ভাই, লজ্জায় ফেললেন একদম। কিছু মানুষের দেহের চেয়ে মন বড় হয়। না না, তেমন বলছি না। শুধু বলছি আপনার মনটা অনেক বড়!
আমি কিন্তু ভার্জিনিয়া আসার আগে লুইজিয়ানায় ছিলাম। নামের একটা ফজিলত আছে তো... তাই লোকে বলতো আমি লুইস বলেই লুইজিয়ানায় ঠাঁই হয়েছিল। এখন আপনার সরল বিশ্বাসে হানা দিচ্ছি না। ভাবমূর্তি বলে একটা কথা আছে না! (যেই হারে মূর্তি ভাঙা শুরু হয়েছে, ক'দিন পর ভাবকল্কি জাতীয় কিছু ব্যবহার করতে হবে হয়তো।)
ব্লগের প্রায় সবাইই একে অপরের সাথে পরিচিত। অন্যদের সূত্রেই সবার সাথে পরিচয়। আপনার বেলায়ই বোধহয় ব্যতিক্রম। আপনার সাথে ব্যক্তিগত যোগাযোগটা আমার কাছেও অনেক মূল্যবান অভিজ্ঞতা। কী থেকে কী হয়ে যায়, তাই আগে-ভাগে বলে রাখলাম আমিও।
আমার বড় ভাই-বোন নেই। এই ব্যাপারটা নিয়ে খারাপ লাগে না আর। এর পেছনে আরো অনেকের মত আপনারও ভূমিকা আছে। এই নিন, আরো একটা কথা বলে দিলাম।
শুভ জন্মদিন ইশতি ভাই।
শুভ জন্মদিন ইশতিয়াক রউফ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শুভ জন্মদিন ইশতি ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
একটু, বোধ হয়, দেরি হয়ে গেল...
শুভ জন্মদিন, অভি।
ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর লিখুন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ইশতির পোস্টে আমার মন্তব্য করা হয় খুব কম। তবে সত্য কথা স্পষ্টভাবে বলতে পারাদের মধ্যে তার অবস্থান একেবারে উপরের দিকে। সুন্দর হোক প্রতিটা ক্ষণ। শুভ জন্মদিন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
- মুহাহাহা - এইবারও আমি সবার শেষে
তিনদিন নেট বিরতির পর আজকেই সচলে ঢুকেছি। সেজন্যই ফস্কে গেছে। নাহলে কি আর ইশতি'র (আই মিন রউফ স্যারের) জন্মদিনটা এমনে চলে যায় আমার সামনে দিয়ে! যাকগে, উপরে অভিজিৎ'দা তো বলেছেনই, বেটার লেইট দ্যান নেভার। তাই সবার শেষে এসেই দাঁত কেলিয়ে বিশাল একটা শুভেচ্ছা দিয়ে যাই।
কানে কানে বলে রাখি, আমার ছোট ভাইয়েরও জন্মদিন ছিলো আজকে (৩০-এ নভেম্বর)। আরেকটা কথা কানে-মুখে বলে যাই, তা হলো আমাদের স্কুলের রউফ স্যারের কিন্তু সেইরকম একটা মেয়ে ছিলো।
ভালো কাটুক অভি, প্রতিটা মুহূর্ত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
৪৮ ঘন্টা দেরি করে হলেও বলি, শুভ জন্মদিন ইশতি!
হাঁটুপানির জলদস্যু
হে হে, ব্যাপক মজারু পোস্ট, বিশেষ কইরা, ২ জনে ভবিষ্যতে এক সময়ে বিয়া করনের ব্যাপারটা পইরা অনেকক্ষন হাসলাম, ইশতি তো বিয়া কইরা ফালাইলো, এখন ৩ বাচ্চা পয়দা করনের সময়, রেনেট মিয়া দেখি এখনো খোমাখাতায় টাংকি মারতেই ব্যস্ত
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নতুন মন্তব্য করুন